বিনোদন ডেস্ক
‘দিস ইজ আস’ খ্যাত হলিউড অভিনেতা রন সেফাস জোনস মারা গেছেন। ফুসফুসের সমস্যায় ৬৬ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে বিবিসি।
রন সেফাসের পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। আর সেই কারণেই মারা গেছেন জনপ্রিয় এই অভিনেতা।
ছোট পর্দার অভিনেতা হিসেবে অনেকেরই অত্যন্ত পছন্দে ছিলেন রন সেফাস। ‘নুয়োরিকান পোয়েটস ক্যাফে’ দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়। ছোট পর্দায় কাজ করলেও রন সেফাসের আসল পছন্দের জায়গা ছিল মঞ্চ। থিয়েটার করতেই সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি। সম্প্রতি মঞ্চও তাঁকে বেশ কয়েকটি পুরস্কার এনে দেয়।
তবে রন সেফাসের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ‘দিস ইজ আস’। টিভি সিরিজটির উইলিয়াম হিলের চরিত্রে অভিনয় তাঁকে দর্শকপ্রিয়তা এনে দেয়। এটি তাঁকে আন্তর্জাতিক খ্যাতিও দিয়েছিল। ‘দিস ইজ আস’-এ অভিনয়ের জন্য তিনি এমি পুরস্কারও পেয়েছিলেন।
বিবিসি জানিয়েছে, দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন রন সেফাস। তাঁর চিকিৎসাও চলছিল বেশ কয়েক বছর ধরে। কিন্তু সেই চিকিৎসায় তিনি কখনো পুরোপুরি সুস্থ হননি। কখনো ভালো থাকতেন, তার পরে আবার অবস্থার অবনতি হতো। এরপর তাঁর পুরো ফুসফুসই প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসকেরা।
চিকিৎসকদের পরামর্শে ২০২০ সালে দুটো ফুসফুসই প্রতিস্থাপিত হয় রন সেফাসের। কিন্তু তাতেও পুরোপুরি সুস্থ হতে পারেননি এই অভিনেতা। শেষ পর্যন্ত সেই ফুসফুসের সমস্যাই কেড়ে নিল তাঁর প্রাণ।
‘দিস ইজ আস’ খ্যাত হলিউড অভিনেতা রন সেফাস জোনস মারা গেছেন। ফুসফুসের সমস্যায় ৬৬ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে বিবিসি।
রন সেফাসের পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। আর সেই কারণেই মারা গেছেন জনপ্রিয় এই অভিনেতা।
ছোট পর্দার অভিনেতা হিসেবে অনেকেরই অত্যন্ত পছন্দে ছিলেন রন সেফাস। ‘নুয়োরিকান পোয়েটস ক্যাফে’ দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়। ছোট পর্দায় কাজ করলেও রন সেফাসের আসল পছন্দের জায়গা ছিল মঞ্চ। থিয়েটার করতেই সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি। সম্প্রতি মঞ্চও তাঁকে বেশ কয়েকটি পুরস্কার এনে দেয়।
তবে রন সেফাসের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ‘দিস ইজ আস’। টিভি সিরিজটির উইলিয়াম হিলের চরিত্রে অভিনয় তাঁকে দর্শকপ্রিয়তা এনে দেয়। এটি তাঁকে আন্তর্জাতিক খ্যাতিও দিয়েছিল। ‘দিস ইজ আস’-এ অভিনয়ের জন্য তিনি এমি পুরস্কারও পেয়েছিলেন।
বিবিসি জানিয়েছে, দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন রন সেফাস। তাঁর চিকিৎসাও চলছিল বেশ কয়েক বছর ধরে। কিন্তু সেই চিকিৎসায় তিনি কখনো পুরোপুরি সুস্থ হননি। কখনো ভালো থাকতেন, তার পরে আবার অবস্থার অবনতি হতো। এরপর তাঁর পুরো ফুসফুসই প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসকেরা।
চিকিৎসকদের পরামর্শে ২০২০ সালে দুটো ফুসফুসই প্রতিস্থাপিত হয় রন সেফাসের। কিন্তু তাতেও পুরোপুরি সুস্থ হতে পারেননি এই অভিনেতা। শেষ পর্যন্ত সেই ফুসফুসের সমস্যাই কেড়ে নিল তাঁর প্রাণ।
শাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
৭ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
৯ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
১১ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
১৩ ঘণ্টা আগে