বিনোদন ডেস্ক
আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে বলিউড যাত্রা শুরু করেন নির্মাতা করন জোহর। এরপর থেকেই স্বপ্ন বুনছিলেন কখন নির্মাতা হিসেবে নাম লেখাবেন। কিন্তু বাবা-মা সেসময় তাঁর প্রতি আত্মবিশ্বাসী ছিলেন না। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলো স্মরণ করেছেন করন জোহর।
করন জানান, প্রথম পরিচালিত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর চিত্রনাট্য পড়ে শোনানোর সময় বাবা প্রযোজক যশ চোপড়া ঘুমিয়ে পড়েছিলেন। আর শুটিংয়ের দিন মা জিজ্ঞেস করেছিলেন শুটিং সেটে ক্যামেরা কোথায় রাখতে হবে তা তিনি জানেন কিনা। এমনকি তাঁর মা আদিত্য চোপড়াকে দিয়ে সিনেমাটি পরিচালনা করার পরামর্শ দেন।
করন বলেন, ‘ভোর ৫টায় ঘুম থেকে উঠে দেখি মা আমার বিছানার পাশে। তখন তিনি আমাকে প্রশ্ন করেন, ‘‘তুমি কি জানো শুটিং সেটে ক্যামেরা কোথায় রাখতে হয়?’ ’ ওনার দিকে তাকিয়ে আমি হ্যাঁ বললাম। তখনই তিনি বললেন, ‘আমার মনে হয় তোমাকে দিয়ে এখন পরিচালনা হবে না, তাই আদিত্যকে (পরিচালক আদিত্য চোপড়া) কে ফোন কর এবং তাকে বল আমি সিনেমাটি পরিচালনা করতে চাই না।’
করন মনে করেন তাকে নিয়ে তখন বাবা-মা সিদ্ধান্তহীনতায় ছিলেন। তাই তারা বারবার জিজ্ঞেস করতে থাকেন সিনেমা তৈরির বিষয়ে আমি এখনো নিশ্চিত কিনা।
এদিকে করণ জোহরের বাবা, চলচ্চিত্র প্রযোজক যশ জোহরও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর চিত্রনাট্য পড়ে শোনানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। এ নিয়ে করন বলেন, ‘আমি যখন বাবাকে কুছ কুছ হোতা হ্যায়র চিত্রনাট্য বর্ণনা করছিলাম, তিনি তখন ঘুমিয়ে পড়েছিলেন।’
শুটিংয়ের প্রথম দিনের স্মৃতি স্মরণ করেছেন করন জোহর। শুটিং সেটে যখন তাকে ক্যামেরা বসানোর জায়গার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তাঁর মায়ের কণ্ঠটা ভেসে এসেছিল এবং কয়েক মুহূর্তের জন্য সময় থেমে গিয়েছিল। তিনি বলেন, ‘যখন শুটিংয়ে জিজ্ঞাসা করা হয়, আমি ফ্রেমটি কোথায় চাই? তখন এক সেকেন্ডের জন্য, নিজেকে প্রশ্ন করলাম। আমার মাথায় তখন আমার মায়ের কণ্ঠ ভেসে এল। তখন মনে হলো হয়তো আমার মা ঠিকই বলেছেন, ক্যামেরা কোথায় রাখতে হবে তা আমি জানি না।
আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে বলিউড যাত্রা শুরু করেন নির্মাতা করন জোহর। এরপর থেকেই স্বপ্ন বুনছিলেন কখন নির্মাতা হিসেবে নাম লেখাবেন। কিন্তু বাবা-মা সেসময় তাঁর প্রতি আত্মবিশ্বাসী ছিলেন না। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলো স্মরণ করেছেন করন জোহর।
করন জানান, প্রথম পরিচালিত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর চিত্রনাট্য পড়ে শোনানোর সময় বাবা প্রযোজক যশ চোপড়া ঘুমিয়ে পড়েছিলেন। আর শুটিংয়ের দিন মা জিজ্ঞেস করেছিলেন শুটিং সেটে ক্যামেরা কোথায় রাখতে হবে তা তিনি জানেন কিনা। এমনকি তাঁর মা আদিত্য চোপড়াকে দিয়ে সিনেমাটি পরিচালনা করার পরামর্শ দেন।
করন বলেন, ‘ভোর ৫টায় ঘুম থেকে উঠে দেখি মা আমার বিছানার পাশে। তখন তিনি আমাকে প্রশ্ন করেন, ‘‘তুমি কি জানো শুটিং সেটে ক্যামেরা কোথায় রাখতে হয়?’ ’ ওনার দিকে তাকিয়ে আমি হ্যাঁ বললাম। তখনই তিনি বললেন, ‘আমার মনে হয় তোমাকে দিয়ে এখন পরিচালনা হবে না, তাই আদিত্যকে (পরিচালক আদিত্য চোপড়া) কে ফোন কর এবং তাকে বল আমি সিনেমাটি পরিচালনা করতে চাই না।’
করন মনে করেন তাকে নিয়ে তখন বাবা-মা সিদ্ধান্তহীনতায় ছিলেন। তাই তারা বারবার জিজ্ঞেস করতে থাকেন সিনেমা তৈরির বিষয়ে আমি এখনো নিশ্চিত কিনা।
এদিকে করণ জোহরের বাবা, চলচ্চিত্র প্রযোজক যশ জোহরও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর চিত্রনাট্য পড়ে শোনানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। এ নিয়ে করন বলেন, ‘আমি যখন বাবাকে কুছ কুছ হোতা হ্যায়র চিত্রনাট্য বর্ণনা করছিলাম, তিনি তখন ঘুমিয়ে পড়েছিলেন।’
শুটিংয়ের প্রথম দিনের স্মৃতি স্মরণ করেছেন করন জোহর। শুটিং সেটে যখন তাকে ক্যামেরা বসানোর জায়গার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তাঁর মায়ের কণ্ঠটা ভেসে এসেছিল এবং কয়েক মুহূর্তের জন্য সময় থেমে গিয়েছিল। তিনি বলেন, ‘যখন শুটিংয়ে জিজ্ঞাসা করা হয়, আমি ফ্রেমটি কোথায় চাই? তখন এক সেকেন্ডের জন্য, নিজেকে প্রশ্ন করলাম। আমার মাথায় তখন আমার মায়ের কণ্ঠ ভেসে এল। তখন মনে হলো হয়তো আমার মা ঠিকই বলেছেন, ক্যামেরা কোথায় রাখতে হবে তা আমি জানি না।
শাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
৮ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
১০ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
১২ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
১৪ ঘণ্টা আগে