Ajker Patrika

পাঠকবন্ধু সম্মিলিত বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি গঠন

মো. সৈয়দুর রহমান
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৪৫
পাঠকবন্ধু সম্মিলিত বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি গঠন

পাঠকবন্ধু সম্মিলিত বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সৈয়দুর রহমানকে আহ্বায়ক ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী তাকি বিন মহসিনকে সদস্যসচিব করে ৫৭ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রমকে অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল করার লক্ষ্যে ২৫ সেপ্টেম্বর পাঠকবন্ধুর সদস্যদের নিয়ে আয়োজিত এক অনলাইন সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক—নর্থ সাউথ ইউনিভার্সিটির মো. খশরু আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রায়হান উদ্দীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সোহাগ ঘোষ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের জুবায়ের ইবনে কামাল, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের মুসাররাত আবির এবং ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মো. আশিকুর রহমান।

যুগ্ম আহ্বায়ক—গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের তানিয়া আক্তার, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের মো. তাহমিদ আল মাহাবুব খান এলিন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নাবিলা শাহবাজী দিয়া, সরকারি তিতুমীর কলেজের আমিরুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাজমুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোতালেব হোসাইন, গণ বিশ্ববিদ্যালয়ের সানজিদা জান্নাত পিংকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাবিলা তারিক, চট্টগ্রামের পোর্ট সিটি ইনটারন্যাশনাল ইউনিভার্সিটির তারানা তানজিনা মিতু, ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের মমতাজ জাহান মম এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের আলভী আহমেদ।

যুগ্ম সদস্যসচিব—সরকারি তিতুমীর কলেজের মিনহাজুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফজলে এলাহি ফুয়াদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. শেখ সাদি ভূঁইয়া, চট্টগ্রাম কলেজের এস এম রাহমান জিকু, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. রুবায়েত ইসলাম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তানজিল কাজী, চাঁদপুরের পুরান বাজার ডিগ্রি কলেজের আনিসুল ইসলাম নাঈম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইশা মালিহা, নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার ইসলাম রুদ্র এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তানভীর হাসান।

কার্যনির্বাহী সদস্যরা হলেন ইডেন মহিলা কলেজের নাবিলা রহমান চৈতী, চট্টগ্রাম কলেজের হুমাইরা খানম জেরীন, নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের সাবরিন সুলতানা উর্বরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মো. সামিউল ইসলাম প্রমি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মো. সাইদুল হাসান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাহাজাদী হক, ফরিদপুরের রাজেন্দ্র কলেজের শ্রাবণী আক্তার মীম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাব্বির হোসাইন, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের আহমেদ জুনাইদ তন্ময়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়েশা ইসলাম মুন্নি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাকিবুল হাসান, টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের রাদিয়া শানজান ইশমা, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের আব্দুল কাইয়ুম, বরিশালের বিএম কলেজের মেহেরাব হোসেন রিফাত, নর্থ সাউথ ইউনিভার্সিটির ফারহানা ইসলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জারিন তাসনিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আদীবা নাওমী, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইবতেশাম রহমান সায়নাভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন আরাফাত বিজয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেহরাব হোসেন, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মিজানুর রহমান মিজান, ফেনী বিশ্ববিদ্যালয়ের মো. আরফান হোসেন, সরকারি সা’দত কলেজের হাসান আলী, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নুসরাত জাহান ফিমা, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মো. রাজিব সাকলাইন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আল আমীন আল আমীন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এস এম মন্জুরুল ইসলাম সাজিদ এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নাজমুল হাসান আনান।

কমিটির আহ্বায়ক মো. সৈয়দুর রহমান বলেন, ‘আদর্শ ক্যাম্পাস থেকেই গড়ে উঠতে পারে আগামীর সম্ভাবনাময় প্রজন্ম। তাই প্রতিনিয়ত সৃজনশীল ও মেধাভিত্তিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের যুক্ত রাখতে পাঠকবন্ধুর নানামুখী পরিকল্পনা রয়েছে।’

পাঠকবন্ধু সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাবিলা শাহবাজী দিয়া বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একত্র করার মাধ্যমে নতুন দিগন্ত ও আলোচনার সুযোগ সৃষ্টি হচ্ছে, যা শিক্ষার্থীদের স্বার্থে ইতিবাচক পরিবর্তন আনার এক অসাধারণ সুযোগ। সবার সহযোগিতায় আমরা এসব উদ্যোগকে সাফল্যের পথে নিয়ে যেতে পারব বলে বিশ্বাস করি।’

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খশরু আহসান বলেন, ‘যেকোনো ভালো কাজের পূর্বশর্ত হলো সংঘবদ্ধ হওয়া। পাঠকবন্ধু এই সংঘকে ধরে রেখে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করবে—সেটিই প্রত্যাশা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত