তাহসানের প্রত্যাশা, রোজার সঙ্গে মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ২০: ৩৯
Thumbnail image
স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তাহসান। ছবি: সংগৃহীত

মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন তাহসান। এই সময়ে মিডিয়ার কয়েকজনের সঙ্গে তাহসানের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে, তবে তাতে কান দেননি এই গায়ক ও অভিনেতা। বরাবরই এসব বিষয় এড়িয়ে গেছেন। কিন্তু আজকের ভোরের গুঞ্জনটি তিনি উড়িয়ে দিলেন না। বরং সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় রোজা আহমেদের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়ে দিলেন, রোজার সঙ্গেই মুগ্ধতায় কেটে যাবে তাঁর বাকিটা জীবন।

রোজা আহমেদ যুক্তরাষ্ট্রপ্রবাসী। ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে তরুণীদের মধ্যে আগে থেকেই জনপ্রিয় তিনি। এক দশকের বেশি সময় ধরে অনেক নারীকে বিয়ের সাজে সাজিয়ে তুলেছেন। নিউইয়র্কে এ বিষয় নিয়েই তাঁর পড়াশোনা। রোজাস ব্রাইডাল মেকওভার নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তিনি। তাহসানও কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রেই থাকেন বেশির ভাগ সময়। এ সূত্রেই দুজনের পরিচয়, প্রেম এবং অবশেষে পরিণয়।

তাহসান ঘোষণা দেওয়ার আগেই রোজার সঙ্গে তাঁর বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল সোশ্যাল মিডিয়ায়। গত শুক্রবার ছিল তাহসান-রোজার গায়েহলুদের অনুষ্ঠান। সে আয়োজনের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভক্তদের শুভকামনার ঢল নামে। তাহসান অবশ্য সঙ্গে সঙ্গেই বিষয়টি নিশ্চিত করেননি। দিনভর রহস্য জিইয়ে রাখেন। জানান, সন্ধ্যায় বলবেন বিস্তারিত। অবশেষে আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বিয়ের ছবি প্রকাশ করে জানালেন নতুন জীবন শুরুর কথা।

আজ তাঁদের শুভবিবাহ সম্পন্ন হয়। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করে ক্যাপশনে তাহসান লেখেন গানের চারটি লাইন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট ভালোবেসে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ নিয়ে প্রশ্ন তুললেন বীণা সিক্রি

ছড়িয়ে পড়ছে এইচএমপিভি ভাইরাস, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ জানুন

ওবায়দুল কাদের–শেখ হেলাল পালিয়েছেন যশোর যুবদল নেতার সহযোগিতায়, দাবি সাবেক নেতার

এইচএসসি পরীক্ষা শুরু জুনের শেষ সপ্তাহে

আবুল খায়ের গ্রুপে চাকরি, শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত