Ajker Patrika

পাঠকবন্ধু স্টেট ইউনিভার্সিটির উদ্যোগে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৭: ৩৭
পাঠকবন্ধু স্টেট ইউনিভার্সিটির উদ্যোগে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাঠকবন্ধুর স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে স্টেট স্টাইকার্সকে টাইব্রেকারে পরাজিত করে  চ্যাম্পিয়ন হয়েছে ট্রায়াড ওয়ারিয়র্স। 

সোমবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাসান কাউসার ও রেজিস্ট্রার ফারহানা শারমীন। 

এ সময় খেলোয়াড়দের উদ্দেশে অধ্যাপক ড. হাসান কাউসার বলেন, ‘এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তিনি আরও বলেন, ‘একাডেমিক কার্যক্রমের পাশাপাশি কো-কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সব সময় প্রাণচাঞ্চল্য ফিরে আসে।’

পাঠকবন্ধু স্টেট ইউনিভার্সিটি শাখায় জমজমাট ফ্রেন্ডলি ম্যাচটুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে স্টেট স্টাইকার্সকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টিম ট্রায়াড ওয়ারিয়র্স। 

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও পাঠকবন্ধু স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখার সদস্যসচিব ফারদিন আলম বলেন, দীর্ঘদিন পর একটা চমৎকার টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। সব মিলিয়ে দারুণ একটা সময় পার করতে পেরেছি আমরা। জয়ও আমাদের হয়েছে। আসলে খেলায় হার-জিত থাকবে। তবে প্রতিপক্ষ বেশ শক্তিশালী ছিল এটা বলতেই হবে।

স্টাইকার্সের সঙ্গে ট্রায়াড ওয়ারিয়র্সের হাড্ডাহাড্ডি লড়াইফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজের বিভাগীয় প্রধান মো. সামসুল ইসলাম, সহকারী অধ্যাপক রিফাত সুলতানা এবং প্রভাষক আশরাফুন নাহার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাইনালে উত্তীর্ণ দুই দলের ম্যানেজার ও প্রভাষক মো. বায়েজীদ খান এবং আবদুর রাজ্জাক সোহেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত