বিনোদন ডেস্ক
কলকাতার নির্মাতা ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ইতিমধ্যে জনপ্রিয় হয়ে গেছেন লাল্টু নামে। কখনো লাল্টু দত্ত, কখনো লাল্টু বিশ্বাস—পদবি বদলানোর সঙ্গে সঙ্গে বদলেছে পেশাও। ‘রামধনু’ ছবিতে লাল্টু দত্তের ছিল ওষুধের ব্যবসা। আর ‘হামি’তে তিনি ছিলেন আসবাবপত্রের ব্যবসায়ী।
নতুন ছবিতে আবারও লাল্টু নামে ফিরছেন শিবপ্রসাদ। তৈরি হচ্ছে জনপ্রিয় ছবি ‘হামি’র সিক্যুয়েল ‘হামি ২’। এতে লাল্টু চরিত্রে অভিনয় করবেন শিবপ্রসাদ। এ ছবিতে নাম একই থাকলেও পদবি ও পেশার বদল হবে।
নন্দিতা রায়ের সঙ্গে জুটি বেঁধে আজ থেকে ‘হামি ২’-এর শুটিং শুরু করছেন শিবপ্রসাদ। সোমবার রাতে তারই প্রথম ঝলক দিলেন তিনি। ফেসবুকে লাল্টু বেশে নিজের ছবি পোস্ট করে লিখলেন, ‘তৃতীয়বার লাল্টু। পদবি ও পেশায় চমক রইল। কাল (আজ) থেকে শুটিং শুরু। আশীর্বাদ করুন যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য রইল অনেক হামি।’
‘হামি ২’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের মার্চে। কিন্তু করোনার কারণে শুটিং পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন নির্মাতা জুটি শিবপ্রসাদ-নন্দিতা।
জানা গেছে, ছবিটির আগের পর্ব অর্থাৎ ‘হামি’র সব অভিনয়শিল্পীই থাকছেন ‘হামি ২’-তে। তবে গল্প, চরিত্র ও লুকে অনেকটাই বদল আসবে। সিক্যুয়েলে একঝাঁক নতুন মুখও যোগ দেবেন। শুটিং শুরু হওয়ার আগেই ছবির তিনটি গান তৈরি হয়ে গেছে এরই মধ্যে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।
কলকাতার নির্মাতা ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ইতিমধ্যে জনপ্রিয় হয়ে গেছেন লাল্টু নামে। কখনো লাল্টু দত্ত, কখনো লাল্টু বিশ্বাস—পদবি বদলানোর সঙ্গে সঙ্গে বদলেছে পেশাও। ‘রামধনু’ ছবিতে লাল্টু দত্তের ছিল ওষুধের ব্যবসা। আর ‘হামি’তে তিনি ছিলেন আসবাবপত্রের ব্যবসায়ী।
নতুন ছবিতে আবারও লাল্টু নামে ফিরছেন শিবপ্রসাদ। তৈরি হচ্ছে জনপ্রিয় ছবি ‘হামি’র সিক্যুয়েল ‘হামি ২’। এতে লাল্টু চরিত্রে অভিনয় করবেন শিবপ্রসাদ। এ ছবিতে নাম একই থাকলেও পদবি ও পেশার বদল হবে।
নন্দিতা রায়ের সঙ্গে জুটি বেঁধে আজ থেকে ‘হামি ২’-এর শুটিং শুরু করছেন শিবপ্রসাদ। সোমবার রাতে তারই প্রথম ঝলক দিলেন তিনি। ফেসবুকে লাল্টু বেশে নিজের ছবি পোস্ট করে লিখলেন, ‘তৃতীয়বার লাল্টু। পদবি ও পেশায় চমক রইল। কাল (আজ) থেকে শুটিং শুরু। আশীর্বাদ করুন যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য রইল অনেক হামি।’
‘হামি ২’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের মার্চে। কিন্তু করোনার কারণে শুটিং পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন নির্মাতা জুটি শিবপ্রসাদ-নন্দিতা।
জানা গেছে, ছবিটির আগের পর্ব অর্থাৎ ‘হামি’র সব অভিনয়শিল্পীই থাকছেন ‘হামি ২’-তে। তবে গল্প, চরিত্র ও লুকে অনেকটাই বদল আসবে। সিক্যুয়েলে একঝাঁক নতুন মুখও যোগ দেবেন। শুটিং শুরু হওয়ার আগেই ছবির তিনটি গান তৈরি হয়ে গেছে এরই মধ্যে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।
মধ্যরাতে আইনের লোকের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় পারভীনের স্বামীকে। বলা হয় মাদকের সঙ্গে জড়িত সে। এরপর স্বামীকে খুঁজতে কঠিন পথে হাঁটতে শুরু করে পারভীন।
২ ঘণ্টা আগেপ্রেম-বিয়ে নিয়ে বান্টি নামের এক যুবকের মজার ও রোমাঞ্চকর গল্প। মিলি নামের এক সাহসী মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে বান্টির গাড়িতে উঠে বসে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।
৩ ঘণ্টা আগেপ্রেম ভাঙার পর একসঙ্গে কখনো দেখা যায়নি শাহিদ-কারিনাকে। তবে এবারের গল্পটা ভিন্ন হলো। এক মঞ্চে পাশাপাশি দাঁড়ালেন। হাসিমুখে কথাও বললেন। তার পর পর্দার আদিত্য ও গীত পরস্পরকে আলিঙ্গন করলেন প্রকাশ্যে।
৪ ঘণ্টা আগেঢাকাকে বলা হয় হকারদের শহর। ফুটপাত থেকে শুরু করে বাস কিংবা রেলস্টেশন, রাস্তার গলিতেও হকারদের ছড়াছড়ি। ঢাকা শহরে প্রতিদিন হকারি করে জীবিকা নির্বাহ করে লাখ লাখ মানুষ। তাদের কাছে নানা ধরনের পণ্য পাওয়া যায় সস্তায়। রাস্তায় ফেরি করার সময় তারা বিভিন্ন ছন্দে পণ্যের বর্ণনা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে...
৭ ঘণ্টা আগে