হুইলচেয়ার প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

আয়শা সিদ্দিকা আকাশী, মাদারীপুর
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১৫: ১৫
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৬: ০৯

লন্ডনপ্রবাসী কামরুল হাসানের পাঠানো অর্থে পাঠকবন্ধু মাদারীপুর জেলা শাখা প্রতিবন্ধী শিশু ইয়াহিয়াকে (৬) একটি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়। সেই সঙ্গে তার মাকেও চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করা হয়। ২১ সেপ্টেম্বর (শনিবার) সকালে মাদারীপুর শহরের ২ নম্বর শকুনি এলাকার ‘আজকের পত্রিকা’ কার্যালয়ে ঘরোয়া অনুষ্ঠানে হুইলচেয়ার হস্তান্তর করা হয়। এতে সভাপতিত্ব করেন পাঠকবন্ধু জেলা শাখার আহ্বায়ক এস এম আরাফাত হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন পাঠকবন্ধুর সদস্য সোহাগ হাসান ও ফারজানা আক্তার মুন্নি। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক বেলাল রিজভী, আরিফুর রহমান, রাকিব হাসান, সিমি প্রমুখ।

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঘটমাঝি গ্রামের সোহাগ মাতুব্বর দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন যাপন করছেন। তাঁর একটি প্রতিবন্ধী শিশুও রয়েছে। লন্ডনপ্রবাসী কামরুল হাসান শিশুটির জন্য একটি হুইলচেয়ার কেনার অর্থ পাঠালে পাঠকবন্ধু মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়। পাশাপাশি শিশুটির মা নূপুর বেগম জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁকেও ওষুধ কেনার জন্য সহায়তা করা হয়।

এদিকে এ মাসের প্রথম সপ্তাহে পাঠকবন্ধু মাদারীপুর জেলা শাখার আয়োজনে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের ১৬৭ নম্বর মোবারকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন পাঠকবন্ধু মাদারীপুর জেলা শাখা। ছবি: পাঠকবন্ধুপাঠকবন্ধু মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক এস এম আরাফাত হাসানের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে ১০০ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক সানজিদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. রোজী আক্তার, আবু হানিফ, শাহীদ মিয়া, মাকসুদা আক্তার ও কাজী জান্নাতুল ফেরদৌস। আরও ছিলেন পাঠকবন্ধুর সহসভাপতি সোহাগ হাসান, সদস্য শামীম, তানমিরা জেবু, আতিক, তাহসিন প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা সুলতানা বলেন, ‘পাঠকবন্ধুর এ ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত