প্রথম বিয়েতে ১০ রুপিও খরচ হয়নি আমির খানের

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১৩: ২৫
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৪: ২২

আজ ৮ জানুয়ারি উদয়পুরের তাজ লেক প্যালেসে বসছে আমিরকন্যা ইরা ও নূপুর শিখরের আনুষ্ঠানিক বিয়ের আসর। সম্প্রতি তাঁরা সেরেছেন কাগুজে বিয়ে। সেখানেই আমির খানের সঙ্গে ইরার মা তথা সাবেক স্ত্রী রীনা দত্তের ঘনিষ্ঠতা সবার নজর কেড়েছে। তবে মেয়ের বিয়ের এমন জমজমাট আয়োজন হলেও, আমির-রীনার বিয়েতে নাকি ১০ রুপির কম খরচ হয়েছিল।

সম্প্রতি সামনে আসা পুরোনো সাক্ষাৎকারে আমির খানকে বলতে শোনা গেছে, ‘আমি তিনজন সাক্ষীকে সঙ্গে নিয়ে কোর্ট ম্যারেজের মাধ্যমে গোপনে রীনাকে বিয়ে করেছিলাম। রীনার সঙ্গে আমার বিয়েটা সবচেয়ে সাশ্রয়ী বিয়ে ছিল। আমি ২১১ বাসে উঠে ৫০ পয়সার টিকিট কিনেছিলাম। এরপর আমি বান্দ্রা স্টেশনের পশ্চিমে নেমে, ব্রিজ পার হয়ে, পূর্বদিকে হাইওয়ে ধরে হাঁটা দিলাম। এরপর সেই হাইওয়ের ধারে নতুন একটি বাড়িতে প্রবেশ করি। যেখানে একটি বিবাহের রেজিস্ট্রির অফিসও ছিল। তাই আমার বিয়েতে খরচ লেগেছে ১০ রুপির কম।’

ইরার বিয়েতে প্রাক্তন দুই স্ত্রী ও সন্তানদের সঙ্গে আমির। ছবি: সংগৃহীতবিবাহ বিচ্ছেদের পরও রীনা দত্তের সঙ্গে আমির খান খুব সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন। তবে এই বিচ্ছেদ কতটা বেদনাদায়ক ছিল তা স্বীকার করতেও পিছপা হননি আমির। ভারতের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’ এর সিজন ৬-এর একটি পর্বে সেই সমস্ত মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন তিনি। তাঁর কথায়, ‘রীনা এবং আমি দীর্ঘ ১৬ বছর ধরে বিবাহিত জীবন কাটিয়েছিলাম। যখন আমরা আলাদা হয়ে যাই, তখন এটা আমাদের এবং আমাদের পরিবারের জন্য বেদনাদায়ক ছিল। আমরা যতটা সম্ভব পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছি। রীনা এবং আমি আমাদের বিচ্ছেদের পরেও একে অপরের প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা হারাইনি।’

রীনা দত্তের সঙ্গে আমির খান। ছবি: সংগৃহীতউল্লেখ্য, গত ৬ জানুয়ারি থেকে রাজস্থানের উদয়পুরে ইরা-নূপুরের তিন দিনের জমকালো বিয়ের উৎসব চলছে। আজ আনুষ্ঠানিকে বিয়ের পর আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ে বসবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গ্র্যান্ড রিসেপশনের অতিথিদের তালিকায় আছেন—সালমান খান, শাহরুখ খান, অজয় দেবগন, অমিতাভ বচ্চন, করণ জোহর, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকর, জুহি চাওলার মতো বড় তারকা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত