বিনোদন ডেস্ক
‘নমস্কার, আমি বব বিশ্বাস… এক মিনিট!’ এমন সংলাপে বব বিশ্বাস হিসেবে নজর কাড়েন শাশ্বত চট্টোপাধ্যায়। সেই বব বিশ্বাস আর ‘কাহানি’ ছবির ছোট চরিত্র নয়। এখন ‘বব বিশ্বাস’ নিজেই এক সিনেমা। যার প্রযোজক শাহরুখ খান আর অভিষেক বচ্চন। প্রকাশ পেয়েছে বহু প্রতীক্ষিত ছবিটির ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন ‘কাহানি’ ছবির পরিচালক সুজয় ঘোষের মেয়ে অন্নপূর্ণা।
২০১২ সালে মুক্তি পেয়েছিল সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’। ব্লক বাস্টার সেই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। অল্প সময় হলেও আলোচিত হয়েছিল বব বিশ্বাস চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বদলে এবার বব বিশ্বাস হয়েছেন অভিষেক বচ্চন।
দুই অভিনেতার অভিনয় ধারা ভিন্ন। দুই ইন্ডাস্ট্রিত পরিচিত মুখ। তবু তুলনা চলছে কে ভালো করলেন এই চরিত্র। ঠান্ডা মাথার খুনি চোখের পলকে বিদ্যা বাগচীকে ট্রেনের নিচে ফেলে দিতে গিয়েছিল। আবার ‘নমস্কার… এক মিনিট!’ বলে একের পর এক খুন করেছিল। সেই বব বিশ্বাসকে সুজয়কন্যা অন্নপূর্ণা ঘোষ নতুনভাবে পর্দায় তুলে ধরেছেন। ট্রেলারে অবশ্যই অভিষেক বচ্চনের নিজস্বতা পাওয়া গেছে।
ট্রেলার দেখে যতটকু বোঝা যায়, তাতে শাহরুখ প্রযোজিত ছবিতে বব বিশ্বাস স্মৃতিশক্তি হারিয়েছে। আবার নিজের পরিবারের সঙ্গে থাকার সুযোগ পেয়েছে। সুন্দরী স্ত্রী (চিত্রাঙ্গদা সিং) ও দুই সন্তান রয়েছে। কিন্তু খুনের পেশা তাকে আবার অন্য জগতে টেনে নিয়ে যায়।
কী হয় তা ৩ ডিসেম্বর জি ফাইভে দেখা যাবে। ছবিতে রয়েছে একঝাঁক বাঙালি অভিনয়শিল্পী। ট্রেলারে বাঙালি অভিনেতাদের মধ্যে নজর কাড়লেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায়। তবে ট্রেলারে তাঁর দেখা মিলল না।
‘নমস্কার, আমি বব বিশ্বাস… এক মিনিট!’ এমন সংলাপে বব বিশ্বাস হিসেবে নজর কাড়েন শাশ্বত চট্টোপাধ্যায়। সেই বব বিশ্বাস আর ‘কাহানি’ ছবির ছোট চরিত্র নয়। এখন ‘বব বিশ্বাস’ নিজেই এক সিনেমা। যার প্রযোজক শাহরুখ খান আর অভিষেক বচ্চন। প্রকাশ পেয়েছে বহু প্রতীক্ষিত ছবিটির ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন ‘কাহানি’ ছবির পরিচালক সুজয় ঘোষের মেয়ে অন্নপূর্ণা।
২০১২ সালে মুক্তি পেয়েছিল সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’। ব্লক বাস্টার সেই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। অল্প সময় হলেও আলোচিত হয়েছিল বব বিশ্বাস চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বদলে এবার বব বিশ্বাস হয়েছেন অভিষেক বচ্চন।
দুই অভিনেতার অভিনয় ধারা ভিন্ন। দুই ইন্ডাস্ট্রিত পরিচিত মুখ। তবু তুলনা চলছে কে ভালো করলেন এই চরিত্র। ঠান্ডা মাথার খুনি চোখের পলকে বিদ্যা বাগচীকে ট্রেনের নিচে ফেলে দিতে গিয়েছিল। আবার ‘নমস্কার… এক মিনিট!’ বলে একের পর এক খুন করেছিল। সেই বব বিশ্বাসকে সুজয়কন্যা অন্নপূর্ণা ঘোষ নতুনভাবে পর্দায় তুলে ধরেছেন। ট্রেলারে অবশ্যই অভিষেক বচ্চনের নিজস্বতা পাওয়া গেছে।
ট্রেলার দেখে যতটকু বোঝা যায়, তাতে শাহরুখ প্রযোজিত ছবিতে বব বিশ্বাস স্মৃতিশক্তি হারিয়েছে। আবার নিজের পরিবারের সঙ্গে থাকার সুযোগ পেয়েছে। সুন্দরী স্ত্রী (চিত্রাঙ্গদা সিং) ও দুই সন্তান রয়েছে। কিন্তু খুনের পেশা তাকে আবার অন্য জগতে টেনে নিয়ে যায়।
কী হয় তা ৩ ডিসেম্বর জি ফাইভে দেখা যাবে। ছবিতে রয়েছে একঝাঁক বাঙালি অভিনয়শিল্পী। ট্রেলারে বাঙালি অভিনেতাদের মধ্যে নজর কাড়লেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায়। তবে ট্রেলারে তাঁর দেখা মিলল না।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৪ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৫ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৮ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
১০ ঘণ্টা আগে