বিনোদন প্রতিবেদক, ঢাকা
২৯তম সিজন শেষ করে শুরু হচ্ছে দুরন্ত টিভির ৩০তম সিজন। ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া নতুন এই সিজনে তিনটি নতুন কার্টুন সিরিজের পাশাপাশি প্রচারিত হবে গত সিজনে শুরু হওয়া শিশু স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন’-এর নতুন পর্ব। এ ছাড়া থাকবে দুরন্ত টিভির অন্যান্য নিয়মিত অনুষ্ঠান, কার্টুন সিরিজ ও সিনেমা।
সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার বেলা ১১টা ও রাত সাড়ে ৮টায় দেখা যাবে বন্ধুত্বের দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প বলা আর মজার মজার খেলায় মেতে ওঠার অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’। অনুষ্ঠানটিতে দুই বন্ধুর সঙ্গে থাকবে পাপেট পড়শী ও বাবুই, আর থাকবেন একজন মামা, যিনি মজার মজার গল্পে মেতে ওঠেন সবার সঙ্গে।
একটি পাপেট পরিবার ও তাদের আশপাশের কিছু মানব চরিত্র নিয়ে অনুষ্ঠান ‘বর্ণমালার ঘর’। এই অনুষ্ঠানে দৈনন্দিন নানান ঘটনার মধ্য দিয়ে শিশুরা শিখতে পারবে বাংলা বর্ণমালা ও তার প্রয়োগ। এ ছাড়া আছে বর্ণমালা নিয়ে মজার মজার গান, অ্যানিমেশন ও অক্ষর দিয়ে অরিগ্যামি। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, চিত্রলেখা গুহ, আনন্দ খালেদ, সজল ও রোকসানা রুমা। সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা ও রাত ৯টায় প্রচারিত হবে বর্ণমালার ঘর।
প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট, সন্ধ্যা ৭টা ও রাত ১২টা ৩০ মিনিটে প্রচারিত হবে শিশুস্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন’। প্রতি পর্বে শিশুবিশেষজ্ঞর সঙ্গে নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করবেন একজন তরুণ চিকিৎসক। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন।
৩১ জানুয়ারি শুরু হবে নতুন তিনটি কার্টুন সিরিজ। এগুলো হলো ‘ক্লিও অ্যান্ড কুকিন’, ‘পোলিনোপোলিস’ এবং ‘পিআইএনওয়াই ইনস্টিটিউট অব নিউইয়র্ক’।
ক্লিও ও তার পাঁচ ভাইবোনের সমস্যা সমাধানের মজার মজার গল্প নিয়ে কার্টুন সিরিজ ‘ক্লিও অ্যান্ড কুকিন’। দেখা যাবে প্রতি শুক্র ও শনিবার, সকাল ৭টা ৩০ মিনিট ও রাত ৯টায়।
ইউকা ও তার বন্ধুদের জীবনের প্রথম অভিজ্ঞতার নানা গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে কার্টুন ‘পোলিনোপোলিস’। সিরিজটির কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম। প্রতি শুক্র ও শনিবার বেলা ১টা ৩০ মিনিট এবং রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে পোলিনোপোলিস।
কার্টুন সিরিজ পিআইএনওয়াই ইনস্টিটিউট অব নিউইয়র্ক প্রচারিত হবে শুক্র ও শনিবার বেলা ২টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ছোটবেলা থেকেই ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখে মিশেল। একদিন শহরের নামকরা ফ্যাশন ইনস্টিটিউট পিআইএনওয়াই ইনস্টিটিউট অব নিউইয়র্ক থেকে স্কলারশিপের প্রস্তাব পায় সে। সেখানে কয়েকজন বন্ধুও পেয়ে যায়। কিন্তু মিশেলের মেধা দেখে তার ক্লাসের কিছু দুষ্টু মেয়ে তাকে খুব বিরক্ত করে। মিশেলের ডিজাইন করা প্রজেক্টগুলো নষ্ট করতে সারাক্ষণ দুষ্টু বুদ্ধি করতে থাকে তারা।
এ ছাড়া দুরন্ত টিভির নতুন সিজনে থাকবে পাপেট শো ‘খাট্টা মিঠা’, গান শেখার অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়- সিজন ২’, ছবি আঁকার অনুষ্ঠান ‘আমার ছবি আমার গল্প - সিজন ২’, ‘সিসিমপুর’, ধারাবাহিক নাটক ‘অবন্তী কাণ্ড’, ক্র্যাফটিং ভিত্তিক অনুষ্ঠান ‘দি আর্ট রুম’, কার্টুন সিরিজ ‘১০০% উলফ লিজেন্ড অব দ্য মুনস্টোন’, ‘সুইট লিটল মনস্টারস’, ‘মিয়া অ্যান্ড মি’, ‘মিনেস্কিউল’ ইত্যাদি।
২৯তম সিজন শেষ করে শুরু হচ্ছে দুরন্ত টিভির ৩০তম সিজন। ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া নতুন এই সিজনে তিনটি নতুন কার্টুন সিরিজের পাশাপাশি প্রচারিত হবে গত সিজনে শুরু হওয়া শিশু স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন’-এর নতুন পর্ব। এ ছাড়া থাকবে দুরন্ত টিভির অন্যান্য নিয়মিত অনুষ্ঠান, কার্টুন সিরিজ ও সিনেমা।
সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার বেলা ১১টা ও রাত সাড়ে ৮টায় দেখা যাবে বন্ধুত্বের দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প বলা আর মজার মজার খেলায় মেতে ওঠার অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’। অনুষ্ঠানটিতে দুই বন্ধুর সঙ্গে থাকবে পাপেট পড়শী ও বাবুই, আর থাকবেন একজন মামা, যিনি মজার মজার গল্পে মেতে ওঠেন সবার সঙ্গে।
একটি পাপেট পরিবার ও তাদের আশপাশের কিছু মানব চরিত্র নিয়ে অনুষ্ঠান ‘বর্ণমালার ঘর’। এই অনুষ্ঠানে দৈনন্দিন নানান ঘটনার মধ্য দিয়ে শিশুরা শিখতে পারবে বাংলা বর্ণমালা ও তার প্রয়োগ। এ ছাড়া আছে বর্ণমালা নিয়ে মজার মজার গান, অ্যানিমেশন ও অক্ষর দিয়ে অরিগ্যামি। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, চিত্রলেখা গুহ, আনন্দ খালেদ, সজল ও রোকসানা রুমা। সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা ও রাত ৯টায় প্রচারিত হবে বর্ণমালার ঘর।
প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট, সন্ধ্যা ৭টা ও রাত ১২টা ৩০ মিনিটে প্রচারিত হবে শিশুস্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন’। প্রতি পর্বে শিশুবিশেষজ্ঞর সঙ্গে নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করবেন একজন তরুণ চিকিৎসক। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন।
৩১ জানুয়ারি শুরু হবে নতুন তিনটি কার্টুন সিরিজ। এগুলো হলো ‘ক্লিও অ্যান্ড কুকিন’, ‘পোলিনোপোলিস’ এবং ‘পিআইএনওয়াই ইনস্টিটিউট অব নিউইয়র্ক’।
ক্লিও ও তার পাঁচ ভাইবোনের সমস্যা সমাধানের মজার মজার গল্প নিয়ে কার্টুন সিরিজ ‘ক্লিও অ্যান্ড কুকিন’। দেখা যাবে প্রতি শুক্র ও শনিবার, সকাল ৭টা ৩০ মিনিট ও রাত ৯টায়।
ইউকা ও তার বন্ধুদের জীবনের প্রথম অভিজ্ঞতার নানা গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে কার্টুন ‘পোলিনোপোলিস’। সিরিজটির কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম। প্রতি শুক্র ও শনিবার বেলা ১টা ৩০ মিনিট এবং রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে পোলিনোপোলিস।
কার্টুন সিরিজ পিআইএনওয়াই ইনস্টিটিউট অব নিউইয়র্ক প্রচারিত হবে শুক্র ও শনিবার বেলা ২টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ছোটবেলা থেকেই ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখে মিশেল। একদিন শহরের নামকরা ফ্যাশন ইনস্টিটিউট পিআইএনওয়াই ইনস্টিটিউট অব নিউইয়র্ক থেকে স্কলারশিপের প্রস্তাব পায় সে। সেখানে কয়েকজন বন্ধুও পেয়ে যায়। কিন্তু মিশেলের মেধা দেখে তার ক্লাসের কিছু দুষ্টু মেয়ে তাকে খুব বিরক্ত করে। মিশেলের ডিজাইন করা প্রজেক্টগুলো নষ্ট করতে সারাক্ষণ দুষ্টু বুদ্ধি করতে থাকে তারা।
এ ছাড়া দুরন্ত টিভির নতুন সিজনে থাকবে পাপেট শো ‘খাট্টা মিঠা’, গান শেখার অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়- সিজন ২’, ছবি আঁকার অনুষ্ঠান ‘আমার ছবি আমার গল্প - সিজন ২’, ‘সিসিমপুর’, ধারাবাহিক নাটক ‘অবন্তী কাণ্ড’, ক্র্যাফটিং ভিত্তিক অনুষ্ঠান ‘দি আর্ট রুম’, কার্টুন সিরিজ ‘১০০% উলফ লিজেন্ড অব দ্য মুনস্টোন’, ‘সুইট লিটল মনস্টারস’, ‘মিয়া অ্যান্ড মি’, ‘মিনেস্কিউল’ ইত্যাদি।
ঘোষণা করা হলো ৯৭তম অস্কারের মনোনয়ন তালিকা। এবার সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। ১৩ বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি।
৭ ঘণ্টা আগে২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল ‘বিলডাকিনি’। শেষ মুহূর্তে আবারও পিছিয়ে গেল সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ফজলুল কবীর তুহিন।
৭ ঘণ্টা আগেবুধবার দিনভর সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায় মোনালি ঠাকুরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর। বৃহস্পতিবার মোনালি জানালেন, হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি সত্য নয়। অসুস্থ হলেও হাসপাতালে ভর্তি হতে হয়নি তাঁকে।
৭ ঘণ্টা আগেঅভিনয়ে প্রতিভাবানদের খুঁজে বের করতে দীপ্ত টেলিভিশনের আয়োজনে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। ১০ জানুয়ারি শুরু হয়েছে নিবন্ধনপ্রক্রিয়া। নিবন্ধন করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
৭ ঘণ্টা আগে