বিনোদন ডেস্ক
ভালোবাসা পেল পূর্ণতা, সাত পাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি। গতকাল রোববার আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়েন পরিণীতি। এতটাই কড়া নিরাপত্তা ছিল যে গতকাল রাতে বিয়ের কোনো ছবিই প্রকাশ্যে আসেনি। পরদিন সকালে নিজেই সেই ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রী।
আজ সোমবার সকাল সকাল বিয়ের একাধিক ছবি পোস্ট করেন পরিণীতি। তবে এর মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে তাঁর মাথার ওড়না। দিদি প্রিয়াঙ্কার মতোই বিয়েতে লম্বা ওড়না মাথায় পরিণীতি সেদিন সেজেছিলেন।
বিয়েতে পরিণীতি পরেছিলেন বেইজ রঙের লেহেঙ্গা। এর সঙ্গে ম্যাচিং করেই পরেন ওড়না। আর ওড়নাটা ছিল বিশেষ, কারণ তাতে সোনালি সুতোয় হিন্দিতে লেখা ছিল রাঘবের নাম।
মনীশ মালহোত্রার ডিজাইন করা এই পোশাক যে সকলের নজর কেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। লেহেঙ্গার মধ্যেও ছিল নতুনত্বের ছোঁয়া। আর তাঁর ওড়না তো ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। মনীশ মালহোত্রা মানেই নতুন কিছু, তাঁর ডিজাইনের এই ওড়না এবার ট্রেন্ড সেট করে কি না সেটাই দেখার!
অভিনেত্রী এদিন তাঁর বিয়ের ছবি শেয়ার করে লেখেন, ‘সকালের নাশতার টেবিলের প্রথম আড্ডা থেকেই আমাদের হৃদয় জানত। এই দিনটির জন্য কতই না অপেক্ষা করলাম, অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হতে পেরে ধন্য! একে অপরকে ছাড়া থাকতে পারতাম না, এখন থেকে আমাদের চিরকালের জার্নি শুরু হলো।’
গুঞ্জনটা শুরু হয়েছিল রেস্তোরাঁ থেকে। মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় একসঙ্গে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে। পরদিন আরেকটি রেস্তোরাঁয় লাঞ্চের জন্য যান তাঁরা। সেখান থেকেই জোরালো গুঞ্জন ছড়ায়, প্রেমের সম্পর্কে আছেন তাঁরা। সেদিন রাঘব চাড্ডাকে এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে মিষ্টি হেসে তিনি বলেছিলেন, ‘রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।’ পরদিন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে পরিণীতিকে যেতে দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, বিয়ের পোশাকের জন্যই কি ডিজাইনারের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী?
সব মিলিয়ে বিষয়টি ধোঁয়াশায় ছিল। তবে গত এপ্রিলে রাঘব-পরিণীতির প্রেমের খবরে একপ্রকার সিলমোহর দিয়ে দিয়েছিলেন আপ সাংসদ সঞ্জীব অরোরা। টুইট করে নিজের দলের তরুণ সাংসদ রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে শুভেচ্ছা জানান তিনি। সঞ্জীব টুইটারে লেখেন, ‘রাঘব আর পরিণীতিকে অন্তর থেকে শুভেচ্ছা। তাঁদের এই মিলন যেন প্রেম, আনন্দ আর সাহচর্যের প্রাচুর্যে ভরে ওঠে।’
এরপর গত ১৩ মে নয়াদিল্লির কপূরথলা হাউসে রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরেছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।
ভালোবাসা পেল পূর্ণতা, সাত পাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি। গতকাল রোববার আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়েন পরিণীতি। এতটাই কড়া নিরাপত্তা ছিল যে গতকাল রাতে বিয়ের কোনো ছবিই প্রকাশ্যে আসেনি। পরদিন সকালে নিজেই সেই ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রী।
আজ সোমবার সকাল সকাল বিয়ের একাধিক ছবি পোস্ট করেন পরিণীতি। তবে এর মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে তাঁর মাথার ওড়না। দিদি প্রিয়াঙ্কার মতোই বিয়েতে লম্বা ওড়না মাথায় পরিণীতি সেদিন সেজেছিলেন।
বিয়েতে পরিণীতি পরেছিলেন বেইজ রঙের লেহেঙ্গা। এর সঙ্গে ম্যাচিং করেই পরেন ওড়না। আর ওড়নাটা ছিল বিশেষ, কারণ তাতে সোনালি সুতোয় হিন্দিতে লেখা ছিল রাঘবের নাম।
মনীশ মালহোত্রার ডিজাইন করা এই পোশাক যে সকলের নজর কেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। লেহেঙ্গার মধ্যেও ছিল নতুনত্বের ছোঁয়া। আর তাঁর ওড়না তো ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। মনীশ মালহোত্রা মানেই নতুন কিছু, তাঁর ডিজাইনের এই ওড়না এবার ট্রেন্ড সেট করে কি না সেটাই দেখার!
অভিনেত্রী এদিন তাঁর বিয়ের ছবি শেয়ার করে লেখেন, ‘সকালের নাশতার টেবিলের প্রথম আড্ডা থেকেই আমাদের হৃদয় জানত। এই দিনটির জন্য কতই না অপেক্ষা করলাম, অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হতে পেরে ধন্য! একে অপরকে ছাড়া থাকতে পারতাম না, এখন থেকে আমাদের চিরকালের জার্নি শুরু হলো।’
গুঞ্জনটা শুরু হয়েছিল রেস্তোরাঁ থেকে। মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় একসঙ্গে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে। পরদিন আরেকটি রেস্তোরাঁয় লাঞ্চের জন্য যান তাঁরা। সেখান থেকেই জোরালো গুঞ্জন ছড়ায়, প্রেমের সম্পর্কে আছেন তাঁরা। সেদিন রাঘব চাড্ডাকে এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে মিষ্টি হেসে তিনি বলেছিলেন, ‘রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।’ পরদিন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে পরিণীতিকে যেতে দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, বিয়ের পোশাকের জন্যই কি ডিজাইনারের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী?
সব মিলিয়ে বিষয়টি ধোঁয়াশায় ছিল। তবে গত এপ্রিলে রাঘব-পরিণীতির প্রেমের খবরে একপ্রকার সিলমোহর দিয়ে দিয়েছিলেন আপ সাংসদ সঞ্জীব অরোরা। টুইট করে নিজের দলের তরুণ সাংসদ রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে শুভেচ্ছা জানান তিনি। সঞ্জীব টুইটারে লেখেন, ‘রাঘব আর পরিণীতিকে অন্তর থেকে শুভেচ্ছা। তাঁদের এই মিলন যেন প্রেম, আনন্দ আর সাহচর্যের প্রাচুর্যে ভরে ওঠে।’
এরপর গত ১৩ মে নয়াদিল্লির কপূরথলা হাউসে রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরেছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
৪ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
৬ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
৮ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
৮ ঘণ্টা আগে