ডিআইআইটির উদ্যোগে ডিজিটাল মার্কেটিং কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৩: ০৮

ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ডিজিটাল মার্কেটিং এসেনশিয়ালস: কিক স্টার্ট ইউর ডিজিটাল জার্নি’ কর্মশালা। 

প্রায় ২৫০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে গত ২১ মে টাঙ্গাইলের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এই কর্মশালায় স্পিকার ছিলেন বিবিএ ১৬ তম ব্যাচের প্রাক্তনী এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইয়াদ মোশাররফ শেজান। তিনি ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে তথ্যপূর্ণ উপস্থাপনা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। 

কলেজের পক্ষে স্বাগত বক্তব্যে ডিজিটাল মার্কেটিং বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান। 

এ সময় ডিআইআইটির গৌরবোজ্জ্বল ২৭ বছরের সাফল্যের একটি খণ্ডচিত্র তুলে ধরেন শাকিলা জাহান নিপা, সহকারী অধ্যাপক, বিবিএ প্রোগ্রাম ও কো-অর্ডিনেটর, প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। 

ধন্যবাদ বক্তব্য দেন ডিআইআইটির বিবিএ বিভাগের সহযোগী অধ্যাপক এবং কর্মশালার আহ্বায়ক মো. মোকাররম হোসেন। 

কর্মশালায় ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের প্রায় সব শিক্ষক–শিক্ষিকা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত