কানে আলো ছড়ালেন ভারতীয় তারকারা

বিনোদন ডেস্ক
আপডেট : ১৮ মে ২০২২, ১৫: ৫৮
Thumbnail image

কানের উদ্বোধনী দিনে বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে লাল গালিচায় আলো ছড়িয়েছেন ভারতীয় তারকারা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে হাজির হয়েছেন অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান, চলচ্চিত্র ব্যক্তিত্ব কমল হাসান, আর মাধবান ও নওয়াজউদ্দিন সিদ্দিকি।

কানের লাল গালিচায় এ আর রহমান ও কমল হাসান। লাল গালিচায় হাঁটার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কমলের সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন এ আর রহমান। ক্যাপশনে কমল হাসানকে আন্দাভার (ঈশ্বর) এবং নিজেকে বস (থালাইভা) হিসেবে উল্লেখ করেছেন।

সাদা-কালো গাউনে বরাবরের মতো আকর্ষণীয় তামান্না ভাটিয়া।এদিন কানের লাল গালিচায় আলো ছড়ান অভিনেত্রী তামান্না ভাটিয়া, উর্বশী রাউতেলা, পূজা হেগড়েসহ বেশ কয়েকজন তারকা। একদিকে কাঁধ খোলা সাদা গাউনে সবার নজর কেড়েছেন উর্বশী। সাদা-কালো গাউনে বোল্ড লুকে বরাবরের মতো আকর্ষণীয় লাগছিল তামান্না ভাটিয়াকে।

এবারের উৎসবে নয়জন জুরির মধ্যে রয়েছেন তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও। গতকাল মঙ্গলবার (১৭ মে) থেকে শুরু হয়েছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে মোট ৯ জন জুরি বা বিচারক রয়েছেন, যাঁর মধ্যে রয়েছেন তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিচারকের তালিকায় আরও রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী-নির্মাতা রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপাস, ইতালীয় অভিনেত্রী-নির্মাতা জেসমিন ত্রিনকা, ইরানি নির্মাতা আসগর ফারহাদি, ফরাসি নির্মাতা লাদি লি, যুক্তরাষ্ট্রের জেফ নিকোলস ও নরওয়ের জোয়াকিম ট্রিয়ার।

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

 

কান চলচ্চিত্র উৎসব সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত