বিনোদন ডেস্ক
আজ ৮ জানুয়ারি উদয়পুরের তাজ লেক প্যালেসে বসছে আমিরকন্যা ইরা ও নূপুর শিখরের আনুষ্ঠানিক বিয়ের আসর। সম্প্রতি তাঁরা সেরেছেন কাগুজে বিয়ে। সেখানেই আমির খানের সঙ্গে ইরার মা তথা সাবেক স্ত্রী রীনা দত্তের ঘনিষ্ঠতা সবার নজর কেড়েছে। তবে মেয়ের বিয়ের এমন জমজমাট আয়োজন হলেও, আমির-রীনার বিয়েতে নাকি ১০ রুপির কম খরচ হয়েছিল।
সম্প্রতি সামনে আসা পুরোনো সাক্ষাৎকারে আমির খানকে বলতে শোনা গেছে, ‘আমি তিনজন সাক্ষীকে সঙ্গে নিয়ে কোর্ট ম্যারেজের মাধ্যমে গোপনে রীনাকে বিয়ে করেছিলাম। রীনার সঙ্গে আমার বিয়েটা সবচেয়ে সাশ্রয়ী বিয়ে ছিল। আমি ২১১ বাসে উঠে ৫০ পয়সার টিকিট কিনেছিলাম। এরপর আমি বান্দ্রা স্টেশনের পশ্চিমে নেমে, ব্রিজ পার হয়ে, পূর্বদিকে হাইওয়ে ধরে হাঁটা দিলাম। এরপর সেই হাইওয়ের ধারে নতুন একটি বাড়িতে প্রবেশ করি। যেখানে একটি বিবাহের রেজিস্ট্রির অফিসও ছিল। তাই আমার বিয়েতে খরচ লেগেছে ১০ রুপির কম।’
বিবাহ বিচ্ছেদের পরও রীনা দত্তের সঙ্গে আমির খান খুব সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন। তবে এই বিচ্ছেদ কতটা বেদনাদায়ক ছিল তা স্বীকার করতেও পিছপা হননি আমির। ভারতের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’ এর সিজন ৬-এর একটি পর্বে সেই সমস্ত মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন তিনি। তাঁর কথায়, ‘রীনা এবং আমি দীর্ঘ ১৬ বছর ধরে বিবাহিত জীবন কাটিয়েছিলাম। যখন আমরা আলাদা হয়ে যাই, তখন এটা আমাদের এবং আমাদের পরিবারের জন্য বেদনাদায়ক ছিল। আমরা যতটা সম্ভব পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছি। রীনা এবং আমি আমাদের বিচ্ছেদের পরেও একে অপরের প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা হারাইনি।’
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি থেকে রাজস্থানের উদয়পুরে ইরা-নূপুরের তিন দিনের জমকালো বিয়ের উৎসব চলছে। আজ আনুষ্ঠানিকে বিয়ের পর আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ে বসবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গ্র্যান্ড রিসেপশনের অতিথিদের তালিকায় আছেন—সালমান খান, শাহরুখ খান, অজয় দেবগন, অমিতাভ বচ্চন, করণ জোহর, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকর, জুহি চাওলার মতো বড় তারকা।
আজ ৮ জানুয়ারি উদয়পুরের তাজ লেক প্যালেসে বসছে আমিরকন্যা ইরা ও নূপুর শিখরের আনুষ্ঠানিক বিয়ের আসর। সম্প্রতি তাঁরা সেরেছেন কাগুজে বিয়ে। সেখানেই আমির খানের সঙ্গে ইরার মা তথা সাবেক স্ত্রী রীনা দত্তের ঘনিষ্ঠতা সবার নজর কেড়েছে। তবে মেয়ের বিয়ের এমন জমজমাট আয়োজন হলেও, আমির-রীনার বিয়েতে নাকি ১০ রুপির কম খরচ হয়েছিল।
সম্প্রতি সামনে আসা পুরোনো সাক্ষাৎকারে আমির খানকে বলতে শোনা গেছে, ‘আমি তিনজন সাক্ষীকে সঙ্গে নিয়ে কোর্ট ম্যারেজের মাধ্যমে গোপনে রীনাকে বিয়ে করেছিলাম। রীনার সঙ্গে আমার বিয়েটা সবচেয়ে সাশ্রয়ী বিয়ে ছিল। আমি ২১১ বাসে উঠে ৫০ পয়সার টিকিট কিনেছিলাম। এরপর আমি বান্দ্রা স্টেশনের পশ্চিমে নেমে, ব্রিজ পার হয়ে, পূর্বদিকে হাইওয়ে ধরে হাঁটা দিলাম। এরপর সেই হাইওয়ের ধারে নতুন একটি বাড়িতে প্রবেশ করি। যেখানে একটি বিবাহের রেজিস্ট্রির অফিসও ছিল। তাই আমার বিয়েতে খরচ লেগেছে ১০ রুপির কম।’
বিবাহ বিচ্ছেদের পরও রীনা দত্তের সঙ্গে আমির খান খুব সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন। তবে এই বিচ্ছেদ কতটা বেদনাদায়ক ছিল তা স্বীকার করতেও পিছপা হননি আমির। ভারতের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’ এর সিজন ৬-এর একটি পর্বে সেই সমস্ত মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন তিনি। তাঁর কথায়, ‘রীনা এবং আমি দীর্ঘ ১৬ বছর ধরে বিবাহিত জীবন কাটিয়েছিলাম। যখন আমরা আলাদা হয়ে যাই, তখন এটা আমাদের এবং আমাদের পরিবারের জন্য বেদনাদায়ক ছিল। আমরা যতটা সম্ভব পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছি। রীনা এবং আমি আমাদের বিচ্ছেদের পরেও একে অপরের প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা হারাইনি।’
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি থেকে রাজস্থানের উদয়পুরে ইরা-নূপুরের তিন দিনের জমকালো বিয়ের উৎসব চলছে। আজ আনুষ্ঠানিকে বিয়ের পর আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ে বসবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গ্র্যান্ড রিসেপশনের অতিথিদের তালিকায় আছেন—সালমান খান, শাহরুখ খান, অজয় দেবগন, অমিতাভ বচ্চন, করণ জোহর, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকর, জুহি চাওলার মতো বড় তারকা।
আর কয়েকদিন পরেই বিয়ের এক বছর পূর্তি হবে পরম-পিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন তাঁরা। আলাপ করেছেন প্রাক্তনদের নিয়েও।
৮ ঘণ্টা আগেমারা গেছেন চলচ্চিত্র চিত্রপরিচালক শাহ আলম মণ্ডল। আজ শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
৮ ঘণ্টা আগেবিকেলের মধ্যেই কনসার্টস্থলে জমায়েত হন লাখো মানুষ। ভিড় ঠেকাতে হিমশিম অবস্থা আয়োজকদের। অনুষ্ঠানের শেষদিকে নগর বাউলের পারফর্ম করার কথা থাকলেও, ভিড় সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই জেমসকে মঞ্চে আনা হয়।
১২ ঘণ্টা আগেপ্রায় চার দশক পর আবারও মিঠুনের সঙ্গে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেত্রীকে। নির্মাতা মানস মুকুল পাল তাঁর পরবর্তী সিনেমায় মিঠুনের বিপরীতে আফসানা মিমির কথা ভাবছেন।
১৪ ঘণ্টা আগে