বিনোদন প্রতিবেদক, ঢাকা
আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ খুলবে কি না, এখনো অনিশ্চিত। তাই মুক্তির অপেক্ষায় থাকা একগুচ্ছ নতুন ছবির কী গতি হবে, এখনই বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে যদি নতুন ছবি না–ও আসে, তবে আক্ষেপ করার কিছু নেই। কারণ টিভির পর্দায় হাজির থাকবেন শাকিব খান, নিরব, মাহিয়া মাহির মতো তারকারা।
শাকিব–মাহির ‘নবাব এলএলবি’ এখনো হলে মুক্তি পায়নি। গত মাসের শেষ দিকে ছবিটি দিয়ে মধুমিতা হল খোলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক জটিলতা কাটিয়ে মধুমিতা খুলতে পারেনি কর্তৃপক্ষ। তাই বড় পর্দার মুখ দেখা হয়নি ‘নবাব এলএলবি’র। যদিও ওটিটি প্ল্যাটফর্মে অনেকে আগেই দেখেছেন নবাবকে।
কিন্তু টিভিতে এই প্রথম হচ্ছে ‘নবাব এলএলবি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার। ঈদে দেখাবে চ্যানেল আই। তবে শুধু এটি নয়, আরও ছয়টি ছবি দেখাবে চ্যানেলটি, যেগুলোর কোনোটাই এর আগে টিভিতে আসেনি। ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে ছবিগুলো।
কাজী হায়াতের পরিচালনায় ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ প্রচারিত হবে ঈদের দিন। এতে অভিনয় করেছেন কাজী মারুফ, অরীন, রুবেল, পুষ্পিতা, অমিত হাসান, রেবেকা, ইলিয়াস কোবরা ও কাজী হায়াৎ। ‘নবাব এলএলবি’ দেখা যাবে এর পরদিনই। শাকিবের সঙ্গে ছবিতে আছেন দুই নায়িকা–মাহিয়া মাহি ও অর্পিতা স্পর্শিয়া।
গাজী রাকায়েতের ‘গোর’ দেখা যাবে ঈদের তৃতীয় দিন। এতে আছেন মৌসুমী হামিদ, দিলারা জামান, গাজী রাকায়েত, আশিউল ইসলাম, দীপান্বিতা মার্টিন ও সুষমা সরকার। গত ঈদের আলোচিত ছবি ‘কসাই’, এসেছিল ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। প্রেক্ষাগৃহের অপেক্ষা না করে ‘কসাই’ এবার টিভিতে। নিরব, রাশেদ মামুন অপু, প্রিয় মনি, এলিনা শাম্মীর এ ছবি দেখা যাবে ঈদের চতুর্থ দিন।
রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’–এর দেখা মিলবে ঈদের পঞ্চম দিন। অভিনয়ে আছেন রাহুল বোস, শাহানা গোস্বামী, রিকিতা শিমু ও মিতা চৌধুরী। ছিটমহলের গল্প নিয়ে বানানো ছবি ‘ছিটমহল’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন। এতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, মৌসুমী হামিদ ও শিমুল খান। সপ্তম দিন থাকবে ‘সুতপার ঠিকানা’। প্রসূন রহমানের বানানো ছবিতে দেখা যাবে অপর্ণা ঘোষ, শাহাদাত হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতো একঝাঁক প্রশংসিত অভিনয়শিল্পীকে।
আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ খুলবে কি না, এখনো অনিশ্চিত। তাই মুক্তির অপেক্ষায় থাকা একগুচ্ছ নতুন ছবির কী গতি হবে, এখনই বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে যদি নতুন ছবি না–ও আসে, তবে আক্ষেপ করার কিছু নেই। কারণ টিভির পর্দায় হাজির থাকবেন শাকিব খান, নিরব, মাহিয়া মাহির মতো তারকারা।
শাকিব–মাহির ‘নবাব এলএলবি’ এখনো হলে মুক্তি পায়নি। গত মাসের শেষ দিকে ছবিটি দিয়ে মধুমিতা হল খোলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক জটিলতা কাটিয়ে মধুমিতা খুলতে পারেনি কর্তৃপক্ষ। তাই বড় পর্দার মুখ দেখা হয়নি ‘নবাব এলএলবি’র। যদিও ওটিটি প্ল্যাটফর্মে অনেকে আগেই দেখেছেন নবাবকে।
কিন্তু টিভিতে এই প্রথম হচ্ছে ‘নবাব এলএলবি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার। ঈদে দেখাবে চ্যানেল আই। তবে শুধু এটি নয়, আরও ছয়টি ছবি দেখাবে চ্যানেলটি, যেগুলোর কোনোটাই এর আগে টিভিতে আসেনি। ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে ছবিগুলো।
কাজী হায়াতের পরিচালনায় ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ প্রচারিত হবে ঈদের দিন। এতে অভিনয় করেছেন কাজী মারুফ, অরীন, রুবেল, পুষ্পিতা, অমিত হাসান, রেবেকা, ইলিয়াস কোবরা ও কাজী হায়াৎ। ‘নবাব এলএলবি’ দেখা যাবে এর পরদিনই। শাকিবের সঙ্গে ছবিতে আছেন দুই নায়িকা–মাহিয়া মাহি ও অর্পিতা স্পর্শিয়া।
গাজী রাকায়েতের ‘গোর’ দেখা যাবে ঈদের তৃতীয় দিন। এতে আছেন মৌসুমী হামিদ, দিলারা জামান, গাজী রাকায়েত, আশিউল ইসলাম, দীপান্বিতা মার্টিন ও সুষমা সরকার। গত ঈদের আলোচিত ছবি ‘কসাই’, এসেছিল ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। প্রেক্ষাগৃহের অপেক্ষা না করে ‘কসাই’ এবার টিভিতে। নিরব, রাশেদ মামুন অপু, প্রিয় মনি, এলিনা শাম্মীর এ ছবি দেখা যাবে ঈদের চতুর্থ দিন।
রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’–এর দেখা মিলবে ঈদের পঞ্চম দিন। অভিনয়ে আছেন রাহুল বোস, শাহানা গোস্বামী, রিকিতা শিমু ও মিতা চৌধুরী। ছিটমহলের গল্প নিয়ে বানানো ছবি ‘ছিটমহল’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন। এতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, মৌসুমী হামিদ ও শিমুল খান। সপ্তম দিন থাকবে ‘সুতপার ঠিকানা’। প্রসূন রহমানের বানানো ছবিতে দেখা যাবে অপর্ণা ঘোষ, শাহাদাত হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতো একঝাঁক প্রশংসিত অভিনয়শিল্পীকে।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনো বা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
২ ঘণ্টা আগে১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৬ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৮ ঘণ্টা আগে