বিনোদন ডেস্ক
প্রায় চার বছর প্রেমের পর গত ১৯ ফেব্রুয়ারি বিয়ে করেছেন প্রতিভাবান অভিনেতা-নির্মাতা ফারহান আখতার ও মডেল-টেলিভিশন তারকা শিবানী দান্ডেকর জুটি। ভারতের মহারাষ্ট্রের খান্ডালাতে পারিবারিক বাসভবনে একদম অভিনব কায়দায় বিয়ে সারেন ফারহান-শিবানী। শুরুতে বিয়ের ছবি প্রকাশ করেননি ফারহান। ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দু-একটি ছবি প্রকাশ পেয়েছিল শুধু। অবশেষে বুধবার নবদম্পতির বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে। ইনস্টাগ্রামে বিয়ের মধুর সব মুহূর্তের ছবি পোস্ট করেছেন ফারহান ও শিবানী।
গত শনিবার ঘরোয়া আয়োজনেই বিয়ে করেন এই তারকা জুটি। জাভেদ আখতারের খান্ডালার পারিবারিক বাসভবনে বিয়ে সারেন তাঁরা।
কাছের মানুষদের উপস্থিতিতে একে অপরের কাছে শপথবাক্য পাঠ করে নতুন জীবনে পথচলা শুরু করেন ফারহান-শিবানী। বিয়ের শপথবাক্যগুলো তাঁরা নিজেরাই লিখেছেন।
মা হানি ইরানি ও কাছের মানুষদের সঙ্গে ফারহান।
বিয়ের পর দুই পরিবারের সদস্যরা এক সঙ্গে ফ্রেমবন্দী।
বিয়ের দিন লাল রঙা ফিশটেল কাটের মারমেইড গাউন পরেন শিবানী। আর কালো রঙা টাক্সিডোতে বরাবরের মতো আকর্ষণীয় ফারহান।
শ্বশুর জাভেদ আখতারের সঙ্গে নাচছেন শিবানী।
বিয়েতে হাজির ছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকা।
ফারহান আখতারকে বিয়ে করার পর ইনস্টাগ্রামে শিবানী নিজের নাম লিখেছেন ‘শিবানী দান্ডেকর-আখতার’।
বিয়েতে দুই কন্যা শাকিয়া ও আকিরার সঙ্গে ফারহান।
‘আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক।’
প্রায় চার বছর প্রেমের পর গত ১৯ ফেব্রুয়ারি বিয়ে করেছেন প্রতিভাবান অভিনেতা-নির্মাতা ফারহান আখতার ও মডেল-টেলিভিশন তারকা শিবানী দান্ডেকর জুটি। ভারতের মহারাষ্ট্রের খান্ডালাতে পারিবারিক বাসভবনে একদম অভিনব কায়দায় বিয়ে সারেন ফারহান-শিবানী। শুরুতে বিয়ের ছবি প্রকাশ করেননি ফারহান। ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দু-একটি ছবি প্রকাশ পেয়েছিল শুধু। অবশেষে বুধবার নবদম্পতির বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে। ইনস্টাগ্রামে বিয়ের মধুর সব মুহূর্তের ছবি পোস্ট করেছেন ফারহান ও শিবানী।
গত শনিবার ঘরোয়া আয়োজনেই বিয়ে করেন এই তারকা জুটি। জাভেদ আখতারের খান্ডালার পারিবারিক বাসভবনে বিয়ে সারেন তাঁরা।
কাছের মানুষদের উপস্থিতিতে একে অপরের কাছে শপথবাক্য পাঠ করে নতুন জীবনে পথচলা শুরু করেন ফারহান-শিবানী। বিয়ের শপথবাক্যগুলো তাঁরা নিজেরাই লিখেছেন।
মা হানি ইরানি ও কাছের মানুষদের সঙ্গে ফারহান।
বিয়ের পর দুই পরিবারের সদস্যরা এক সঙ্গে ফ্রেমবন্দী।
বিয়ের দিন লাল রঙা ফিশটেল কাটের মারমেইড গাউন পরেন শিবানী। আর কালো রঙা টাক্সিডোতে বরাবরের মতো আকর্ষণীয় ফারহান।
শ্বশুর জাভেদ আখতারের সঙ্গে নাচছেন শিবানী।
বিয়েতে হাজির ছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকা।
ফারহান আখতারকে বিয়ে করার পর ইনস্টাগ্রামে শিবানী নিজের নাম লিখেছেন ‘শিবানী দান্ডেকর-আখতার’।
বিয়েতে দুই কন্যা শাকিয়া ও আকিরার সঙ্গে ফারহান।
‘আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক।’
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনো বা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
১ ঘণ্টা আগে১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৬ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৮ ঘণ্টা আগে