শাবিপ্রবিতে চূড়ান্ত ভর্তি

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১৭: ২৭

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ২৩ ও ২৪ অক্টোবর ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে। 

ভর্তি কমিটির প্রধান অধ্যাপক ড. রেজা সেলিম বলেন, যেসব শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শাবিপ্রবিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর মাইগ্রেশনের মাধ্যমে এখানে মনোনীত হয়েছেন, তাঁদের ২৩ অক্টোবর ‘এ’ ইউনিট এবং ২৪ অক্টোবর ‘বি’ ও ‘সি’ ইউনিটে সশরীরে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। 

ভর্তি ফি ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত