বিনোদন ডেস্ক
নতুন বছরের শুরুতে বলিউডের বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের কারণে পিছিয়ে যায় তা। অবশ্য গত কয়েক সপ্তাহে মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিগ বাজেট ছবির। সবশেষ ঘোষণা হলো অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’ সিনেমার মুক্তির তারিখ।
ভক্তরা অপেক্ষায় ছিল কখন হলে আসবে ‘পৃথ্বীরাজ’। আজ বৃহস্পতিবার যশরাজ ফিল্মস সেই সাসপেন্সের অবসান ঘটিয়েছে। আগামী ১০ জুন সিনেমা হলে মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’। ছবিটি হিন্দি, তামিল ও তেলুগু—তিনটি ভাষায় মুক্তি পাবে। মুক্তির তারিখের পাশাপাশি ধারাবাহিকভাবে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, মানুষি ছিল্লার, সোনু সুডের চরিত্রের পোস্টার প্রকাশ করেছেন প্রযোজকেরা।
সিনেমায় সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। মানুষি ছিল্লারকে তাঁর প্রথম ছবিতে রাজকুমারী সংযোগিতা চরিত্রে দেখা যাবে।
সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বিশ্বস্ত কাকা কানহার ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে। আর সোনু সুদ রয়েছেন চাঁদ ভারদাই চরিত্রে। ‘পৃথ্বীরাজ’ সিনেমা পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী।
এদিকে রাজপুত কর্ণি সেনার আপত্তির কারণে ছবির নাম পরিবর্তন করা হবে বলে খবর পাওয়া গিয়েছিল। কর্ণি সেনার সহসভাপতি সংগীতা সিং এরই মধ্যে মামলাও করেছেন। তবে পোস্টারগুলোতে স্পষ্ট করে ছবির নাম এখনো পৃথ্বীরাজ উল্লেখ করা আছে।
নতুন বছরের শুরুতে বলিউডের বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের কারণে পিছিয়ে যায় তা। অবশ্য গত কয়েক সপ্তাহে মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিগ বাজেট ছবির। সবশেষ ঘোষণা হলো অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’ সিনেমার মুক্তির তারিখ।
ভক্তরা অপেক্ষায় ছিল কখন হলে আসবে ‘পৃথ্বীরাজ’। আজ বৃহস্পতিবার যশরাজ ফিল্মস সেই সাসপেন্সের অবসান ঘটিয়েছে। আগামী ১০ জুন সিনেমা হলে মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’। ছবিটি হিন্দি, তামিল ও তেলুগু—তিনটি ভাষায় মুক্তি পাবে। মুক্তির তারিখের পাশাপাশি ধারাবাহিকভাবে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, মানুষি ছিল্লার, সোনু সুডের চরিত্রের পোস্টার প্রকাশ করেছেন প্রযোজকেরা।
সিনেমায় সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। মানুষি ছিল্লারকে তাঁর প্রথম ছবিতে রাজকুমারী সংযোগিতা চরিত্রে দেখা যাবে।
সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বিশ্বস্ত কাকা কানহার ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে। আর সোনু সুদ রয়েছেন চাঁদ ভারদাই চরিত্রে। ‘পৃথ্বীরাজ’ সিনেমা পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী।
এদিকে রাজপুত কর্ণি সেনার আপত্তির কারণে ছবির নাম পরিবর্তন করা হবে বলে খবর পাওয়া গিয়েছিল। কর্ণি সেনার সহসভাপতি সংগীতা সিং এরই মধ্যে মামলাও করেছেন। তবে পোস্টারগুলোতে স্পষ্ট করে ছবির নাম এখনো পৃথ্বীরাজ উল্লেখ করা আছে।
চলতি সপ্তাহে দেশের কোনো সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। তবে স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেল দুটি হলিউড সিনেমা। সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে উইকড ও রেড ওয়ান।
১৩ মিনিট আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
১১ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
১২ ঘণ্টা আগে