প্রতারণা ছেড়ে বাবলি এবার ফ্যাশন ডিজাইনার

বিনোদন ডেস্ক
Thumbnail image

ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করে রানী মুখার্জি মনে করেন, এখনো অনেক পথচলা বাকি তাঁর। শেখা বাকি অনেক কিছুই। ‘রাজা কি আয়েগি বারাত’ ছবি দিয়ে ১৯৯৬ সালে বলিউডে যাত্রা শুরু করেছিলেন রানী। মেয়ে আদিরার জন্মের পর বিরতি নিয়েছিলেন। ‘হিচকি’ ছবির মাধ্যমে ফেরেন ২০১৮ সালে।

রানী জানিয়েছেন, এখনো নতুন ধরনের কাজ করার প্রেরণা তিনি ভক্তদের কাছ থেকেই পান। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রানী বলেন, ‘এত বছরে আমার পাওয়া সবচেয়ে বড় শিক্ষা হলো, শেখা থামালে চলবে না। বিবাহিত ও এক সন্তানের মা হয়ে যাওয়া নায়িকাকে আমাদের সমাজে এখনো সহজে মেনে নেওয়া হয় না। কিন্তু এত বছর পরেও যে আমি ছবি করতে পারছি, তার জন্য দর্শকের কাছে কৃতজ্ঞ। আর এমন ছবিই করছি, যেগুলো প্রাসঙ্গিক।’

‘বান্টি অওর বাবলি ২’ ছবির দৃশ্য‘মর্দানি’ সিরিজ়ের সাফল্যের পরে যশ রাজ ফিল্মসের ব্যানারে রানীর পরবর্তী ছবি ‘বান্টি অওর বাবলি ২’। বাবলি ওরফে রানী মুখার্জি একই আছেন, বদলে গেছে বান্টি। সিক্যুয়ালে অভিষেক বচ্চনের জায়গায় দেখা যাবে সাইফ আলি খানকে। ১২ বছর পর একসঙ্গে কাজ করছেন সাইফ-রানী। সাইফ-রানীর কমেডি এর আগেও দেখেছেন দর্শক। পছন্দও করেছেন এই জুটিকে। আগামী ১৯ নভেম্বর ছবির নতুন সিক্যুয়েল মুক্তি পাওয়ার কথা।

‘বান্টি অওর বাবলি ২’ ছবির দৃশ্যএক সাক্ষাৎকারে অভিনেত্রী রানী জানিয়েছেন, ছবিতে তাঁর চরিত্রের নাম ভিম্মি ওরফে বাবলি। মানুষকে প্রতারণার কাজ ছেড়ে এখন সে ফ্যাশন ডিজাইনার। নায়িকার কথায়, তাঁর চরিত্রটি সব সময়েই ‘সেন্টার অব অ্যাট্রাকশন’ হতে চায়। অর্থাৎ সবাই সব সময় তাকেই নজরে রাখবে, এমনটাই ইচ্ছা তার। সেভাবেই ফ্যাশন ডিজাইনার চরিত্রটি তৈরি করা হয়েছে বলে জানান অভিনেত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত