গত বছরের ডিসেম্বরে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয় এক নারীর। তাঁর ছেলে এখনো হাসপাতালে মৃত্যুশয্যায়। এর এক মাস ঘুরতে না ঘুরতেই এবার দক্ষিণী সুপারস্টার রামচরণের সিনেমার প্রচারণা থেকে ফিরতে গিয়ে প্রাণ হারালেন দুজন। সেখানে দুর্ঘটনার শিকার হন দুজন। ঘটনার জেরে সিনেমার প্রযোজক শোক প্রকাশ করে দুজনের পরিবারকে ১০ লাখ টাকা সাহায্য করেছেন।
রাজামুন্দ্রায় দক্ষিণী সুপারস্টার রামচরণের ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রচার অনুষ্ঠান ছিল। সেখানেই যোগ দিয়েছিলেন কাকিনাড়া জেলার আরাভা মণিকান্তা (২৩) ও থোকাড়া চরণ (২২)। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৯টায় মোটরসাইকেলে করে ফেরার পথে এক ভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হন দুজন। এরপর তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
প্রযোজক দিল রাজু বলেছেন, ‘অনুষ্ঠানের পরই জানতে পেরেছি বিষয়টা। সে জন্যই পবন কল্যাণ আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এ রকম অনুষ্ঠানের কোনো বিকল্প আছে কি না। কারণ তাঁর মনে হয়েছে, এত বড় জমজমাট অনুষ্ঠানের পরে যখন এহেন কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, তখন সেটা ভীষণ দুঃখজনক।’
তিনি আরও বলেছেন, ‘আসলে আমি আর রামচরণই এ রকম অনুষ্ঠানের জন্য জোর দিয়েছিলাম। ঈশ্বরের কাছে ওদের আত্মার শান্তি কামনা করি। যে কোনো রকম সাহায্যের জন্য দুই পরিবারের পাশেই থাকব। ইতিমধ্যে মৃতদের পরিবারে ৫ লাখ করে টাকা পাঠিয়েছি।’
আল্লু অর্জুনকে নিয়ে বিতর্ক এখনো চলছেই। তদন্তে সহযোগিতা করার পাশাপাশি প্রতি রোববার থানায় হাজিরা দিতে হবে তাঁকে। সেই আইনি জটিলতার মাঝেই আল্লু জেল থেকে ফেরার পর তাঁর জুবিলি হিলসের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন রামচরণ, যার জেরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কড়া সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে।
গত বছরের ডিসেম্বরে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয় এক নারীর। তাঁর ছেলে এখনো হাসপাতালে মৃত্যুশয্যায়। এর এক মাস ঘুরতে না ঘুরতেই এবার দক্ষিণী সুপারস্টার রামচরণের সিনেমার প্রচারণা থেকে ফিরতে গিয়ে প্রাণ হারালেন দুজন। সেখানে দুর্ঘটনার শিকার হন দুজন। ঘটনার জেরে সিনেমার প্রযোজক শোক প্রকাশ করে দুজনের পরিবারকে ১০ লাখ টাকা সাহায্য করেছেন।
রাজামুন্দ্রায় দক্ষিণী সুপারস্টার রামচরণের ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রচার অনুষ্ঠান ছিল। সেখানেই যোগ দিয়েছিলেন কাকিনাড়া জেলার আরাভা মণিকান্তা (২৩) ও থোকাড়া চরণ (২২)। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৯টায় মোটরসাইকেলে করে ফেরার পথে এক ভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হন দুজন। এরপর তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
প্রযোজক দিল রাজু বলেছেন, ‘অনুষ্ঠানের পরই জানতে পেরেছি বিষয়টা। সে জন্যই পবন কল্যাণ আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এ রকম অনুষ্ঠানের কোনো বিকল্প আছে কি না। কারণ তাঁর মনে হয়েছে, এত বড় জমজমাট অনুষ্ঠানের পরে যখন এহেন কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, তখন সেটা ভীষণ দুঃখজনক।’
তিনি আরও বলেছেন, ‘আসলে আমি আর রামচরণই এ রকম অনুষ্ঠানের জন্য জোর দিয়েছিলাম। ঈশ্বরের কাছে ওদের আত্মার শান্তি কামনা করি। যে কোনো রকম সাহায্যের জন্য দুই পরিবারের পাশেই থাকব। ইতিমধ্যে মৃতদের পরিবারে ৫ লাখ করে টাকা পাঠিয়েছি।’
আল্লু অর্জুনকে নিয়ে বিতর্ক এখনো চলছেই। তদন্তে সহযোগিতা করার পাশাপাশি প্রতি রোববার থানায় হাজিরা দিতে হবে তাঁকে। সেই আইনি জটিলতার মাঝেই আল্লু জেল থেকে ফেরার পর তাঁর জুবিলি হিলসের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন রামচরণ, যার জেরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কড়া সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে।
গত বছর আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভাটা পড়ে বাংলাদেশ-ভারত সম্পর্কে। প্রভাব পড়ে শোবিজ ইন্ডাস্ট্রিতেও। ভিসা জটিলতায় অনেক সিনেমার কাজ স্থগিত হয়ে যায়, সিনেমাও হাতছাড়া হয় অনেক শিল্পীর।
৬ ঘণ্টা আগেগত বছর মালয়ালম সিনেমা ‘মানজুম্মেল বয়েজ’ সাড়া ফেলেছিল ভারতজুড়ে। ওটিটিতে মুক্তির পর বাংলাদেশেও সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহ থেকে ২৪২ কোটি রুপি আয় করেছিল চিদাম্বরাম পরিচালিত মানজুম্মেল বয়েজ। পেয়েছিল মালয়ালম ইন্ডাস্ট্রির সেরা ব্যবসাসফল সিনেমার খেতাব।
৭ ঘণ্টা আগেপ্রচলিত ধ্যানধারণায় নারী-পুরুষের জীবনে বিয়েকে সম্পর্কের পূর্ণতা হিসেবে মনে করেন অনেকে। ব্যক্তিজীবনে সাফল্যের বাইরেও বিয়ে না করলে যেন ‘কিছু একটা বাকি থেকে গেছে’ ভেবে ভ্রু কুঁচকে যায় তাঁদের! এরই বিপরীতে সাফল্য, সম্মান, মর্যাদা—সবই আছে, প্রেমও করেছেন একাধিক; কিন্তু বিয়ে করেননি, এমন বেশ কয়েকজন অভিনেত্রী
২১ ঘণ্টা আগেসম্প্রতি এক ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলো আসবেই গ্রুপের সদস্য ছিলেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। তাতেই চটেছেন আইরিন। মিথ্যাচার করা হচ্ছে, এমন অভিযোগ জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
২১ ঘণ্টা আগে