বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। এবার ইউটিউবের চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ঈদে প্রচারের লক্ষ্যে এখন চলছে গল্প লেখার কাজ। নাটকটি বানাবেন মহিদুল মহিম।
দুই বছর আগে অভিনয়ে নাম লিখিয়েছেন পড়শী। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘মারিয়া ওয়ান পিস’ নামের নাটকটিতে পড়শীর সহশিল্পী ছিলেন ঋষি কৌশিক। এরপর বিশেষ দিবস উপলক্ষে নির্মিত বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে। ইতিমধ্যে অভিনয়েও প্রশংসিত হয়েছেন তিনি। অনেক নির্মাতা তাঁকে নিয়ে কাজ করার আগ্রহ দেখাচ্ছেন। তবে পড়শী চান পছন্দ অনুযায়ী গল্প, নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে কাজ করতে। সেই ভাবনা থেকেই নাটক প্রযোজনার পরিকল্পনা করেছেন। আগামী রোজার ঈদে প্রচারের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি। পুরো বিষয়টির তত্ত্বাবধানে থাকবেন পড়শীর ভাই স্বাক্ষর।
পড়শীর নাটক প্রযোজনার বিষয়ে স্বাক্ষর বলেন, ‘দুই বছর যাবৎ পড়শী নাটকে অভিনয় করছে। এখন অনেক চিত্রনাট্য আসে। অনেক সময় সবকিছু পছন্দ না হলেও অনুরোধের কারণে সেই নাটকে পড়শীকে অভিনয় করতে হয়। কিন্তু সে চায় সবকিছু মিলে গেলেই অভিনয় করতে। প্রযোজনা করলে এমনটা সম্ভব। তাই পারিবারিকভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
স্বাক্ষর জানান, পড়শীর এখন যে ইউটিউব চ্যানেল আছে, সেখানেই প্রথম দিকের নাটকগুলো প্রকাশ পাবে। পরবর্তী সময়ে দর্শকের সাড়া পেলে নাটকের জন্য আলাদা চ্যানেল খুলতে চান পড়শী।
গত ঈদুল আজহায় পড়শীকে নাটকে দেখা না গেলেও আগামী ভালোবাসা দিবসের তিনটি নাটকে দেখা যাবে তাঁকে। নাটকগুলো পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমি। এতে পড়শীর সঙ্গে দেখা যাবে তৌসিফ মাহবুব ও জোভানকে। এখন নাটকের শুটিং নিয়েই ব্যস্ত পড়শী।
নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। এবার ইউটিউবের চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ঈদে প্রচারের লক্ষ্যে এখন চলছে গল্প লেখার কাজ। নাটকটি বানাবেন মহিদুল মহিম।
দুই বছর আগে অভিনয়ে নাম লিখিয়েছেন পড়শী। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘মারিয়া ওয়ান পিস’ নামের নাটকটিতে পড়শীর সহশিল্পী ছিলেন ঋষি কৌশিক। এরপর বিশেষ দিবস উপলক্ষে নির্মিত বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে। ইতিমধ্যে অভিনয়েও প্রশংসিত হয়েছেন তিনি। অনেক নির্মাতা তাঁকে নিয়ে কাজ করার আগ্রহ দেখাচ্ছেন। তবে পড়শী চান পছন্দ অনুযায়ী গল্প, নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে কাজ করতে। সেই ভাবনা থেকেই নাটক প্রযোজনার পরিকল্পনা করেছেন। আগামী রোজার ঈদে প্রচারের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি। পুরো বিষয়টির তত্ত্বাবধানে থাকবেন পড়শীর ভাই স্বাক্ষর।
পড়শীর নাটক প্রযোজনার বিষয়ে স্বাক্ষর বলেন, ‘দুই বছর যাবৎ পড়শী নাটকে অভিনয় করছে। এখন অনেক চিত্রনাট্য আসে। অনেক সময় সবকিছু পছন্দ না হলেও অনুরোধের কারণে সেই নাটকে পড়শীকে অভিনয় করতে হয়। কিন্তু সে চায় সবকিছু মিলে গেলেই অভিনয় করতে। প্রযোজনা করলে এমনটা সম্ভব। তাই পারিবারিকভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
স্বাক্ষর জানান, পড়শীর এখন যে ইউটিউব চ্যানেল আছে, সেখানেই প্রথম দিকের নাটকগুলো প্রকাশ পাবে। পরবর্তী সময়ে দর্শকের সাড়া পেলে নাটকের জন্য আলাদা চ্যানেল খুলতে চান পড়শী।
গত ঈদুল আজহায় পড়শীকে নাটকে দেখা না গেলেও আগামী ভালোবাসা দিবসের তিনটি নাটকে দেখা যাবে তাঁকে। নাটকগুলো পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমি। এতে পড়শীর সঙ্গে দেখা যাবে তৌসিফ মাহবুব ও জোভানকে। এখন নাটকের শুটিং নিয়েই ব্যস্ত পড়শী।
হলিউডের টম হল্যান্ড ও জেনডায়া এরই মধ্যে বাগদানের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরেই তাঁরা সম্পর্কে আছেন। তবে এ ঘোষণার আগে টম হল্যান্ডের একটি সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই সাক্ষাৎকারে তিনি পরিবারের জন্য অভিনয় ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান।
৪৩ মিনিট আগেবায়োপিকটির পরিচালনায় ও অভিনয়ে রয়েছেন কঙ্গনা রনৌত। মুক্তির আগে সব প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। ইতিমধ্যে সিনেমাটি দেখার জন্য রাজনীতিবিদ প্রিয়াঙ্কা গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণ পেয়ে কী বললেন প্রিয়াঙ্কা? কঙ্গনা রনৌত, বলিউড, সিনেমা, অভিনেত্রী, ইন্দিরা গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, বিনোদন
৬ ঘণ্টা আগেইন্ডাস্ট্রিতে রজত জয়ন্তী উপলক্ষে মুম্বাইয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেতা। সেখানে গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেয়ার করেন ব্যক্তিগত জীবনের কথা। কী তথ্য জানালের বলিউডে হার্টথ্রব এই অভিনেতা?
৮ ঘণ্টা আগেগত বছরের ডিসেম্বরে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয় এক নারীর। তাঁর ছেলে এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এর এক মাস ঘুরতে না ঘুরতেই এবার দক্ষিণী সুপারস্টার রামচরণের সিনেমার প্রচারণা থেকে ফিরতে গিয়ে প্রাণ হারালেন দুজন।
১২ ঘণ্টা আগে