বিনোদন ডেস্ক
এবার থ্রিলার ঘরানার ছবি দর্শকদের উপহার দিতে চলেছে বলিউড পরিচালক আর বালকি। ‘প্যাডম্যান’, ‘পা’, ‘চিনি কম’ খ্যাত পরিচালক এই প্রথম কোনও থ্রিলার ছবি তৈরি করছেন। ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন সানি দেওল, পূজা ভাট, দুলকার সালমান, শ্রেয়া ধন্বন্তরি।
মুক্তি পেয়েছে ছবি ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’ র মোশন পোস্টার। ছবির পরিচালনা করছেন আর বালকি। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার ‘চুপ’-এর মোশন পোস্টার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
পরিচালক-লেখক আর বালকি নিজেই তাঁর এই ছবির কথা ঘোষণা করেছেন। ২০২২ সালের প্রথম দিকেই পর্দায় মুক্তি পাবে এই ছবি। থ্রিলার ঘরানার ছবিতে প্রথমবার কাজ করতে পেরে উৎসাহিত পরিচালক নিজেও। চারজন প্রধান চরিত্রকে ঘিরে তৈরি হবে এই ছবি। বর্তমানে মুম্বাইতে চলছে ছবির শুটিং। কিছুদিন আগে শুটিং স্পট থেকে দুলকার এবং আর বালকির ছবি ভাইরাল হয়েছিল।
‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত শ্রেয়া ধন্বন্তরি ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন। ২০১৯ সালে ইমরান হাশমির বিপরীতে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়। ‘স্ক্যাম ১৯৯২’ সিরিজে সুচেতা দালালের চরিত্রে দর্শকের দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই ছবিতে দুলকারের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শ্রেয়াকে।
এদিকে অনেক বছর পর পূর্ণদৈর্ঘ্য ছবিতে দেখা যাবে পূজা ভাটকে। সর্বশেষ ওটিটিতে ‘বম্বে বেগমস’ সিরিজে দেখা গিয়েছিল তাঁকে।
এবার থ্রিলার ঘরানার ছবি দর্শকদের উপহার দিতে চলেছে বলিউড পরিচালক আর বালকি। ‘প্যাডম্যান’, ‘পা’, ‘চিনি কম’ খ্যাত পরিচালক এই প্রথম কোনও থ্রিলার ছবি তৈরি করছেন। ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন সানি দেওল, পূজা ভাট, দুলকার সালমান, শ্রেয়া ধন্বন্তরি।
মুক্তি পেয়েছে ছবি ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’ র মোশন পোস্টার। ছবির পরিচালনা করছেন আর বালকি। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার ‘চুপ’-এর মোশন পোস্টার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
পরিচালক-লেখক আর বালকি নিজেই তাঁর এই ছবির কথা ঘোষণা করেছেন। ২০২২ সালের প্রথম দিকেই পর্দায় মুক্তি পাবে এই ছবি। থ্রিলার ঘরানার ছবিতে প্রথমবার কাজ করতে পেরে উৎসাহিত পরিচালক নিজেও। চারজন প্রধান চরিত্রকে ঘিরে তৈরি হবে এই ছবি। বর্তমানে মুম্বাইতে চলছে ছবির শুটিং। কিছুদিন আগে শুটিং স্পট থেকে দুলকার এবং আর বালকির ছবি ভাইরাল হয়েছিল।
‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত শ্রেয়া ধন্বন্তরি ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন। ২০১৯ সালে ইমরান হাশমির বিপরীতে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়। ‘স্ক্যাম ১৯৯২’ সিরিজে সুচেতা দালালের চরিত্রে দর্শকের দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই ছবিতে দুলকারের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শ্রেয়াকে।
এদিকে অনেক বছর পর পূর্ণদৈর্ঘ্য ছবিতে দেখা যাবে পূজা ভাটকে। সর্বশেষ ওটিটিতে ‘বম্বে বেগমস’ সিরিজে দেখা গিয়েছিল তাঁকে।
ভারতীয় গায়ক অরিজিৎ সিং তাঁর সরলতা এবং বিনয়ী আচরণের জন্য পরিচিত। অনেকেই বলে থাকেন, বিখ্যাত এই গায়ক বস্তুবাদী দুনিয়ার ধারণায় বিশ্বাস করেন না। তিনি মিডিয়ার উন্মাদনা থেকে দূরে থাকতে পছন্দ করেন এবং সাদামাটা জীবনযাপন করেন।
৯ ঘণ্টা আগেএ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী শিমূল ইউসুফ। মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের জন্য মনোনীত হয়েছেন প্রাচ্যনাটের অভিনেতা জাহাঙ্গীর আলম।
১০ ঘণ্টা আগেপুষ্পার প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বের বাজেট যেমন বেশি, তেমনি বেশি জোর দেওয়া হয়েছে প্রচারেও। কিসিকের মুক্তি ঘিরেও ছিল বড় ইভেন্ট। তবে তাতে লাভ তেমন হলো না। ভক্তদের মন জয় করতে পারল না কিসিক।
১১ ঘণ্টা আগে২৫ নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। ১৮টি বিভাগে ২১টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তিনি।
১১ ঘণ্টা আগে