বিনোদন ডেস্ক
সংগীতপ্রেমিদের চোখ থাকে বিলবোর্ড টপচার্টে। বিভিন্ন বিভাগে প্রতি সপ্তাহ, মাস ও বছরের সেরা গানের তালিকা করে প্রতিষ্ঠানটি। এ তালিকায় জায়গা পেতে মুখিয়ে থাকেন শিল্পীরা। বিলবোর্ডের টপ লিস্ট দেখে শ্রোতারাও বুঝে যান, বিশ্বজুড়ে কোন গানগুলো রয়েছে মানুষের পছন্দের তালিকায়। বছরশেষে সেরা গান, শিল্পী ও প্রযোজকদের পুরস্কৃত করে বিলবোর্ড।
এগিয়ে আসছে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের এ বছরের আসর। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আয়োজনটি। তার আগে ২৫ নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। ১৮টি বিভাগে ২১টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়ন পেয়েছেন টেলর সুইফট (১৭টি)। এছাড়া, মরগান ওয়ালেন ১১টি ও সাবরিনা কার্পেন্টার পেয়েছেন ৯টি মনোনয়ন।
বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় প্রথমবারের মতো নাম উঠল সাবরিনা কার্পেন্টারের। প্রথমবার মনোনয়ন পাওয়া শিল্পীদের তালিকায় আরও আছেন টেডি সুইমস, টাইলা, বেনসন বুনে, শাবুজে ও চ্যাপেল রোয়ান।
বিলবোর্ডের আসরে ২০২৩ সালে প্রথম পুরস্কার পান জ্যাক ব্রায়ান। গত বছর ঘরে তুলেছিলেন টপ নিউ আর্টিস্ট, টপ রক আর্টিস্ট, টপ রক অ্যালবাম ও টপ রক সংয়ের পুরস্কার। এবার তিনি কয়টি পুরস্কার পান, সেটা দেখার অপেক্ষায় সবাই।
অন্যদিকে, গত এক দশক ধরে বিলবোর্ডের আসরে রাজত্ব করছেন টেলর সুইফট। বিভিন্ন বিভাগে এ পর্যন্ত ৩৯টি পুরস্কার পেয়েছেন তিনি। সুইফটের এ বছর প্রকাশিত অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রায় প্রতিটি অ্যাওয়ার্ড শোতে রাজত্ব করেছে। সুইফটভক্তদের আশা, বিলবোর্ডের আসরেও সে সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে তাঁর।
সংগীতপ্রেমিদের চোখ থাকে বিলবোর্ড টপচার্টে। বিভিন্ন বিভাগে প্রতি সপ্তাহ, মাস ও বছরের সেরা গানের তালিকা করে প্রতিষ্ঠানটি। এ তালিকায় জায়গা পেতে মুখিয়ে থাকেন শিল্পীরা। বিলবোর্ডের টপ লিস্ট দেখে শ্রোতারাও বুঝে যান, বিশ্বজুড়ে কোন গানগুলো রয়েছে মানুষের পছন্দের তালিকায়। বছরশেষে সেরা গান, শিল্পী ও প্রযোজকদের পুরস্কৃত করে বিলবোর্ড।
এগিয়ে আসছে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের এ বছরের আসর। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আয়োজনটি। তার আগে ২৫ নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। ১৮টি বিভাগে ২১টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়ন পেয়েছেন টেলর সুইফট (১৭টি)। এছাড়া, মরগান ওয়ালেন ১১টি ও সাবরিনা কার্পেন্টার পেয়েছেন ৯টি মনোনয়ন।
বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় প্রথমবারের মতো নাম উঠল সাবরিনা কার্পেন্টারের। প্রথমবার মনোনয়ন পাওয়া শিল্পীদের তালিকায় আরও আছেন টেডি সুইমস, টাইলা, বেনসন বুনে, শাবুজে ও চ্যাপেল রোয়ান।
বিলবোর্ডের আসরে ২০২৩ সালে প্রথম পুরস্কার পান জ্যাক ব্রায়ান। গত বছর ঘরে তুলেছিলেন টপ নিউ আর্টিস্ট, টপ রক আর্টিস্ট, টপ রক অ্যালবাম ও টপ রক সংয়ের পুরস্কার। এবার তিনি কয়টি পুরস্কার পান, সেটা দেখার অপেক্ষায় সবাই।
অন্যদিকে, গত এক দশক ধরে বিলবোর্ডের আসরে রাজত্ব করছেন টেলর সুইফট। বিভিন্ন বিভাগে এ পর্যন্ত ৩৯টি পুরস্কার পেয়েছেন তিনি। সুইফটের এ বছর প্রকাশিত অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রায় প্রতিটি অ্যাওয়ার্ড শোতে রাজত্ব করেছে। সুইফটভক্তদের আশা, বিলবোর্ডের আসরেও সে সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে তাঁর।
এবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
৪ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
৬ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
৬ ঘণ্টা আগেরাজধানীর ছয়টি অডিটরিয়ামে ১১ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৬ ঘণ্টা আগে