পাঠকবন্ধুর আন্তর্জাতিক কমিটি গঠন

তাকি বিন মহসিন
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ৩৬
Thumbnail image

পাঠকবন্ধু এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে তরুণেরা তাঁদের দক্ষতা ও চিন্তাধারা বিকাশের সুযোগ পান। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও অবদান রাখতে পারেন। এ জন্য পাঠকবন্ধু দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রবাসী শিক্ষার্থীদের সেতুবন্ধ তৈরি করতে চায়। এ উদ্দেশ্যে এর আন্তর্জাতিক কমিটি গঠন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের হবার্ট অ্যান্ড উইলিয়াম স্মিথ কলেজের শিক্ষার্থী শ্রেয়া ঘোষকে আহ্বায়ক এবং চীনের চাংশা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী জীবন কুমার সরকারকে সদস্যসচিব করে ১৪ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

শ্রেয়া ঘোষ বলেন, ‘সবাইকে পাঠকবন্ধুর উদ্যোগের অংশ হওয়ার আহ্বান জানাব। এখানে আমরা একসঙ্গে কাজ করে নতুন সুযোগ সৃষ্টি করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিকে এগিয়ে যেতে চাই। পরস্পরের সহযোগিতার মাধ্যমে সামাজিক, শৈল্পিক ও বৈজ্ঞানিক উন্নয়নের জন্য কাজ করতে চাই।’

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক চীনের ফজলুল আজিম ফারাবী, ভারতের অন্ধ্র ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মিনহাজুর রহমান, মিসরের আল-আজহার ইউনিভার্সিটির শিক্ষার্থী এস এম ফখরুল ইসলাম।

সদস্যদের মধ্যে আছেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজিসের শিক্ষার্থী তামিম সিফাতুল্লাহ, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ওয়াশিংটন ইউনিভার্সিটির আবু সাইদ, জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখের শিক্ষার্থী রনি মিয়া, হাঙ্গেরির বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সৌরভ শর্মা, অস্ট্রেলিয়ার কিংস উন ইনস্টিটিউটের মোহাম্মদ মুমতাহিন, কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটির মোহাম্মদ রাসেল মিয়া, যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট ইউনিভার্সিটির ফরিদা খানম ফাতিহা, থাইল্যান্ডের মো. জুয়েল রানা, ভারতের চণ্ডীগড় ইউনিভার্সিটির অর্ণব দাশ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত