বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন ও তাঁর গাড়ির চালকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। অন্যদিকে অভিনেত্রীর দাবি, তাঁর সঙ্গে কিছু নারী বাজে আচরণ করেছেন। গতকাল শনিবার গভীর রাতে অভিনেত্রীকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তিনজন নারী ঘিরে ধরেন, সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন বলে রাভিনার অভিযোগ।
আবার ওই নারীদের থেকে অভিযোগ আসে, রাভিনার ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে তাদের ধাক্কা দিয়েছেন। তারা আরও দাবি করেছেন, অভিনেত্রী তখন মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে এসে অভিযোগকারীদের উদ্দেশ্যে নানান কটূক্তি করেন তিনি। পাশাপাশি গায়েও হাত তোলেন বলে অভিযোগ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসকে পুরো ঘটনা জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ডিসিপি রাজ তিলক রোশন সংবাদমাধ্যমটিকে বলেন, ‘অভিনেত্রীর ড্রাইভার গাড়ি পার্ক করছিলেন। সেই সময় অন্যদিক থেকে ওই তিন নারী আসছিলেন। গাড়িটি তাঁদের ধাক্কাও দেয়নি, তা সত্ত্বেও তাঁরা গাড়িটিকে উদ্দেশ্য করে চিৎকার করতে শুরু করেন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে গন্ডগোল শুরু হয়। সেটা ধীরে ধীরে আরও খারাপ দিকে যায়, শুরু হয় ঝগড়া। এ সময় রাভিনাও গাড়ি থেকে নেমে এসে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন।’
ডিসিপি রাজ তিলক রোশন আরও বলেন, ‘দুই পক্ষই থানায় এসেছিলেন। আমরা তাঁদের অভিযোগ পৃথকভাবে শুনেছি। কারও শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না, যদি গাড়িটি কাউকে ধাক্কা দিত তাহলে আমরা নিশ্চয়ই অভিযোগ গ্রহণ করতাম।’
এদিকে অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র দ্য ইকোনমিক টাইমসকে বলেন, ‘ঘটনার সময় রাভিনা বাচ্চাদের সঙ্গে একা ছিলেন। তিনি কেবল তাঁর ড্রাইভারকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন। ওই সময় অন্য পক্ষ ছবি তোলা ও ভিডিও করা শুরু করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিনেত্রী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু তাঁরা গালিগালাজ শুরু করায় পরিস্থিতি আরও জটিল হয়। এমনকি অভিযোগ করা হচ্ছে অভিনেত্রী মদ্যপ ছিলেন, কিন্তু এই কথাটাও সম্পূর্ণ মিথ্যা।’
ভাইরাল ফুটেজটিতে রাভিনাকে হট্টগোলের মধ্যে দেখা যায়। ভিডিওতে একজন অভিযোগকারীকে বলতে শোনা যায়, ‘তোমাকে জেলে রাত কাটাতে হবে। আমার নাক দিয়ে রক্ত পড়ছে।’ বিশৃঙ্খলার মধ্যে অভিনেত্রীকে বারবার অনুরোধ করতে শোনা যায়, ‘ধাক্কা দেবেন না। দয়া করে আমাকে আঘাত করবেন না।’
বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন ও তাঁর গাড়ির চালকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। অন্যদিকে অভিনেত্রীর দাবি, তাঁর সঙ্গে কিছু নারী বাজে আচরণ করেছেন। গতকাল শনিবার গভীর রাতে অভিনেত্রীকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তিনজন নারী ঘিরে ধরেন, সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন বলে রাভিনার অভিযোগ।
আবার ওই নারীদের থেকে অভিযোগ আসে, রাভিনার ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে তাদের ধাক্কা দিয়েছেন। তারা আরও দাবি করেছেন, অভিনেত্রী তখন মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে এসে অভিযোগকারীদের উদ্দেশ্যে নানান কটূক্তি করেন তিনি। পাশাপাশি গায়েও হাত তোলেন বলে অভিযোগ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসকে পুরো ঘটনা জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ডিসিপি রাজ তিলক রোশন সংবাদমাধ্যমটিকে বলেন, ‘অভিনেত্রীর ড্রাইভার গাড়ি পার্ক করছিলেন। সেই সময় অন্যদিক থেকে ওই তিন নারী আসছিলেন। গাড়িটি তাঁদের ধাক্কাও দেয়নি, তা সত্ত্বেও তাঁরা গাড়িটিকে উদ্দেশ্য করে চিৎকার করতে শুরু করেন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে গন্ডগোল শুরু হয়। সেটা ধীরে ধীরে আরও খারাপ দিকে যায়, শুরু হয় ঝগড়া। এ সময় রাভিনাও গাড়ি থেকে নেমে এসে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন।’
ডিসিপি রাজ তিলক রোশন আরও বলেন, ‘দুই পক্ষই থানায় এসেছিলেন। আমরা তাঁদের অভিযোগ পৃথকভাবে শুনেছি। কারও শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না, যদি গাড়িটি কাউকে ধাক্কা দিত তাহলে আমরা নিশ্চয়ই অভিযোগ গ্রহণ করতাম।’
এদিকে অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র দ্য ইকোনমিক টাইমসকে বলেন, ‘ঘটনার সময় রাভিনা বাচ্চাদের সঙ্গে একা ছিলেন। তিনি কেবল তাঁর ড্রাইভারকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন। ওই সময় অন্য পক্ষ ছবি তোলা ও ভিডিও করা শুরু করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিনেত্রী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু তাঁরা গালিগালাজ শুরু করায় পরিস্থিতি আরও জটিল হয়। এমনকি অভিযোগ করা হচ্ছে অভিনেত্রী মদ্যপ ছিলেন, কিন্তু এই কথাটাও সম্পূর্ণ মিথ্যা।’
ভাইরাল ফুটেজটিতে রাভিনাকে হট্টগোলের মধ্যে দেখা যায়। ভিডিওতে একজন অভিযোগকারীকে বলতে শোনা যায়, ‘তোমাকে জেলে রাত কাটাতে হবে। আমার নাক দিয়ে রক্ত পড়ছে।’ বিশৃঙ্খলার মধ্যে অভিনেত্রীকে বারবার অনুরোধ করতে শোনা যায়, ‘ধাক্কা দেবেন না। দয়া করে আমাকে আঘাত করবেন না।’
দিওয়ালি উপলক্ষে ১ নভেম্বর বলিউডে মুক্তি পাচ্ছে ‘ভুল ভুলাইয়া থ্রি’ ও ‘সিংহাম অ্যাগেইন’। সিনেমা দুটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। তবে মুক্তির একদিন আগে বলিউডের এই দুই সিনেমা নিষিদ্ধ করে দিয়েছে সৌদি আরব।
২০ মিনিট আগেএক যুগ পর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু। অ্যালবামের নাম ‘টালোবাসা’। স্পর্টিফাই,আইটিউনসের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ইউটিউবের পাশাপাশি চন্দ্রবিন্দুর নতুন অ্যালবামের গান শোনা যাবে রেকর্ড-এ।
৩৯ মিনিট আগেসংশোধন হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিদ্যমান আইন ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’। বিদ্যমান আইনের বিভিন্ন ধারায় পরিবর্তনের লক্ষ্যে একটি সংশোধিত খসড়া প্রণয়ন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংশোধিত খসড়া আইনের উপর সকল
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
৪ ঘণ্টা আগে