জন্মদিনে আনুশকার ১০ ফ্যাশন লুক

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২২, ১৬: ১২

অভিনয়, প্রযোজনা, সংসার সমানতালে সামলে চলেছেন জনপ্রিয় বলিউড তারকা আনুশকা শর্মা। সহকর্মী থেকে ভক্ত-অনুরাগীদের মনে স্বাভাবিক ভাবেই কৌতূহল, এত দায়িত্ব সামলেও কীভাবে সব সময় নিজেকে চনমনে রাখেন আনুশকা? অভিনয়ের পাশাপাশি আনুশকার ফ্যাশন সচেতনতায়ও মুগ্ধ ভক্তরা। বিয়েতে চিরাচরিত লাল শাড়ির বদলে হালকা গোলাপি লেহেঙ্গায় স্নিগ্ধতা ছড়ানো কিংবা আপকামিং ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমায় ক্রিকেটার ঝুলন গোস্বামীর ভূমিকায় সবখানেই ফিট আনুশকা। তাইতো ইনস্টাগ্রামে ছবি আপলোড করতেই প্রশংসায় ভাসেন এই বলিউড ডিভা। আজ ৩৪ তম জন্মদিনে আনুশকা শর্মার সেরা ফ্যাশন মুহূর্তগুলো ফিরে দেখা যাক—

সব্যসাচীর ডিজাইনে মিন্ট গ্রিন ফ্লোরাল প্রিন্ট শাড়ি আর বড় কানের দুলে আনুশকার এই সাজ মুগ্ধ করেছে ভক্তদের। 

দিওয়ালিতে চাপা সাদা আনারকলিতে স্নিগ্ধ আনুশকা। 

প্রেগনেন্সি ফটোশুটেও স্নিগ্ধতা ছড়ান। 

কালো প্যান্ট ও ক্রপ টপে আকর্ষণীয় আনুশকা। 

ডাইস কায়েক থ্রি-পিস স্যুটের এই ছবি প্রমাণ করেন যে আনুশকা কতটা ফ্যাশন সচেতন। 

ট্রাভেল লুকেও ভিন্নতা। অন্য সবার মতো ট্রাভেল মানে লাল লিপস্টিক আর কালো সানগ্লাসে বিশ্বাসী নন আনুশকা। 

গুচির থ্রি-পিস স্যুটের সঙ্গে কানে সোনালি ইয়ার কাফে এলিগ্যান্ট লুকে আনুশকা। 

আনুশকার শীতকালীন লুকও নজর কাড়া। 

এক কাঁধ খোলা মেরুন পোশাকের সঙ্গে ছোট চুলে স্টাইল আইকন আনুশকা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত