বিশাল কুড়ি, ঢাকা
বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা খুব সহজেই চরিত্রের ভেতরে প্রবেশ করে তাক লাগাতে পারেন দর্শকদের। সে কারণেই তাঁর সিনেমা নিয়ে দর্শকদের প্রবল আগ্রহ। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল অভিনেতার ‘ড্রিম গার্ল’ সিনেমা। সিনেমায় নারীকণ্ঠে কথা বলে সেবার ভক্তদের অবাক করে দিয়েছিলেন তিনি। এবার শুধু নারীর কণ্ঠে নয়, হুবহু নারী সেজেই ধরা দিলেন সিনেমার পর্দায়। সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে আয়ুষ্মানের ‘ড্রিম গার্ল-২’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটির আয় (১০.৬৯ কোটি রুপি) ভেঙেছে আয়ুষ্মানের ক্যারিয়ারের আগের সব রেকর্ড।
আয়ুষ্মান খুরানা সাধারণত সমাজ সচেতনতামূলক ভিন্ন আমেজের সিনেমায় কাজ করেন। ভার্সেটাইল এই অভিনেতার সিনেমায় হাতেখড়ি হয়েছিল ‘ভিকি ডোনার’ দিয়ে। এরপর ‘আন্ধাধুন’, ‘বাধাই হো’, ‘আর্টিকেল ফিফটিন’, ‘বালা’ সিনেমায় ভিন্ন ভিন্ন রূপে আয়ুষ্মানের অভিনয় দর্শকের মন জয় করে নেয়। তবে গত বছর মুক্তি পাওয়া ‘অনেক’, ‘ডক্টর জি’, ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমাগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে এবার সতর্কতার সঙ্গেই পা ফেলছেন অভিনেতা।
‘ড্রিম গার্ল-২’-এর ট্রেলার মুক্তির পরই নারী চরিত্রে আয়ুষ্মানকে দেখে আলোচনা শুরু হয় ভক্তমহলে। নারী চরিত্রে অভিনেতাকে দেখতে মুক্তির দিনই হলে ছুটেছেন ভক্তরা। প্রথম দিনের চেয়ে মুক্তির দ্বিতীয় দিনে সিনেমার আয় বেড়ে দাঁড়ায় ১৪ কোটি রুপি। তৃতীয় দিনে আয় করে ১৬ কোটি রুপি। গতকাল পর্যন্ত সিনেমাটির মোট আয় ৪৬ দশমিক ১৩ কোটি রুপি।
সিনেমার সাফল্যে আয়ুষ্মান বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং দিয়েছে ড্রিম গার্ল-২। এই ফ্র্যাঞ্চাইজি প্রথম থেকেই আমাকে ভালোবাসা এনে দিয়েছে। একজন অভিনেতা হিসেবে, দর্শকদের প্রেক্ষাগৃহে নিয়ে আসা এবং তাদের সময়গুলো আনন্দে ভরিয়ে তোলা, উপভোগ্য করে তোলার চেয়ে বড় কিছুই নেই।’
রাজ শান্দিল্যের পরিচালনায় সিনেমাটিতে আয়ুষ্মানের বিপরীতে রয়েছেন অনন্যা পান্ডে। আয়ুষ্মানের বাবার ভূমিকায় আন্নু কাপুর। আরও অভিনয় করেছেন রাজপাল যাদব, আসরানি, সীমা পাহওয়া, মনোজ জোশি, পরেশ রাওয়াল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা খুব সহজেই চরিত্রের ভেতরে প্রবেশ করে তাক লাগাতে পারেন দর্শকদের। সে কারণেই তাঁর সিনেমা নিয়ে দর্শকদের প্রবল আগ্রহ। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল অভিনেতার ‘ড্রিম গার্ল’ সিনেমা। সিনেমায় নারীকণ্ঠে কথা বলে সেবার ভক্তদের অবাক করে দিয়েছিলেন তিনি। এবার শুধু নারীর কণ্ঠে নয়, হুবহু নারী সেজেই ধরা দিলেন সিনেমার পর্দায়। সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে আয়ুষ্মানের ‘ড্রিম গার্ল-২’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটির আয় (১০.৬৯ কোটি রুপি) ভেঙেছে আয়ুষ্মানের ক্যারিয়ারের আগের সব রেকর্ড।
আয়ুষ্মান খুরানা সাধারণত সমাজ সচেতনতামূলক ভিন্ন আমেজের সিনেমায় কাজ করেন। ভার্সেটাইল এই অভিনেতার সিনেমায় হাতেখড়ি হয়েছিল ‘ভিকি ডোনার’ দিয়ে। এরপর ‘আন্ধাধুন’, ‘বাধাই হো’, ‘আর্টিকেল ফিফটিন’, ‘বালা’ সিনেমায় ভিন্ন ভিন্ন রূপে আয়ুষ্মানের অভিনয় দর্শকের মন জয় করে নেয়। তবে গত বছর মুক্তি পাওয়া ‘অনেক’, ‘ডক্টর জি’, ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমাগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে এবার সতর্কতার সঙ্গেই পা ফেলছেন অভিনেতা।
‘ড্রিম গার্ল-২’-এর ট্রেলার মুক্তির পরই নারী চরিত্রে আয়ুষ্মানকে দেখে আলোচনা শুরু হয় ভক্তমহলে। নারী চরিত্রে অভিনেতাকে দেখতে মুক্তির দিনই হলে ছুটেছেন ভক্তরা। প্রথম দিনের চেয়ে মুক্তির দ্বিতীয় দিনে সিনেমার আয় বেড়ে দাঁড়ায় ১৪ কোটি রুপি। তৃতীয় দিনে আয় করে ১৬ কোটি রুপি। গতকাল পর্যন্ত সিনেমাটির মোট আয় ৪৬ দশমিক ১৩ কোটি রুপি।
সিনেমার সাফল্যে আয়ুষ্মান বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং দিয়েছে ড্রিম গার্ল-২। এই ফ্র্যাঞ্চাইজি প্রথম থেকেই আমাকে ভালোবাসা এনে দিয়েছে। একজন অভিনেতা হিসেবে, দর্শকদের প্রেক্ষাগৃহে নিয়ে আসা এবং তাদের সময়গুলো আনন্দে ভরিয়ে তোলা, উপভোগ্য করে তোলার চেয়ে বড় কিছুই নেই।’
রাজ শান্দিল্যের পরিচালনায় সিনেমাটিতে আয়ুষ্মানের বিপরীতে রয়েছেন অনন্যা পান্ডে। আয়ুষ্মানের বাবার ভূমিকায় আন্নু কাপুর। আরও অভিনয় করেছেন রাজপাল যাদব, আসরানি, সীমা পাহওয়া, মনোজ জোশি, পরেশ রাওয়াল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
৭ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
১০ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
১২ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
১৩ ঘণ্টা আগে