বিনোদন ডেস্ক
গত কয়েকদিন ধরে টুইটারে ট্রেন্ড চলছে ‘বয়কট লাল সিং চাড্ডা’। ২০১৫ সালে এক সাংবাদিক সম্মেলনে আমির খান বলেছিলেন, পত্রিকা পড়ে ও টিভি দেখে তিনি আতঙ্কিত। ভারতজুড়ে অসিহষ্ণুতার পরিবেশ নিয়ে ভীত তাঁর স্ত্রী কিরণ রাও। কিরণ এবং তিনি এতটাই আতঙ্কিত যে দেশ ছেড়ে চলে যেতে চাইছেন ছেলেকে নিয়ে।
‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগে আমিরের এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। সোশ্যাল মিডিয়ায় একশ্রেনী বলছেন, ভারতকে যখন এতই অপছন্দ তাহলে কেন এখানে নিজের ছবি মুক্তি দিচ্ছেন! অনেকে বয়কটের ডাকও দিয়েছেন। আমির খান ইতিমধ্যেই এ নিয়ে মুখ খুলেছেন, তাঁকে সবাই ভুল বুঝছে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে অনুরোধ করেছেন যেন সকলে সিনেমা হলে দেখতে যায় লাল সিং চাড্ডা।
আমিরের বিরুদ্ধে চলা এই বয়কটের ডাক নিয়ে কঙ্গনা রনৌত চুপ রইলেন না। ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন তিনি। কঙ্গনার দাবি এই পরিস্থিতি তৈরির পিছনে আমিরেরই হাত রয়েছে এবং এই নেতিবাচক পরিস্থিতি তৈরির মাস্টারমাইন্ডও তিনিই।
কঙ্গনা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার বিশ্বাস এই যে লাল সিং চাড্ডা ঘিরে এত বিতর্ক এসব আমির নিজেই তৈরি করেছেন। এই বছর কোনও সিনেমাই চলেনি (একটা কমেডি সিনেমার সিক্যুয়েল ছাড়া), একমাত্র দক্ষিণী ছবি সাফল্য পেয়েছে। আর সেখানে হলিউড রিমেক তো ব্যবসা করতেই পারবে না। হিন্দি সিনেমাকে বুঝতে হবে দর্শক কী চাইছে! আমির খান হিন্দু ফোবিক পিকে বানাক বা ভারতকে অসহিষ্ণু বলুক, নিজের জীবনের সেরা ছবি তিনি দিয়েই দিয়েছেন। তাই এগুলো বন্ধ করুন। এর ফলে ওদের বাজে অভিনয় আর বাজে ছবিই প্রচার পায়।’
হলিউড সিনেমা ফরেস্ট গাম্পের রিমেক ‘লাল সিং চাড্ডা’। অভিনয় করেছেন আমির খান আর কারিনা কাপুর। করোনা আর লকডাউনের কারণে বারবার পিছিয়েছে সিনেমাটির মুক্তি। ১১ আগস্ট মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।
গত কয়েকদিন ধরে টুইটারে ট্রেন্ড চলছে ‘বয়কট লাল সিং চাড্ডা’। ২০১৫ সালে এক সাংবাদিক সম্মেলনে আমির খান বলেছিলেন, পত্রিকা পড়ে ও টিভি দেখে তিনি আতঙ্কিত। ভারতজুড়ে অসিহষ্ণুতার পরিবেশ নিয়ে ভীত তাঁর স্ত্রী কিরণ রাও। কিরণ এবং তিনি এতটাই আতঙ্কিত যে দেশ ছেড়ে চলে যেতে চাইছেন ছেলেকে নিয়ে।
‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগে আমিরের এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। সোশ্যাল মিডিয়ায় একশ্রেনী বলছেন, ভারতকে যখন এতই অপছন্দ তাহলে কেন এখানে নিজের ছবি মুক্তি দিচ্ছেন! অনেকে বয়কটের ডাকও দিয়েছেন। আমির খান ইতিমধ্যেই এ নিয়ে মুখ খুলেছেন, তাঁকে সবাই ভুল বুঝছে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে অনুরোধ করেছেন যেন সকলে সিনেমা হলে দেখতে যায় লাল সিং চাড্ডা।
আমিরের বিরুদ্ধে চলা এই বয়কটের ডাক নিয়ে কঙ্গনা রনৌত চুপ রইলেন না। ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন তিনি। কঙ্গনার দাবি এই পরিস্থিতি তৈরির পিছনে আমিরেরই হাত রয়েছে এবং এই নেতিবাচক পরিস্থিতি তৈরির মাস্টারমাইন্ডও তিনিই।
কঙ্গনা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার বিশ্বাস এই যে লাল সিং চাড্ডা ঘিরে এত বিতর্ক এসব আমির নিজেই তৈরি করেছেন। এই বছর কোনও সিনেমাই চলেনি (একটা কমেডি সিনেমার সিক্যুয়েল ছাড়া), একমাত্র দক্ষিণী ছবি সাফল্য পেয়েছে। আর সেখানে হলিউড রিমেক তো ব্যবসা করতেই পারবে না। হিন্দি সিনেমাকে বুঝতে হবে দর্শক কী চাইছে! আমির খান হিন্দু ফোবিক পিকে বানাক বা ভারতকে অসহিষ্ণু বলুক, নিজের জীবনের সেরা ছবি তিনি দিয়েই দিয়েছেন। তাই এগুলো বন্ধ করুন। এর ফলে ওদের বাজে অভিনয় আর বাজে ছবিই প্রচার পায়।’
হলিউড সিনেমা ফরেস্ট গাম্পের রিমেক ‘লাল সিং চাড্ডা’। অভিনয় করেছেন আমির খান আর কারিনা কাপুর। করোনা আর লকডাউনের কারণে বারবার পিছিয়েছে সিনেমাটির মুক্তি। ১১ আগস্ট মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনো বা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
২ ঘণ্টা আগে১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৬ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৮ ঘণ্টা আগে