বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঈদ উপলক্ষে রুবেল হাসান নির্মাণ করছেন নাটক ‘প্রিয় পরিবার’। সেই নাটকে জুটি বেঁধেছেন অভিনেতা অপূর্ব ও তারিন। জীবনে পরিবার কতটা গুরুত্বপূর্ণ, সে ভাবনাই প্রকট হয়েছে নাটকের গল্পে। অপূর্ব ও তারিনকে দেখা যাবে মা-বাবার চরিত্রে। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।
২ এপ্রিল থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ‘প্রিয় পরিবার’ নাটকের শুটিং। এতে অপূর্ব-তারিনের সঙ্গে আরও অভিনয় করছেন শাহেদ আলী, সৈয়দ জামান শাওন, মাখনুন সুলতানা মাহিমা, রুকাইয়া জাহান চমকসহ অনেকে। পরিচালক রুবেল হাসান জানিয়েছেন, অপূর্ব ও তারিন অভিনয় করছেন মা-বাবার ভূমিকায়। তাঁদের সন্তানদের চরিত্রে দেখা যাবে কয়েকজন শিল্পীকে।
অপূর্বর সঙ্গে অভিনয় এবং নাটকের গল্প প্রসঙ্গে বলতে গিয়ে তারিন বলেন, ‘আমি ও অপূর্ব প্রথম কোনো নাটকে একসঙ্গে বৃদ্ধ বয়সের চরিত্রে অভিনয় করছি। অপূর্ব এখন ভার্সাটাইল চরিত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করছে। এ নাটকেও সে চেষ্টা দেখছি। চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার জন্য সারা দিন চরিত্রের মধ্যেই ডুবে থাকার চেষ্টা করছে। পরিচালকও বেশ সিরিয়াস কাজটি নিয়ে। যাঁরা আমাদের সন্তানের চরিত্রে অভিনয় করছেন, তাঁরাও আমাদের সঙ্গে একটা পারিবারিক আবহে সময় কাটানোর চেষ্টা করছেন। আসলে সবাই বেশ সিরিয়াসলি করছেন কাজটি। আমারও বিষয়টি খুব
ভালো লেগেছে।’
অপূর্ব বলেন, ‘ছয় বছরের বেশি সময় পর তারিন আপার সঙ্গে জুটি বেঁধে কাজ করছি। তিনি নাটকে থাকা, পাশে থাকা মানেই আমার জন্য, আমাদের জন্য ভালো লাগার। কারণ, তিনি পাশে থাকা মানেই তাঁর কাছ থেকে নতুন কিছু শেখা। আমার অভিনয়জীবনে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
পরিচালক রুবেল হাসান জানিয়েছেন, ঈদ উপলক্ষে ক্লাব এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নাটকটি।
ঈদ উপলক্ষে রুবেল হাসান নির্মাণ করছেন নাটক ‘প্রিয় পরিবার’। সেই নাটকে জুটি বেঁধেছেন অভিনেতা অপূর্ব ও তারিন। জীবনে পরিবার কতটা গুরুত্বপূর্ণ, সে ভাবনাই প্রকট হয়েছে নাটকের গল্পে। অপূর্ব ও তারিনকে দেখা যাবে মা-বাবার চরিত্রে। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।
২ এপ্রিল থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ‘প্রিয় পরিবার’ নাটকের শুটিং। এতে অপূর্ব-তারিনের সঙ্গে আরও অভিনয় করছেন শাহেদ আলী, সৈয়দ জামান শাওন, মাখনুন সুলতানা মাহিমা, রুকাইয়া জাহান চমকসহ অনেকে। পরিচালক রুবেল হাসান জানিয়েছেন, অপূর্ব ও তারিন অভিনয় করছেন মা-বাবার ভূমিকায়। তাঁদের সন্তানদের চরিত্রে দেখা যাবে কয়েকজন শিল্পীকে।
অপূর্বর সঙ্গে অভিনয় এবং নাটকের গল্প প্রসঙ্গে বলতে গিয়ে তারিন বলেন, ‘আমি ও অপূর্ব প্রথম কোনো নাটকে একসঙ্গে বৃদ্ধ বয়সের চরিত্রে অভিনয় করছি। অপূর্ব এখন ভার্সাটাইল চরিত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করছে। এ নাটকেও সে চেষ্টা দেখছি। চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার জন্য সারা দিন চরিত্রের মধ্যেই ডুবে থাকার চেষ্টা করছে। পরিচালকও বেশ সিরিয়াস কাজটি নিয়ে। যাঁরা আমাদের সন্তানের চরিত্রে অভিনয় করছেন, তাঁরাও আমাদের সঙ্গে একটা পারিবারিক আবহে সময় কাটানোর চেষ্টা করছেন। আসলে সবাই বেশ সিরিয়াসলি করছেন কাজটি। আমারও বিষয়টি খুব
ভালো লেগেছে।’
অপূর্ব বলেন, ‘ছয় বছরের বেশি সময় পর তারিন আপার সঙ্গে জুটি বেঁধে কাজ করছি। তিনি নাটকে থাকা, পাশে থাকা মানেই আমার জন্য, আমাদের জন্য ভালো লাগার। কারণ, তিনি পাশে থাকা মানেই তাঁর কাছ থেকে নতুন কিছু শেখা। আমার অভিনয়জীবনে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
পরিচালক রুবেল হাসান জানিয়েছেন, ঈদ উপলক্ষে ক্লাব এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নাটকটি।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনো বা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
২ ঘণ্টা আগে১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৬ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৮ ঘণ্টা আগে