অনলাইন ডেস্ক
বলিউড অভিনেত্রী ও ভারতে ক্ষমতাসীন বিজেপির রাজনীতিবিদ কঙ্গনা রনৌত বলেছেন, গেরুয়ার ঢেউ চলেছে, চলবে। গতকাল মঙ্গলবার রাজস্থানে বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী গজেন্দ্র সিং শেখাওয়াতের পক্ষে মিছিলে যোগ দিয়ে এসব কথা বলেন এই অভিনেত্রী। এনডিটিভির খবর থেকে এ তথ্য জানা গেছে।
চলতি লোকসভা নির্বাচনে কঙ্গনা রনৌত নিজেও বিজেপির টিকিটে হিমাচল রাজ্যের মান্দি আসন থেকে লড়ছেন। গতকাল যোধপুরে মিছিলে যোগ দিয়ে মাথায় রাজস্থানী কায়দায় পাগড়ি পরে দলীয় সমর্থক পরিবেষ্টিত হয়ে স্লোগান দিতে থাকেন, ‘ভারত মাতা কি জয়’ ও ‘জয় শ্রী রাম’।
এনডিটিভির সঙ্গে আলাপকালে বিজেপির গেরুয়া রঙের দলীয় পতাকা দোলাতে দোলাতে বলেন, ‘যোধপুরে গেরুয়া ঢেউ বয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘ভাগওয়া হি লেহরায়া থা, ভাগওয়া হি লেহরায়ে গা।’ অর্থাৎ, ‘গেরুয়াই (বিজেপির পতাকা) উড়েছে, গেরুয়াই উড়তে থাকবে।’ সোজা কথায়, গেরুয়া ঢেউ চলেছে, চলবে।
বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘লোকজনের মধ্যে যে শক্তি ও উদ্দীপনা দেখা যাচ্ছে তা আমলে নিতে হবে। আমরা বিজেপির প্রতি লোকজনের ভালোবাসা দেখতে পাচ্ছি।’
পরে পালিতে বিজেপির আরেক প্রার্থী পিপি চৌধুরীর হয়েও মিছিলে অংশ নেন কঙ্গনা। সেখানে তিনি কংগ্রেসের বিরুদ্ধে চরিত্রহননের অভিযোগ আনেন। কঙ্গনা বলেন, ‘তারা (কংগ্রেস) আমার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিয়েছে এবং আমার চরিত্র ধরে টান দিয়েছে। কিন্তু আমার সৈনিকেরাও তার পাল্টা জবাব দিয়েছে কারণ, আমার শরীরেও রাজস্থানী রক্ত বইছে।’
বলিউড অভিনেত্রী ও ভারতে ক্ষমতাসীন বিজেপির রাজনীতিবিদ কঙ্গনা রনৌত বলেছেন, গেরুয়ার ঢেউ চলেছে, চলবে। গতকাল মঙ্গলবার রাজস্থানে বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী গজেন্দ্র সিং শেখাওয়াতের পক্ষে মিছিলে যোগ দিয়ে এসব কথা বলেন এই অভিনেত্রী। এনডিটিভির খবর থেকে এ তথ্য জানা গেছে।
চলতি লোকসভা নির্বাচনে কঙ্গনা রনৌত নিজেও বিজেপির টিকিটে হিমাচল রাজ্যের মান্দি আসন থেকে লড়ছেন। গতকাল যোধপুরে মিছিলে যোগ দিয়ে মাথায় রাজস্থানী কায়দায় পাগড়ি পরে দলীয় সমর্থক পরিবেষ্টিত হয়ে স্লোগান দিতে থাকেন, ‘ভারত মাতা কি জয়’ ও ‘জয় শ্রী রাম’।
এনডিটিভির সঙ্গে আলাপকালে বিজেপির গেরুয়া রঙের দলীয় পতাকা দোলাতে দোলাতে বলেন, ‘যোধপুরে গেরুয়া ঢেউ বয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘ভাগওয়া হি লেহরায়া থা, ভাগওয়া হি লেহরায়ে গা।’ অর্থাৎ, ‘গেরুয়াই (বিজেপির পতাকা) উড়েছে, গেরুয়াই উড়তে থাকবে।’ সোজা কথায়, গেরুয়া ঢেউ চলেছে, চলবে।
বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘লোকজনের মধ্যে যে শক্তি ও উদ্দীপনা দেখা যাচ্ছে তা আমলে নিতে হবে। আমরা বিজেপির প্রতি লোকজনের ভালোবাসা দেখতে পাচ্ছি।’
পরে পালিতে বিজেপির আরেক প্রার্থী পিপি চৌধুরীর হয়েও মিছিলে অংশ নেন কঙ্গনা। সেখানে তিনি কংগ্রেসের বিরুদ্ধে চরিত্রহননের অভিযোগ আনেন। কঙ্গনা বলেন, ‘তারা (কংগ্রেস) আমার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিয়েছে এবং আমার চরিত্র ধরে টান দিয়েছে। কিন্তু আমার সৈনিকেরাও তার পাল্টা জবাব দিয়েছে কারণ, আমার শরীরেও রাজস্থানী রক্ত বইছে।’
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
২ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
৪ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
৬ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
৬ ঘণ্টা আগে