যবিপ্রবি পাঠকবন্ধুর উদ্যোগে বৃক্ষরোপণ

মোতালেব হোসাইন
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১৩: ০১
আপডেট : ২৯ জুন ২০২৪, ১৩: ০৮

‘আজকের বৃক্ষরোপণ আগামীর পৃথিবীকে সুন্দর করে তুলবে’ প্রতিপাদ্য সামনে নিয়ে বৃক্ষরোপণ ও ফুটপাত পরিষ্কারকরণ কর্মসূচি পালন করেছে পাঠকবন্ধু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।

২৭ জুন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত সৌন্দর্যবর্ধন বৃক্ষরোপণ ও ফুটপাত পরিষ্কারকরণ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করেন পাঠকবন্ধুর প্রধান উপদেষ্টা ও যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। তাঁর নেতৃত্বে ১০০ সোনালুগাছ ও ২০টি রাধাচূড়াগাছ রোপণ করা হয়। এ ছাড়া বিষাক্ত পার্থেনিয়াম গাছসহ বিভিন্ন আগাছা পরিষ্কার করে প্রায় ৩০০ গজ ফুটপাত তৈরি করেন পাঠকবন্ধুরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাঠকবন্ধুর উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান ও সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম। পাঠকবন্ধুর আহ্বায়ক মোতালেব হোসাইন, ক্যাম্পাস অ্যাম্বাসেডর মো. শেখ সাদী ভূইয়া এবং সদস্য আহাদ সৈকত, মোস্তফা গালিব, জালিস মাহমুদ, মুজাহিদ, আরাফাত হোসাইন, ইমদাদুল, ফিরোজ আহমেদ, হাবিব কায়সার, রোকাইয়া, তারিফ আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত