বিনোদন প্রতিবেদক, ঢাকা
মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন তাহসান। এই সময়ে মিডিয়ার কয়েকজনের সঙ্গে তাহসানের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে, তবে তাতে কান দেননি এই গায়ক ও অভিনেতা। বরাবরই এসব বিষয় এড়িয়ে গেছেন। কিন্তু আজকের ভোরের গুঞ্জনটি তিনি উড়িয়ে দিলেন না। বরং সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় রোজা আহমেদের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়ে দিলেন, রোজার সঙ্গেই মুগ্ধতায় কেটে যাবে তাঁর বাকিটা জীবন।
রোজা আহমেদ যুক্তরাষ্ট্রপ্রবাসী। ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে তরুণীদের মধ্যে আগে থেকেই জনপ্রিয় তিনি। এক দশকের বেশি সময় ধরে অনেক নারীকে বিয়ের সাজে সাজিয়ে তুলেছেন। নিউইয়র্কে এ বিষয় নিয়েই তাঁর পড়াশোনা। রোজাস ব্রাইডাল মেকওভার নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তিনি। তাহসানও কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রেই থাকেন বেশির ভাগ সময়। এ সূত্রেই দুজনের পরিচয়, প্রেম এবং অবশেষে পরিণয়।
তাহসান ঘোষণা দেওয়ার আগেই রোজার সঙ্গে তাঁর বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল সোশ্যাল মিডিয়ায়। গত শুক্রবার ছিল তাহসান-রোজার গায়েহলুদের অনুষ্ঠান। সে আয়োজনের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভক্তদের শুভকামনার ঢল নামে। তাহসান অবশ্য সঙ্গে সঙ্গেই বিষয়টি নিশ্চিত করেননি। দিনভর রহস্য জিইয়ে রাখেন। জানান, সন্ধ্যায় বলবেন বিস্তারিত। অবশেষে আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বিয়ের ছবি প্রকাশ করে জানালেন নতুন জীবন শুরুর কথা।
আজ তাঁদের শুভবিবাহ সম্পন্ন হয়। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করে ক্যাপশনে তাহসান লেখেন গানের চারটি লাইন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’
এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট ভালোবেসে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা।
মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন তাহসান। এই সময়ে মিডিয়ার কয়েকজনের সঙ্গে তাহসানের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে, তবে তাতে কান দেননি এই গায়ক ও অভিনেতা। বরাবরই এসব বিষয় এড়িয়ে গেছেন। কিন্তু আজকের ভোরের গুঞ্জনটি তিনি উড়িয়ে দিলেন না। বরং সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় রোজা আহমেদের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়ে দিলেন, রোজার সঙ্গেই মুগ্ধতায় কেটে যাবে তাঁর বাকিটা জীবন।
রোজা আহমেদ যুক্তরাষ্ট্রপ্রবাসী। ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে তরুণীদের মধ্যে আগে থেকেই জনপ্রিয় তিনি। এক দশকের বেশি সময় ধরে অনেক নারীকে বিয়ের সাজে সাজিয়ে তুলেছেন। নিউইয়র্কে এ বিষয় নিয়েই তাঁর পড়াশোনা। রোজাস ব্রাইডাল মেকওভার নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তিনি। তাহসানও কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রেই থাকেন বেশির ভাগ সময়। এ সূত্রেই দুজনের পরিচয়, প্রেম এবং অবশেষে পরিণয়।
তাহসান ঘোষণা দেওয়ার আগেই রোজার সঙ্গে তাঁর বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল সোশ্যাল মিডিয়ায়। গত শুক্রবার ছিল তাহসান-রোজার গায়েহলুদের অনুষ্ঠান। সে আয়োজনের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভক্তদের শুভকামনার ঢল নামে। তাহসান অবশ্য সঙ্গে সঙ্গেই বিষয়টি নিশ্চিত করেননি। দিনভর রহস্য জিইয়ে রাখেন। জানান, সন্ধ্যায় বলবেন বিস্তারিত। অবশেষে আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বিয়ের ছবি প্রকাশ করে জানালেন নতুন জীবন শুরুর কথা।
আজ তাঁদের শুভবিবাহ সম্পন্ন হয়। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করে ক্যাপশনে তাহসান লেখেন গানের চারটি লাইন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’
এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট ভালোবেসে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা।
নতুন বছরের শুরুতেই পরপর দুটি গান প্রকাশিত হলো আসিফ আকবরের। একটি গানের শিরোনাম ‘মন জানে’, অন্যটি ‘আয় ফিরে আয়’। দুটি গানেই ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন আসিফ।
২৫ মিনিট আগেসংস্কৃতির বিকাশ ও বিকেন্দ্রীকরণের জন্য বাংলাদেশের আটটি বিভাগীয় শহরে কর্মশালাভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এ লক্ষ্যে আটজন পরিচালক নির্বাচন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। নির্বাচিত এই
৩২ মিনিট আগেগোল্ডেন গ্লোবসের আসর থেকেই গুঞ্জন রটেছিল, বাগদান সেরেছেন টম হল্যান্ড ও জেন্ডায়া। এ গুঞ্জন চাউর হওয়ার পেছনের একমাত্র কারণ জেন্ডায়ার আংটি। রেড কার্পেটে জেন্ডায়া যখন ফটোগ্রাফারদের সামনে পোজ দিচ্ছিলেন, সেখানে সব ছাপিয়ে দৃষ্টি কাড়ে অভিনেত্রীর মূল্যবান আংটি।
৩৬ মিনিট আগেগানের মানুষ হিসেবেই বেশি পরিচিত শায়ান চৌধুরী অর্ণব। তিনি গান লেখেন, তাতে সুর দেন, সংগীত পরিচালনা করেন এবং সেই গান তুলে নেন কণ্ঠে। চিত্রশিল্পী হিসেবেও সুনাম রয়েছে তাঁর। এবার অর্ণবের নামের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন পরিচিতি। এবারের একুশে বইমেলায় প্রথমবারের মতো লেখক হিসেবে হাজির হচ্ছেন তিনি।
৪৩ মিনিট আগে