বিনোদন ডেস্ক
গোল্ডেন গ্লোবসের আসর থেকেই গুঞ্জন রটেছিল, বাগদান সেরেছেন টম হল্যান্ড ও জেন্ডায়া। এ গুঞ্জন চাউর হওয়ার পেছনের একমাত্র কারণ জেন্ডায়ার আংটি। রেড কার্পেটে জেন্ডায়া যখন ফটোগ্রাফারদের সামনে পোজ দিচ্ছিলেন, সেখানে সব ছাপিয়ে দৃষ্টি কাড়ে অভিনেত্রীর মূল্যবান আংটি।
৪৮ ক্যারেট হীরার ওই আংটির দাম ২ লাখ মার্কিন ডলার। এর পরেই অভিনেত্রীর বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও টম বা জেন্ডায়া আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে সংবাদমাধ্যম টিএমজেড নিশ্চিত করেছে, কিছুদিন আগেই বাগদান হয়েছে তাঁদের।
কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন টম হল্যান্ড ও জেন্ডায়া। নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি তাঁরা। একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ঘুরতে যাওয়ার ছবি। সম্পর্কের নানা বিষয় নিয়েও অকপট তাঁরা সব সময়। তবে কোনো অজানা কারণে বাগদানের খবরটি এখনো প্রকাশ্যে আনেননি।
টিএমজেড জানিয়েছে, প্রেমিকা জেন্ডায়াকে প্রপোজ করেছেন টম। বড়দিন ও নববর্ষের মাঝামাঝি একটি দিনে বাগদানের উদ্দেশ্যে তাঁরা এক হয়েছিলেন জেন্ডায়ার যুক্তরাষ্ট্রের বাড়িতে। আয়োজনটি ছিল আড়ম্বরহীন। অতিথিও বেশি ছিল না। বাগদানের মুহূর্তটি নিজেদের মতো করেই উদ্যাপন করেছেন এ তারকাজুটি।
‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় কাজ করতে গিয়ে টম ও জেন্ডায়ার পরিচয়। ২০২১ সাল থেকে প্রেম করছেন তাঁরা। সম্পর্কের চার বছরের মাথায় এসে বাগদান সারলেন এ জুটি। বাগদানের পর এবার স্বাভাবিকভাবেই সবার মধ্যে কৌতূহল, কবে বিয়ে করছেন তাঁরা?
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিগগির বিয়ের আয়োজনের পরিকল্পনা নেই তাঁদের। টম ও জেন্ডায়া দুজনই ব্যস্ত তারকা। এ বছর একাধিক বড় প্রজেক্টে ব্যস্ত থাকবেন তাঁরা। ফলে বিয়ের অনুষ্ঠানের জন্য তাঁদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, জেন্ডায়া এবার গোল্ডেন গ্লোবসের আসরে গিয়েছিলেন মিউজিক্যাল-কমেডি সিনেমা বিভাগের সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার পাননি। ‘চ্যালেঞ্জারস’ সিনেমায় অভিনয় করে এ মনোনয়ন পান তিনি। রোমান্টিক স্পোর্টস ঘরানার সিনেমাটির অন্যতম প্রযোজকও জেন্ডায়া। এ বছর জেন্ডায়া ও টম হল্যান্ডকে একসঙ্গে আবারও পর্দায় দেখা যাবে। ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় জুটি বেঁধে হাজির হবেন তাঁরা।
গোল্ডেন গ্লোবসের আসর থেকেই গুঞ্জন রটেছিল, বাগদান সেরেছেন টম হল্যান্ড ও জেন্ডায়া। এ গুঞ্জন চাউর হওয়ার পেছনের একমাত্র কারণ জেন্ডায়ার আংটি। রেড কার্পেটে জেন্ডায়া যখন ফটোগ্রাফারদের সামনে পোজ দিচ্ছিলেন, সেখানে সব ছাপিয়ে দৃষ্টি কাড়ে অভিনেত্রীর মূল্যবান আংটি।
৪৮ ক্যারেট হীরার ওই আংটির দাম ২ লাখ মার্কিন ডলার। এর পরেই অভিনেত্রীর বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও টম বা জেন্ডায়া আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে সংবাদমাধ্যম টিএমজেড নিশ্চিত করেছে, কিছুদিন আগেই বাগদান হয়েছে তাঁদের।
কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন টম হল্যান্ড ও জেন্ডায়া। নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি তাঁরা। একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ঘুরতে যাওয়ার ছবি। সম্পর্কের নানা বিষয় নিয়েও অকপট তাঁরা সব সময়। তবে কোনো অজানা কারণে বাগদানের খবরটি এখনো প্রকাশ্যে আনেননি।
টিএমজেড জানিয়েছে, প্রেমিকা জেন্ডায়াকে প্রপোজ করেছেন টম। বড়দিন ও নববর্ষের মাঝামাঝি একটি দিনে বাগদানের উদ্দেশ্যে তাঁরা এক হয়েছিলেন জেন্ডায়ার যুক্তরাষ্ট্রের বাড়িতে। আয়োজনটি ছিল আড়ম্বরহীন। অতিথিও বেশি ছিল না। বাগদানের মুহূর্তটি নিজেদের মতো করেই উদ্যাপন করেছেন এ তারকাজুটি।
‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় কাজ করতে গিয়ে টম ও জেন্ডায়ার পরিচয়। ২০২১ সাল থেকে প্রেম করছেন তাঁরা। সম্পর্কের চার বছরের মাথায় এসে বাগদান সারলেন এ জুটি। বাগদানের পর এবার স্বাভাবিকভাবেই সবার মধ্যে কৌতূহল, কবে বিয়ে করছেন তাঁরা?
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিগগির বিয়ের আয়োজনের পরিকল্পনা নেই তাঁদের। টম ও জেন্ডায়া দুজনই ব্যস্ত তারকা। এ বছর একাধিক বড় প্রজেক্টে ব্যস্ত থাকবেন তাঁরা। ফলে বিয়ের অনুষ্ঠানের জন্য তাঁদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, জেন্ডায়া এবার গোল্ডেন গ্লোবসের আসরে গিয়েছিলেন মিউজিক্যাল-কমেডি সিনেমা বিভাগের সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার পাননি। ‘চ্যালেঞ্জারস’ সিনেমায় অভিনয় করে এ মনোনয়ন পান তিনি। রোমান্টিক স্পোর্টস ঘরানার সিনেমাটির অন্যতম প্রযোজকও জেন্ডায়া। এ বছর জেন্ডায়া ও টম হল্যান্ডকে একসঙ্গে আবারও পর্দায় দেখা যাবে। ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় জুটি বেঁধে হাজির হবেন তাঁরা।
আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। নির্বাচিত এসব অনুষ্ঠানের খবর নিয়ে এই প্রতিবেদন।
৩ ঘণ্টা আগেআজ বাংলা পঞ্জিকাবর্ষের প্রথম দিন। বাংলা নববর্ষে সারা দেশ আনন্দ উৎসবে মেতে উঠবে। আয়োজন করা হয়েছে কনসার্ট আর সংগীতানুষ্ঠানের। এসব অনুষ্ঠানে গানে গানে দর্শক মাতাবেন দেশের খ্যাতিমান শিল্পী ও ব্যান্ড।
৩ ঘণ্টা আগে২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করে নাট্যদল ‘তাড়ুয়া’। এখন পর্যন্ত মঞ্চে তিনটি নাটক নিয়ে এসেছে দলটি। প্রতিষ্ঠার সাত বছরের মাথায় নতুন নাটক নিয়ে আসছে তাড়ুয়া। নাম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন...
৩ ঘণ্টা আগেবাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে ব্যান্ড নকশীকাঁথা। দলটির ইউটিউব চ্যানেলে গত শনিবার প্রকাশ পেয়েছে ‘জরিনা’ শিরোনামের গানটি। গানের গীতিকার, সুরকার ও গায়ক এবং নকশীকাঁথা ব্যান্ডের প্রধান সাজেদ ফাতেমী জানান, ২০ বছর আগে লেখা হয়েছিল জরিনা। নানা জটিলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখল গানটি।
৩ ঘণ্টা আগে