দুই তরুণের বাজিমাত

শিক্ষা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭: ৫৩
Thumbnail image
ছবি: সংগৃহীত

বিজ্ঞান ও উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিভা প্রতিনিয়ত আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়াচ্ছে। সম্প্রতি ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেটিভ সায়েন্স প্রজেক্ট অলিম্পিয়াডে (উইসপো) ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ক্যাটাগরিতে দুটি স্বর্ণ ও এনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে দুটি রৌপ্যপদক জিতেছে বাংলাদেশের দুই শিক্ষার্থী। তারা হলো সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের জাবীর জারিফ আখতার এবং রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান সরকারি কলেজের ত্বসীন ইলাহি। তাদের উদ্ভাবনী প্রকল্পগুলো প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৬টি দেশের ৪৬টি দলকে পেছনে ফেলে বিজয় লাভ করে।

উইসপোতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিভাগে ‘অরাগার্ড: সেফ ড্রাইভিং সিস্টেম’ নামক একটি নিরাপত্তা যন্ত্র উপস্থাপন করে তারা। এই যন্ত্রে ১১ ধরনের নিরাপত্তা ফিচার রয়েছে, যা ড্রাইভিং অভিজ্ঞতাকে আরও নিরাপদ ও আধুনিক করে তোলে। প্রকল্পটি স্বর্ণপদক অর্জন করে। অন্যদিকে, পরিবেশবিজ্ঞান বিভাগে তাদের প্রকল্প ‘হাইড্রোপ্লাজমা এক্স: হাইভোল্টেজ প্লাজমা ওয়াটার পিউরিফায়ার ফ্রম ইলেকট্রনিক ওয়েস্ট’ রৌপ্যপদক জিতে নেয়। এই ইলেকট্রিক পিউরিফায়ার পানিতে উচ্চমাত্রার শক ওয়েভ প্রয়োগ করে দূষণমুক্ত করায় বিশেষ কার্যকর।

ইন্দোনেশিয়ার শিক্ষা মন্ত্রণালয় ও সায়েন্টিফিক সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই অলিম্পিয়াডে ৩০টি দেশের সহস্রাধিক প্রতিযোগী অংশ নেয়। ত্বসীন ইলাহি বলে, ‘এমন অর্জন সত্যি নিজের কাছে অনেক গর্বের। ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নেওয়ার জন্য কাজ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত