বিনোদন ডেস্ক
কান চলচ্চিত্র উৎসব নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা ভাঙার চেষ্টা করলেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। সেখানে সিনেমার প্রদর্শন মানেই সেটি উৎসবে মনোনীত হয়েছে—এমনটা ভাবা উচিত নয় বলে জানান নওয়াজ। তাঁর কথায় যে কেউ চাইলে অডিটরিয়াম ভাড়া করে নিজেদের লোকজনকে কানে ডেকে সিনেমা দেখাতে পারেন। সম্প্রতি ‘দ্য লল্লনটপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মন্তব্য করেন তিনি।
‘দ্য লল্লনটপ’কে নওয়াজ বলেন, ‘আসলে ব্যাপারটা হলো, আপনি চাইলেই নিজের সিনেমাকে কানে নিয়ে যেতে পারেন। সেটা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সিনেমা না হলেও হবে। সেখানে অডিটরিয়াম রয়েছে, যা আপনি ভাড়া করতে পারেন। মালিককে টাকা দিন, আর নিজে লালগালিচা বিছিয়ে দিন। তারপর নিজেদের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যান, ছবি তুলুন আর লোকজনকে সিনেমাটা দেখান। ফিরে এসে বলুন, আমাদের সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।’
অভিনেতা আরও বলেন, ‘আমি সত্যিই জানি না, অর্ধেক মানুষজন কী করতে ওই চলচ্চিত্র উৎসবে যায়। আর কানে কোনো সিনেমা সমাদৃত হলে দর্শক মহলেও তা সাড়া ফেলবে—এটা ভুল ধারণা।’ নিজের সিনেমার উদাহরণ টেনে তিনি বলেন, ‘মিস লাভ কানে প্রশংসা কুড়িয়েছিল, সমালোচকেরা ভূয়সী প্রশংসা করেছিলেন। কিন্তু ভারতে মুক্তি পাওয়ার পর সেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।’
কান চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত ৯টি সিনেমা প্রদর্শিত হয়েছে নওয়াজের। ২০১২ সালে নওয়াজের ‘মিস লাভলি’র স্ক্রিনিং হয়েছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর একে একে ‘দ্য লাঞ্চবক্স’, ‘মান্টো’, ‘মনসুন শুটআউট’-এর মতো সিনেমা কানের অফিশিয়াল সিলেকশনে কানে অংশ নিয়েছে।
আজ শুক্রবার মুক্তি পেয়েছে নওয়াজুদ্দিনের নতুন সিনেমা ‘যোগী সারা রা রা’তে। এই ছবিতে নওয়াজের বিপরীতে অভিনয় করেছেন নেহা শর্মা।
কান চলচ্চিত্র উৎসব নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা ভাঙার চেষ্টা করলেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। সেখানে সিনেমার প্রদর্শন মানেই সেটি উৎসবে মনোনীত হয়েছে—এমনটা ভাবা উচিত নয় বলে জানান নওয়াজ। তাঁর কথায় যে কেউ চাইলে অডিটরিয়াম ভাড়া করে নিজেদের লোকজনকে কানে ডেকে সিনেমা দেখাতে পারেন। সম্প্রতি ‘দ্য লল্লনটপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মন্তব্য করেন তিনি।
‘দ্য লল্লনটপ’কে নওয়াজ বলেন, ‘আসলে ব্যাপারটা হলো, আপনি চাইলেই নিজের সিনেমাকে কানে নিয়ে যেতে পারেন। সেটা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সিনেমা না হলেও হবে। সেখানে অডিটরিয়াম রয়েছে, যা আপনি ভাড়া করতে পারেন। মালিককে টাকা দিন, আর নিজে লালগালিচা বিছিয়ে দিন। তারপর নিজেদের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যান, ছবি তুলুন আর লোকজনকে সিনেমাটা দেখান। ফিরে এসে বলুন, আমাদের সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।’
অভিনেতা আরও বলেন, ‘আমি সত্যিই জানি না, অর্ধেক মানুষজন কী করতে ওই চলচ্চিত্র উৎসবে যায়। আর কানে কোনো সিনেমা সমাদৃত হলে দর্শক মহলেও তা সাড়া ফেলবে—এটা ভুল ধারণা।’ নিজের সিনেমার উদাহরণ টেনে তিনি বলেন, ‘মিস লাভ কানে প্রশংসা কুড়িয়েছিল, সমালোচকেরা ভূয়সী প্রশংসা করেছিলেন। কিন্তু ভারতে মুক্তি পাওয়ার পর সেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।’
কান চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত ৯টি সিনেমা প্রদর্শিত হয়েছে নওয়াজের। ২০১২ সালে নওয়াজের ‘মিস লাভলি’র স্ক্রিনিং হয়েছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর একে একে ‘দ্য লাঞ্চবক্স’, ‘মান্টো’, ‘মনসুন শুটআউট’-এর মতো সিনেমা কানের অফিশিয়াল সিলেকশনে কানে অংশ নিয়েছে।
আজ শুক্রবার মুক্তি পেয়েছে নওয়াজুদ্দিনের নতুন সিনেমা ‘যোগী সারা রা রা’তে। এই ছবিতে নওয়াজের বিপরীতে অভিনয় করেছেন নেহা শর্মা।
দিওয়ালি উপলক্ষে ১ নভেম্বর বলিউডে মুক্তি পাচ্ছে ‘ভুল ভুলাইয়া থ্রি’ ও ‘সিংহাম অ্যাগেইন’। সিনেমা দুটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। তবে মুক্তির একদিন আগে বলিউডের এই দুই সিনেমা নিষিদ্ধ করে দিয়েছে সৌদি আরব।
২৬ মিনিট আগেএক যুগ পর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু। অ্যালবামের নাম ‘টালোবাসা’। স্পর্টিফাই,আইটিউনসের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ইউটিউবের পাশাপাশি চন্দ্রবিন্দুর নতুন অ্যালবামের গান শোনা যাবে রেকর্ড-এ।
১ ঘণ্টা আগেসংশোধন হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিদ্যমান আইন ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’। বিদ্যমান আইনের বিভিন্ন ধারায় পরিবর্তনের লক্ষ্যে একটি সংশোধিত খসড়া প্রণয়ন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংশোধিত খসড়া আইনের উপর সকল
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
৪ ঘণ্টা আগে