বিনোদন ডেস্ক
বাবা দিবসের দিন সবচেয়ে বড় উপহার পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল প্রকাশ্যে এসেছে শাহরুখকন্যা সুহানা খানের আসন্ন বলিউড সিনেমা ‘দ্য আর্চিস’-এর ট্রেলার। আর একজন গর্বিত বাবা হিসেবে শাহরুখ তা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ট্রেলারটি টুইটারে শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘বাবা দিবসের দিন আমার শিশুর জন্য শুভকামনা। সব শিশুদের এবং টাইগার বেবি দ্য আর্চিস-এর জন্য শুভকামনা।’
শাহরুখের এই টুইট মন কেড়েছে তাঁর অনুরাগীদের। জবাবে শাহরুখকে ‘বাবা দিবসের’ শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্তরা। একজন লিখেছেন, ‘তুমি তোমার সন্তানদের সবচেয়ে বড় সমর্থক। তুমি যেভাবে সুহানা আর আরিয়ানদের পাশে থাকো, ওদের প্রশংসা করো, তা সত্যিই প্রশংসার যোগ্য। এটা অনেক বাবা-মায়েরই শেখা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘আমাদের বেবি সুহানা এখন হেরোইন। দারুণ অনুভূতি এটা। আপনার জন্য এটাই হয়তো ফাদার্স ডে-র সেরা উপহার।’
কয়েক দিন আগে মেবিলিন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছিলেন সুহানা, আর তখন শাহরুখ সামাজিক যোগাযোগমাধ্যমে সুহানাকে নিয়ে লিখেছিলেন, ‘মেবিলিনের জন্য অনেক অভিনন্দন আমার বাচ্চা। কী সুন্দর পোশাক, কী সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করলে তুমি। এর জন্য যদি আমাকেও কিছু কৃতিত্ব দেওয়া হয়, এত সুন্দরভাবে তোমাকে বড় করার জন্য! লাল পোশাকে অনেক সুন্দর লাগছে আমার ছোট্ট সোনা মা, অনেক ভালোবাসা।’
দ্য আর্চিস তৈরি হয়েছে জনপ্রিয় মার্কিন কমিকসের ওপর ভিত্তি করে। আমেরিকার রিভারডেল হাইস্কুলে পড়ুয়া বেটি কুপার, ভেরোনিকা ও আর্চিকে কেন্দ্র করে গল্প। সারাক্ষণ গান নিয়ে মেতে থাকা আর্চি ভালোবাসে তার সহপাঠী ভেরোনিকাকে। আবার বড়লোক ঘরের সুন্দরী মেয়ে বেটির প্রতিও তার আকর্ষণ আছে। চল্লিশের দশকে এই ত্রয়ীর ত্রিভুজ প্রেমের গল্প আর বন্ধুত্বে বুঁদ ছিল সারা বিশ্বের কমিকপ্রেমীরা।
মার্কিন কমিক থেকে অনুপ্রাণিত হলেও গল্পটি ষাটের দশকের ভারতের প্রেক্ষাপটে সাজিয়েছেন নির্মাতা জোয়া আখতার। প্রধান চরিত্র আর্চির চরিত্রে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা, বেটি কুপার চরিত্রে খুশি কাপুর আর ভেরোনিকা হয়েছেন সুহানা খান।
বাবা দিবসের দিন সবচেয়ে বড় উপহার পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল প্রকাশ্যে এসেছে শাহরুখকন্যা সুহানা খানের আসন্ন বলিউড সিনেমা ‘দ্য আর্চিস’-এর ট্রেলার। আর একজন গর্বিত বাবা হিসেবে শাহরুখ তা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ট্রেলারটি টুইটারে শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘বাবা দিবসের দিন আমার শিশুর জন্য শুভকামনা। সব শিশুদের এবং টাইগার বেবি দ্য আর্চিস-এর জন্য শুভকামনা।’
শাহরুখের এই টুইট মন কেড়েছে তাঁর অনুরাগীদের। জবাবে শাহরুখকে ‘বাবা দিবসের’ শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্তরা। একজন লিখেছেন, ‘তুমি তোমার সন্তানদের সবচেয়ে বড় সমর্থক। তুমি যেভাবে সুহানা আর আরিয়ানদের পাশে থাকো, ওদের প্রশংসা করো, তা সত্যিই প্রশংসার যোগ্য। এটা অনেক বাবা-মায়েরই শেখা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘আমাদের বেবি সুহানা এখন হেরোইন। দারুণ অনুভূতি এটা। আপনার জন্য এটাই হয়তো ফাদার্স ডে-র সেরা উপহার।’
কয়েক দিন আগে মেবিলিন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছিলেন সুহানা, আর তখন শাহরুখ সামাজিক যোগাযোগমাধ্যমে সুহানাকে নিয়ে লিখেছিলেন, ‘মেবিলিনের জন্য অনেক অভিনন্দন আমার বাচ্চা। কী সুন্দর পোশাক, কী সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করলে তুমি। এর জন্য যদি আমাকেও কিছু কৃতিত্ব দেওয়া হয়, এত সুন্দরভাবে তোমাকে বড় করার জন্য! লাল পোশাকে অনেক সুন্দর লাগছে আমার ছোট্ট সোনা মা, অনেক ভালোবাসা।’
দ্য আর্চিস তৈরি হয়েছে জনপ্রিয় মার্কিন কমিকসের ওপর ভিত্তি করে। আমেরিকার রিভারডেল হাইস্কুলে পড়ুয়া বেটি কুপার, ভেরোনিকা ও আর্চিকে কেন্দ্র করে গল্প। সারাক্ষণ গান নিয়ে মেতে থাকা আর্চি ভালোবাসে তার সহপাঠী ভেরোনিকাকে। আবার বড়লোক ঘরের সুন্দরী মেয়ে বেটির প্রতিও তার আকর্ষণ আছে। চল্লিশের দশকে এই ত্রয়ীর ত্রিভুজ প্রেমের গল্প আর বন্ধুত্বে বুঁদ ছিল সারা বিশ্বের কমিকপ্রেমীরা।
মার্কিন কমিক থেকে অনুপ্রাণিত হলেও গল্পটি ষাটের দশকের ভারতের প্রেক্ষাপটে সাজিয়েছেন নির্মাতা জোয়া আখতার। প্রধান চরিত্র আর্চির চরিত্রে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা, বেটি কুপার চরিত্রে খুশি কাপুর আর ভেরোনিকা হয়েছেন সুহানা খান।
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১১ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
২০ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
২১ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
২১ ঘণ্টা আগে