বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভৈরবে আট দিনব্যাপী একুশে বই মেলায় আগামীকাল সোমবার মঞ্চস্থ হবে নাটক ‘মরীচিকার শহর’। রাত ৮টায় সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে নাটকটি মঞ্চস্থ হবে। ‘মনের খোড়াক নাট্যদল, ভৈরব’ এর প্রযোজনায় নাটকটি রচনা করেছেন ডা. শাকুর মাহমুদ এবং নাটকটির নির্দেশনা দিয়েছেন জনি আলম।
নাটক সত্য প্রকাশের ও চিন্তার বিকাশের মাধ্যম। সমাজের একটি খণ্ডচিত্র প্রকাশ পায় নাটকে। বর্তমান পরিস্থিতিতে সমাজের ভালো মানুষেরা হয়ে পড়েছেন কোণঠাসা।
এদিকে বহুরূপী চরিত্রের ভণ্ড মানুষদের সামাজিক মর্যাদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ‘মরীচিকার শহর’ যেন তেমনই এক ঘুনে ধরা সমাজের প্রতিচ্ছবি। এমনই এক সামাজিক চিত্র নিয়েই ‘মনের খোড়াক নাট্যদল, ভৈরব’–এর নাটক ‘মরীচিকার শহর’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—শামসুল হক বাদল, এম. আর. রুবেল, মফিজুল ইসলাম মাহফুজ, জনি আলম, নুরুজ্জামান রানা, আল আমিন নাজির, নজরুল ইসলাম রিপন, ইমরান হোসাইন, রাহিম আহমেদ, রাকিব হোসাইন, রাজন আহমেদ রিপু, সাইদুর রহমান সাইফ, রনি বিশ্বাস, ওয়াহিদ চৌধুরী সৈকত ও ইয়াছিন অপি প্রমুখ।
ভৈরব বইমেলা পরিষদের আয়োজনে গত বৃহস্পতিবার থেকে কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে ৮ দিনব্যাপী ২৬ তম একুশে বইমেলা। সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছে। মেলার মঞ্চে প্রতিদিনই রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা। মেলা চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মেলায় ২৪টি স্টল অংশ নিয়েছে।
ভৈরবে আট দিনব্যাপী একুশে বই মেলায় আগামীকাল সোমবার মঞ্চস্থ হবে নাটক ‘মরীচিকার শহর’। রাত ৮টায় সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে নাটকটি মঞ্চস্থ হবে। ‘মনের খোড়াক নাট্যদল, ভৈরব’ এর প্রযোজনায় নাটকটি রচনা করেছেন ডা. শাকুর মাহমুদ এবং নাটকটির নির্দেশনা দিয়েছেন জনি আলম।
নাটক সত্য প্রকাশের ও চিন্তার বিকাশের মাধ্যম। সমাজের একটি খণ্ডচিত্র প্রকাশ পায় নাটকে। বর্তমান পরিস্থিতিতে সমাজের ভালো মানুষেরা হয়ে পড়েছেন কোণঠাসা।
এদিকে বহুরূপী চরিত্রের ভণ্ড মানুষদের সামাজিক মর্যাদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ‘মরীচিকার শহর’ যেন তেমনই এক ঘুনে ধরা সমাজের প্রতিচ্ছবি। এমনই এক সামাজিক চিত্র নিয়েই ‘মনের খোড়াক নাট্যদল, ভৈরব’–এর নাটক ‘মরীচিকার শহর’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—শামসুল হক বাদল, এম. আর. রুবেল, মফিজুল ইসলাম মাহফুজ, জনি আলম, নুরুজ্জামান রানা, আল আমিন নাজির, নজরুল ইসলাম রিপন, ইমরান হোসাইন, রাহিম আহমেদ, রাকিব হোসাইন, রাজন আহমেদ রিপু, সাইদুর রহমান সাইফ, রনি বিশ্বাস, ওয়াহিদ চৌধুরী সৈকত ও ইয়াছিন অপি প্রমুখ।
ভৈরব বইমেলা পরিষদের আয়োজনে গত বৃহস্পতিবার থেকে কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে ৮ দিনব্যাপী ২৬ তম একুশে বইমেলা। সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছে। মেলার মঞ্চে প্রতিদিনই রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা। মেলা চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মেলায় ২৪টি স্টল অংশ নিয়েছে।
চলতি সপ্তাহে দেশের কোনো সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। তবে স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেল দুটি হলিউড সিনেমা। সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে উইকড ও রেড ওয়ান।
১৪ মিনিট আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
১১ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
১২ ঘণ্টা আগে