বিনোদন ডেস্ক
প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিকের শেষ সিনেমা ‘কাগজ ২’। গতকাল ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। ট্রেলারটি দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে। বলিউডের নামকরা তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন সতীশ। বিশেষ করে ইন্ডাস্ট্রির কাপুর পরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। প্রয়াত বন্ধুকে স্মরণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা অনিল কাপুর ও সতীশের ঘনিষ্ঠ বন্ধু অনুপম খের।
নিজের ইনস্টাগ্রামে সিনেমার ট্রেলার শেয়ার করেছেন অনিল। সঙ্গে লিখেছেন একটি আবেগঘন বার্তা। অভিনেতা লিখেছেন, ‘এই সিনেমা একটু বেশিই স্পেশাল, আমার খুব প্রিয় বন্ধুর শেষ সিনেমা এটি। নিজেকে খুব ভাগ্যবান মনে হয় ওকে শেষবার পারফর্ম করতে দেখছি। এটা শুধু লক্ষ্য নয়, প্রত্যেক মানুষের আবেগ’।
সতীশ কৌশিকের আরও এক কাছের বন্ধু অনুপম খের। ‘কাগজ ২’তে সতীশ কৌশিকের পাশাপাশি অভিনয় করেছেন অনুপমও। সিনেমাটির পোস্টার শেয়ার করে একটি আবেগঘন বার্তা লিখেছেন ইনস্টাগ্রামে।
অভিনেতা লিখেছে, ‘আমার প্রিয় সতীশ কৌশিক! আগামীকাল তোমার প্যাশন প্রোজেক্টের ট্রেলার রিলিজ ডেট। দুঃখিত, এটাই তোমার শেষ প্রোজেক্ট, কাগজ ২। বুঝতে পারি সিনেমার জন্য তোমার ক্রমশই নিজেকে উজাড় করে দেওয়াটা। এই সিনেমার প্রসার যেন বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছাতে পারে, আমরা তা নিশ্চিত করব। তোমায় খুব ভালোবাসি।’
‘কাগজ ২’ সিনেমায় সতীশ কৌশিক ও অনুপম খেরের পাশাপাশি আরও অভিনয় করেছেন—দর্শন কুমার, নীনা গুপ্তা এবং অন্যরা। পরিচালনা করেছেন ভিকে প্রকাশ। আর প্রযোজনা করেছেন সতীশ কৌশিক, রতন জৈন ও গণেশ জৈন।
উল্লেখ্য, গত বছরের ৯ মার্চ ৬৬ বছর বয়সে মারা যান সতীশ কৌশিক। কাজ করেছেন একাধিক হিট বলিউড সিনেমায়। কখনো ‘ক্যালেন্ডার’, আবার কখনো ‘পাপ্পু পেজার’ একের পর এক আইকনিক চরিত্রে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। মৃত্যুর আগে ‘কাগজ ২’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার কাজ সেরেছিলেন। ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির পরই এবার ‘কাগজ ২’ মুক্তি পেতে চলেছে।
প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিকের শেষ সিনেমা ‘কাগজ ২’। গতকাল ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। ট্রেলারটি দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে। বলিউডের নামকরা তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন সতীশ। বিশেষ করে ইন্ডাস্ট্রির কাপুর পরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। প্রয়াত বন্ধুকে স্মরণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা অনিল কাপুর ও সতীশের ঘনিষ্ঠ বন্ধু অনুপম খের।
নিজের ইনস্টাগ্রামে সিনেমার ট্রেলার শেয়ার করেছেন অনিল। সঙ্গে লিখেছেন একটি আবেগঘন বার্তা। অভিনেতা লিখেছেন, ‘এই সিনেমা একটু বেশিই স্পেশাল, আমার খুব প্রিয় বন্ধুর শেষ সিনেমা এটি। নিজেকে খুব ভাগ্যবান মনে হয় ওকে শেষবার পারফর্ম করতে দেখছি। এটা শুধু লক্ষ্য নয়, প্রত্যেক মানুষের আবেগ’।
সতীশ কৌশিকের আরও এক কাছের বন্ধু অনুপম খের। ‘কাগজ ২’তে সতীশ কৌশিকের পাশাপাশি অভিনয় করেছেন অনুপমও। সিনেমাটির পোস্টার শেয়ার করে একটি আবেগঘন বার্তা লিখেছেন ইনস্টাগ্রামে।
অভিনেতা লিখেছে, ‘আমার প্রিয় সতীশ কৌশিক! আগামীকাল তোমার প্যাশন প্রোজেক্টের ট্রেলার রিলিজ ডেট। দুঃখিত, এটাই তোমার শেষ প্রোজেক্ট, কাগজ ২। বুঝতে পারি সিনেমার জন্য তোমার ক্রমশই নিজেকে উজাড় করে দেওয়াটা। এই সিনেমার প্রসার যেন বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছাতে পারে, আমরা তা নিশ্চিত করব। তোমায় খুব ভালোবাসি।’
‘কাগজ ২’ সিনেমায় সতীশ কৌশিক ও অনুপম খেরের পাশাপাশি আরও অভিনয় করেছেন—দর্শন কুমার, নীনা গুপ্তা এবং অন্যরা। পরিচালনা করেছেন ভিকে প্রকাশ। আর প্রযোজনা করেছেন সতীশ কৌশিক, রতন জৈন ও গণেশ জৈন।
উল্লেখ্য, গত বছরের ৯ মার্চ ৬৬ বছর বয়সে মারা যান সতীশ কৌশিক। কাজ করেছেন একাধিক হিট বলিউড সিনেমায়। কখনো ‘ক্যালেন্ডার’, আবার কখনো ‘পাপ্পু পেজার’ একের পর এক আইকনিক চরিত্রে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। মৃত্যুর আগে ‘কাগজ ২’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার কাজ সেরেছিলেন। ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির পরই এবার ‘কাগজ ২’ মুক্তি পেতে চলেছে।
দিওয়ালি উপলক্ষে ১ নভেম্বর বলিউডে মুক্তি পাচ্ছে ‘ভুল ভুলাইয়া থ্রি’ ও ‘সিংহাম অ্যাগেইন’। সিনেমা দুটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। তবে মুক্তির একদিন আগে বলিউডের এই দুই সিনেমা নিষিদ্ধ করে দিয়েছে সৌদি আরব।
১১ মিনিট আগেএক যুগ পর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু। অ্যালবামের নাম ‘টালোবাসা’। স্পর্টিফাই,আইটিউনসের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ইউটিউবের পাশাপাশি চন্দ্রবিন্দুর নতুন অ্যালবামের গান শোনা যাবে রেকর্ড-এ।
৩০ মিনিট আগেসংশোধন হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিদ্যমান আইন ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’। বিদ্যমান আইনের বিভিন্ন ধারায় পরিবর্তনের লক্ষ্যে একটি সংশোধিত খসড়া প্রণয়ন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংশোধিত খসড়া আইনের উপর সকল
৩৫ মিনিট আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
৩ ঘণ্টা আগে