না ফেরার দেশে অভিনেত্রী দেবশ্রী রায়ের মা আরতি রায় 

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২, ১৪: ৫৮
আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৫: ২২

ভারতীয় বাঙালি অভিনেত্রী দেবশ্রী রায়ের মা আরতি রায় মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে পশ্চিমবঙ্গের গণমাধ্যমের খবরে বলা হয়।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন ৯২ বছর বয়সী আরতি রায়। বিগত কয়েক মাস তিনি আরেক মেয়ের বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তবে মৃত্যুর সময় পাশে ছিলেন তিন মেয়েই। 

মায়ের মৃত্যুতে শোকাহত দেবশ্রী বলেন, ‘মা যে কখন চলে গেল, বুঝতেই পারিনি। বার্ধক্যজনিত সমস্যা ছাড়া অন্য কোনো রোগ ছিল না।’

আরতি রায়ের ইচ্ছা পূরণ করতেই দেবশ্রীর অভিনয়জগতে আসা। মেয়েকে নাচ শেখানো থেকে শুরু করে তাঁকে অভিনয়ে অনুপ্রেরণা জোগানোর পেছনে তাঁর ছিল বড় অবদান। ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে আরতি দেবীর হাত ধরেই স্টুডিও পাড়ায় যেতেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দেবশ্রী। 

গত অগস্ট মাসে আরতি দেবী গুরুতর চোট পান। তখন দেবশ্রী জানিয়েছিলেন, ‘মা বড়দির কাছে থাকেন। বাড়িতে পড়ে গিয়ে কপাল ফেটে গেছে মায়ের। অনেক রক্তপাত হয়েছে। মায়ের বয়স ৯২ ছুঁইছুঁই। দুর্ঘটনায় বেশ দুর্বল হয়ে পড়েছেন।’

মাসখানেক আগেই দেবশ্রী নিজের জন্মদিনের কথা বলতে গিয়ে মাকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। অভিনেত্রী জানিয়েছিলেন, ছোটবেলায় মা আরতি দেবী তাঁদের তিন বোনকে যেমন আগলে রাখতেন পরম যত্নে, স্নেহে, এখন তার ঠিক উল্টোটাই হয়। এখন তাঁরাই মায়ের দেখভাল করেন। 

মায়ের কথা বলতে গিয়ে দেবশ্রী বলেন, ‘মা এখন শিশুর মতো হয়ে গেছেন আমাদের কাছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত