টিএসসিতে উকিল মুন্সী স্মরণোৎসব ও তথ্যচিত্র প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
ছবি: সংগৃহীত

‘আষাঢ় মাইস্যা ভাসা পানি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘শুয়া চান পাখি’র মতো জনপ্রিয় গান কে না শুনেছে। বিখ্যাত এসব গানের স্রষ্টা উকিল মুন্সী। তাঁর স্মরণে গান ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে।

আজ ১২ ডিসেম্বর উকিল মুন্সীর ৪৬তম প্রয়াণ দিবস উপলক্ষে ‘উকিল মুন্সী স্মরণোৎসব ১৪৩১’ শিরোনামের আয়োজনটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন। সংগঠনটির সভাপতি মাহবুব খালাসী বলেন, ‘সংগীতচর্চা যে ধর্মপরিপন্থী কোনো ধারণা নয়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত ভাটি বাংলার উকিল মুন্সী। তিনি একই সঙ্গে মসজিদের ইমামতি করতেন। আবার বাউলগানের মঞ্চে গান গাইতেন। এতে কারও কোনো আপত্তি দেখা যায়নি। তিনি বাউলগানের মঞ্চে ও মোনাজাতের সময় চোখের জলে ভাসাতেন উপস্থিত দর্শক মুসল্লিদের। অনেকে মৃত্যুর আগে ইচ্ছা পোষণ করে যেতেন, উকিল মুন্সী যেন তাঁর জানাজায় ইমামতি করেন।’

উকিল মুন্সী স্মরণোৎসবে প্রদর্শিত হবে অনার্য মুর্শিদ নির্মিত প্রামাণ্যচিত্র ‘উকিল মুন্সী: বিরহী ভাবের সম্রাট’। অনুষ্ঠানে আলোচনা করবেন বিশিষ্ট চিন্তাবিদ ফরহাদ মজহার ও সংগীতশিল্পী কফিল আহমেদ। এ ছাড়া উকিল মুন্সীর ভাববাণী পরিবেশন করবেন আকাশ গায়েন, শাহ মুহাম্মদ শিপন, খোকন চিশতি, মারুফ মৃন্ময়, নবীন কিশোর গোস্বামী, অভিষেক রায় অর্চন, অনিন্দ্য বিশ্বাস, জয়ন্ত পাল জয়, ইমরান হোসাইন, শ্যামল আহমেদ সজল, অয়ন ইসলাম অলি, আবু রাশেদ, আশিকুর রহমান বন্ধন, নাজমুল হাসান লানজু, নিয়ন রেজা, তন্ময় চন্দ্র রায় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত