বিনোদন ডেস্ক
মারা গেছেন ভারতের প্রবীণ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী উত্তরা বাওকার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে দীর্ঘদিন অসুস্থতার পর গত মঙ্গলবার ভারতের পুনের একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে তিনি মারা যান।
অধ্যাপকের স্ত্রী চরিত্রে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের সিনেমা ‘একদিন অচানক’-এ অসাধারণ অভিনয় করেছিলেন উত্তরা বাওকার। সিনেমাটির জন্য তিনি সেরা সহ অভিনেত্রী ক্যাটাগরিতে ১৯৮৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। তিনি ১৯৮৭ সালে গোবিন্দ নিহালানি পরিচালিত ‘তামাস’ এবং ১৯৯১ সালে ‘রুকমাবতী কি হাভেলি’–তে অসাধারণ অভিনয় তাঁর দর্শকপ্রিয়তা এনে দেয়।
সিনেমার বাইরে তিনি ছিলেন ভারতের মঞ্চ অভিনেতাদের মধ্য সবচেয়ে জনপ্রিয়দের একজন। তিনি ভারতীয় কিংবদন্তি নাট্যকার ইব্রাহিম আলকাজীর অধীনে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘মুখ্যমন্ত্রী’, ‘মেনা গুরজারি’, ‘ওথেলো’, ‘তুঘলক’, এবং ‘উমরাও জান’ ইত্যাদি। ১৯৭৮ সালে তিনি কুসুম কুমারের হিন্দি অনুবাদে জয়বন্ত দলবির নাটক ‘সন্ধ্যা ছায়া’ পরিচালনাও করেছিলেন।
১৯৮৪ সালে তিনি হিন্দি থিয়েটারে অভিনয়ের জন্য ভারতের জাতীয় একাডেমি পুরস্কার অর্জন করেছিলেন। তিনি সদাশিব আম্রপুরকর ও রেণুকা দফতরদারের সঙ্গে দোঘি (১৯৯৫) এবং সোনালি কুলকার্নির সঙ্গে উত্তরায়ণ (২০০৫), শেওরি (২০০৬) এবং রেস্তোরাঁ (২০০৬) এর মতো মারাঠি সিনেমাতেও অভিনয় করেছিলেন।
এ ছাড়া তিনি ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘এক্স জোন’, ‘রিশতে কোরা কাগজ’, ‘নজরানা’, ‘জাসি জাইসি কোই নাহিন’, ‘কাশমাকাশ জিন্দেগি কি’ এবং ‘জব লাভ হুয়া’–এর মতো জনপ্রিয় টেলিভিশন শোতে অভিনয় করেছিলেন।
মারা গেছেন ভারতের প্রবীণ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী উত্তরা বাওকার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে দীর্ঘদিন অসুস্থতার পর গত মঙ্গলবার ভারতের পুনের একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে তিনি মারা যান।
অধ্যাপকের স্ত্রী চরিত্রে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের সিনেমা ‘একদিন অচানক’-এ অসাধারণ অভিনয় করেছিলেন উত্তরা বাওকার। সিনেমাটির জন্য তিনি সেরা সহ অভিনেত্রী ক্যাটাগরিতে ১৯৮৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। তিনি ১৯৮৭ সালে গোবিন্দ নিহালানি পরিচালিত ‘তামাস’ এবং ১৯৯১ সালে ‘রুকমাবতী কি হাভেলি’–তে অসাধারণ অভিনয় তাঁর দর্শকপ্রিয়তা এনে দেয়।
সিনেমার বাইরে তিনি ছিলেন ভারতের মঞ্চ অভিনেতাদের মধ্য সবচেয়ে জনপ্রিয়দের একজন। তিনি ভারতীয় কিংবদন্তি নাট্যকার ইব্রাহিম আলকাজীর অধীনে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘মুখ্যমন্ত্রী’, ‘মেনা গুরজারি’, ‘ওথেলো’, ‘তুঘলক’, এবং ‘উমরাও জান’ ইত্যাদি। ১৯৭৮ সালে তিনি কুসুম কুমারের হিন্দি অনুবাদে জয়বন্ত দলবির নাটক ‘সন্ধ্যা ছায়া’ পরিচালনাও করেছিলেন।
১৯৮৪ সালে তিনি হিন্দি থিয়েটারে অভিনয়ের জন্য ভারতের জাতীয় একাডেমি পুরস্কার অর্জন করেছিলেন। তিনি সদাশিব আম্রপুরকর ও রেণুকা দফতরদারের সঙ্গে দোঘি (১৯৯৫) এবং সোনালি কুলকার্নির সঙ্গে উত্তরায়ণ (২০০৫), শেওরি (২০০৬) এবং রেস্তোরাঁ (২০০৬) এর মতো মারাঠি সিনেমাতেও অভিনয় করেছিলেন।
এ ছাড়া তিনি ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘এক্স জোন’, ‘রিশতে কোরা কাগজ’, ‘নজরানা’, ‘জাসি জাইসি কোই নাহিন’, ‘কাশমাকাশ জিন্দেগি কি’ এবং ‘জব লাভ হুয়া’–এর মতো জনপ্রিয় টেলিভিশন শোতে অভিনয় করেছিলেন।
বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
২০ মিনিট আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৪৩ মিনিট আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৬ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৭ ঘণ্টা আগে