ইন্সপেক্টর শিবানী শিবাজি রায়ের চরিত্রে আবারও ফিরছেন রানী মুখার্জি

বিনোদন ডেস্ক
Thumbnail image

‘মারদানি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। ভারতীয় সংবাদমাধ্যম টাইসম অব ইন্ডিয়া জানিয়েছে, ইতিমধ্যে এর চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন পরিচালক গোপী পুত্ররণ। রানির স্বামী ও চলচ্চিত্র প্রযোজক আদিত্য চোপড়া থেকেও পেয়েছেন সম্মতি।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আরও একবার রানিকে দেখা যাবে ইন্সপেক্টর শিবানী শিবাজি রায়ের ভূমিকায়। তবে রানী ছাড়া এখন পর্যন্ত অন্যান্য কাস্ট চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, আগামী বছর শুরু হতে পারে সিনেমার শুটিং।

ফিল্ম কম্প্যানিয়নের অনুপমা চোপড়ার সঙ্গে এক সাক্ষাৎকারে রানী মুখার্জি জানিয়েছিলেন, তিনি শিবানীর চরিত্রে আবারও অভিনয় করতে চান। অভিনেত্রীর কথায়, ‘আমি যখন ‘‘মারদানি ২’’ করি, তখন আমি বেশ নার্ভাস ছিলাম, কারণ আমি এর আগে কখনো সিক্যুয়েল করিনি। কারণ যখনই একটি চলচ্চিত্র শেষ হয় তখন আমি আমার চরিত্রগুলোকে পেছনে ফেলে দিই এবং তারপরে আমি জানি না যে আমি আবার সেই অংশটি পুনরায় প্রকাশ করতে পারব কিনা! ‘‘মারদানি ২’’ করে আমি অবাক হয়েছিলাম যে আমি অংশটি পুনরায় প্রকাশ করতে পেরেছি। তাই এখন আমি এটিকে আবার ‘‘মারদানি ৩’’ রূপে পুনরায় প্রকাশ করতে চাই।

উল্লেখ্য, যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ‘মারদানি’ মুক্তি পায় ২০১৪ সালে, যা বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শকপ্রিয়তাও অর্জন করে। এরপর ২০১৯ সালে ‘মারদানি ২’ আনেন রানী।

চলতি বছর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার মাধ্যমে পর্দায় ফেরেন রানী। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমা বক্স অফিস সাফল্যের পাশাপাশি জয় করেছে দর্শক ও সমালোচকদের মন। এতে রানির সঙ্গে আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, জিম সর্ব, নীনা গুপ্তা সহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত