বিনোদন প্রতিবেদক, ঢাকা
পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে বাংলাদেশের সিনেমা এখনো দাপট দেখাতে না পারলেও উৎসবগুলোতে দেখা যায় ভিন্ন চিত্র। বিশেষ করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। বাংলাদেশের সিনেমা দেখার জন্য লাইন ধরে অপেক্ষা করার দৃশ্য দেখা গেছে গত কয়েক আসরে। তবে এবার কলকাতা উৎসবে রাখা হয়নি বাংলাদেশের কোনো সিনেমা।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে এই তালিকায় নেই বাংলাদেশের কোনো সিনেমা। রাজনৈতিক অবস্থা ও ভিসা জটিলতার কারণেই এবার বাংলাদেশকে উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন উৎসবের চেয়ারম্যান।
কেআইএফএফের চেয়ারম্যান গৌতম ঘোষ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আগের বছরগুলোর চেয়ে এবার পরিস্থিতি ভিন্ন। ভিসা জটিলতা তো আছেই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশী দেশ বাংলাদেশের কোনো সিনেমা এবার উৎসবের তালিকায় নেই।’
কয়েক বছর ধরে কলকাতা চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নিয়েছে বাংলাদেশ। ২০২২ সালে যৌথভাবে উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়েছিল মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এর আগে ২৬তম কেআইএফএফে এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার পেয়েছিল রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’। সর্বশেষ গত বছর বাংলাদেশের তিনটি সিনেমা প্রদর্শিত হয়েছিল কলকাতা চলচ্চিত্র উৎসবে।
শুধু সিনেমা নয়, কিফের এবারের আসরে বিভিন্ন সেশন ও কর্মশালায় প্যানেলিস্টের তালিকায়ও নেই বাংলাদেশের কোনো অতিথির নাম।
কলকাতা চলচ্চিত্র উৎসবে জায়গা না পেলেও বাংলাদেশের সিনেমা রয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে। ২০ নভেম্বর থেকে ভারতের গোয়ায় শুরু হওয়া এ উৎসবে জায়গা পেয়েছে বাংলাদেশের ‘প্রিয় মালতী’। সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রতিযোগিতা করছে সিনেমাটি।
পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে বাংলাদেশের সিনেমা এখনো দাপট দেখাতে না পারলেও উৎসবগুলোতে দেখা যায় ভিন্ন চিত্র। বিশেষ করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। বাংলাদেশের সিনেমা দেখার জন্য লাইন ধরে অপেক্ষা করার দৃশ্য দেখা গেছে গত কয়েক আসরে। তবে এবার কলকাতা উৎসবে রাখা হয়নি বাংলাদেশের কোনো সিনেমা।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে এই তালিকায় নেই বাংলাদেশের কোনো সিনেমা। রাজনৈতিক অবস্থা ও ভিসা জটিলতার কারণেই এবার বাংলাদেশকে উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন উৎসবের চেয়ারম্যান।
কেআইএফএফের চেয়ারম্যান গৌতম ঘোষ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আগের বছরগুলোর চেয়ে এবার পরিস্থিতি ভিন্ন। ভিসা জটিলতা তো আছেই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশী দেশ বাংলাদেশের কোনো সিনেমা এবার উৎসবের তালিকায় নেই।’
কয়েক বছর ধরে কলকাতা চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নিয়েছে বাংলাদেশ। ২০২২ সালে যৌথভাবে উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়েছিল মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এর আগে ২৬তম কেআইএফএফে এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার পেয়েছিল রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’। সর্বশেষ গত বছর বাংলাদেশের তিনটি সিনেমা প্রদর্শিত হয়েছিল কলকাতা চলচ্চিত্র উৎসবে।
শুধু সিনেমা নয়, কিফের এবারের আসরে বিভিন্ন সেশন ও কর্মশালায় প্যানেলিস্টের তালিকায়ও নেই বাংলাদেশের কোনো অতিথির নাম।
কলকাতা চলচ্চিত্র উৎসবে জায়গা না পেলেও বাংলাদেশের সিনেমা রয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে। ২০ নভেম্বর থেকে ভারতের গোয়ায় শুরু হওয়া এ উৎসবে জায়গা পেয়েছে বাংলাদেশের ‘প্রিয় মালতী’। সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রতিযোগিতা করছে সিনেমাটি।
এবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
৮ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
১০ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
১০ ঘণ্টা আগেরাজধানীর ছয়টি অডিটরিয়ামে ১১ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১০ ঘণ্টা আগে