বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে ৬৯৯ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। যা গত অর্থবছরে এই খাতে বরাদ্দের তুলনায় ৬২ কোটি টাকা বেশি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
তবে এই বরাদ্দ নিয়ে বিগত বছরগুলোর মতো এবারও হতাশা প্রকাশ করেছেন সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ আজকের পত্রিকাকে বলেন, সংস্কৃতি খাতকে উপেক্ষা করায় ৩ জুন বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের ডাক দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতের দাবিকে সামনে রেখেই সমাবেশটি ডাকা হয়েছে বলে জানান তিনি।
গোলাম কুদ্দুছ বলেন, ‘আমরা এ বাজেট নিয়ে হতাশ। সংস্কৃতি খাতে আমরা আরও বরাদ্দ চেয়েছিলাম। কিন্তু আমরা হতাশ হয়েছি। এত বড় বাজেটে সংস্কৃতি খাতে এ বরাদ্দ অবহেলা ছাড়া কিছুই না।’
গোলাম কুদ্দুছ আরও বলেন, ‘আমরা ৫০০ উপজেলায় উন্মুক্ত মঞ্চ চেয়েছিলাম নাটকে, আবৃতি ও সংগীতের স্থায়ী প্রশিক্ষক চেয়েছিলাম। সামাজিক অবক্ষয় থেকে মাদক ঠেকাতে হলে এর বিকল্প নেই।’
৩ জুনের সমাবেশ সম্পর্কে তিনি বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সমাবেশের ডাক দিয়েছি। যেহেতু এটা প্রস্তাবিত বাজেট। আমরা আশা করব, আমাদের দাবি মেনে সরকার সংস্কৃতি খাতে বাজেট বৃদ্ধি করবে।’
প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে ৬৯৯ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। যা গত অর্থবছরে এই খাতে বরাদ্দের তুলনায় ৬২ কোটি টাকা বেশি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
তবে এই বরাদ্দ নিয়ে বিগত বছরগুলোর মতো এবারও হতাশা প্রকাশ করেছেন সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ আজকের পত্রিকাকে বলেন, সংস্কৃতি খাতকে উপেক্ষা করায় ৩ জুন বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের ডাক দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতের দাবিকে সামনে রেখেই সমাবেশটি ডাকা হয়েছে বলে জানান তিনি।
গোলাম কুদ্দুছ বলেন, ‘আমরা এ বাজেট নিয়ে হতাশ। সংস্কৃতি খাতে আমরা আরও বরাদ্দ চেয়েছিলাম। কিন্তু আমরা হতাশ হয়েছি। এত বড় বাজেটে সংস্কৃতি খাতে এ বরাদ্দ অবহেলা ছাড়া কিছুই না।’
গোলাম কুদ্দুছ আরও বলেন, ‘আমরা ৫০০ উপজেলায় উন্মুক্ত মঞ্চ চেয়েছিলাম নাটকে, আবৃতি ও সংগীতের স্থায়ী প্রশিক্ষক চেয়েছিলাম। সামাজিক অবক্ষয় থেকে মাদক ঠেকাতে হলে এর বিকল্প নেই।’
৩ জুনের সমাবেশ সম্পর্কে তিনি বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সমাবেশের ডাক দিয়েছি। যেহেতু এটা প্রস্তাবিত বাজেট। আমরা আশা করব, আমাদের দাবি মেনে সরকার সংস্কৃতি খাতে বাজেট বৃদ্ধি করবে।’
শুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
১ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৩ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৪ ঘণ্টা আগেদীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
১৫ ঘণ্টা আগে