বিনোদন ডেস্ক
দীর্ঘ ২২ বছর পর পর্দায় ‘তারা সিং’ হয়ে ফিরছেন সানি দেওল। ভারতে সিনেমাটি ঘিরে উন্মাদনা চরমে। আগাম টিকিট বুকিং তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। বলিউডের বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল জানিয়েছেন, সিঙ্গেল স্ক্রিনে শাহরুখের ‘পাঠান’-এর আগাম বুকিংয়ের পরিমাণকে ছাড়িয়ে গেছে ‘গদর ২’। তার মতে, বহু বছর সিঙ্গেল স্ক্রিনে এমন আগাম টিকিট বিক্রি চোখে পড়েনি।
চলতি সপ্তাহের শুরুতেই সিনেমার আগাম টিকিট বুকিং শুরু হয়। আর সেই কালেকশনের পরিমাণ অবাক করছে বলিউড বাণিজ্য বিশ্লেষকদের। শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’কে শুরুতেই এত দ্রুত ছাড়িয়ে গেল ‘গদর ২’।
সিনেমাটি পর্দায় দেখতে দর্শক কতটা উদ্গ্রীব, তার আঁচ মিলছে ছবির অ্যাডভান্স টিকিট বুকিংয়ে নজর রাখলে। বলিউডের আরেক বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ জানিয়েছেন, ‘মাল্টিপ্লেক্সগুলোতে ইতিমধ্যেই ‘গদর ২’-এর প্রথম দিনের ১ লাখ ৫ হাজার ৩০০টি টিকিট বিক্রি হয়ে গেছে, যার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে পিভিআর (৪৫,২০০), এরপর রয়েছে আইনক্স (৩৬,১০০) ও সিনেপলিস (২৪,০০০)।’ এই হিসাব যদিও শুধু ফার্স্ট ডে-র অ্যাডভান্স বুকিংয়ের।
প্রসঙ্গত, আগামী ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর-২’। ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও অমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
দীর্ঘ ২২ বছর পর পর্দায় ‘তারা সিং’ হয়ে ফিরছেন সানি দেওল। ভারতে সিনেমাটি ঘিরে উন্মাদনা চরমে। আগাম টিকিট বুকিং তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। বলিউডের বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল জানিয়েছেন, সিঙ্গেল স্ক্রিনে শাহরুখের ‘পাঠান’-এর আগাম বুকিংয়ের পরিমাণকে ছাড়িয়ে গেছে ‘গদর ২’। তার মতে, বহু বছর সিঙ্গেল স্ক্রিনে এমন আগাম টিকিট বিক্রি চোখে পড়েনি।
চলতি সপ্তাহের শুরুতেই সিনেমার আগাম টিকিট বুকিং শুরু হয়। আর সেই কালেকশনের পরিমাণ অবাক করছে বলিউড বাণিজ্য বিশ্লেষকদের। শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’কে শুরুতেই এত দ্রুত ছাড়িয়ে গেল ‘গদর ২’।
সিনেমাটি পর্দায় দেখতে দর্শক কতটা উদ্গ্রীব, তার আঁচ মিলছে ছবির অ্যাডভান্স টিকিট বুকিংয়ে নজর রাখলে। বলিউডের আরেক বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ জানিয়েছেন, ‘মাল্টিপ্লেক্সগুলোতে ইতিমধ্যেই ‘গদর ২’-এর প্রথম দিনের ১ লাখ ৫ হাজার ৩০০টি টিকিট বিক্রি হয়ে গেছে, যার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে পিভিআর (৪৫,২০০), এরপর রয়েছে আইনক্স (৩৬,১০০) ও সিনেপলিস (২৪,০০০)।’ এই হিসাব যদিও শুধু ফার্স্ট ডে-র অ্যাডভান্স বুকিংয়ের।
প্রসঙ্গত, আগামী ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর-২’। ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও অমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনো বা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
২ ঘণ্টা আগে১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৬ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৮ ঘণ্টা আগে