বিনোদন প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘আমার শেষ কথা’। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিনেমাটির শুটিং করেন নির্মাতা ইসলাম মিয়া। সমস্ত কাজ শেষ করে মুক্তির জন্য ছাড়পত্র পেতে জমা দিয়েছিলেন সেন্সর বোর্ডে। সেই ধাপ পার হতে পারেনি সিনেমাটি। গত মাসে এই সিনেমার সেন্সর ছাড়পত্র বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই সঙ্গে সিনেমাটির সব ধরনের প্রদর্শনীও নিষিদ্ধ করা হয়। এমন সিদ্ধান্তের পর আপত্তির জায়গাগুলো নতুন করে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা ইসলাম মিয়া। বুধবার থেকে গাজীপুরের পুবাইলে শুরু হয়েছে শুটিং। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নায়ক জয় চৌধুরী।
শুটিংয়ের একটি ছবিতে দেখা যায়, কারাগারে কয়েদির বেশে জেলরক্ষীদের সঙ্গে দাঁড়িয়ে আছেন জয় চৌধুরী। আজকের পত্রিকাকে জয় বলেন, ‘সেন্সর বোর্ড সদস্যদের কাছে যে বিষয়গুলো আপত্তিকর মনে হয়েছে, সেই দৃশ্যগুলো নতুন করে শুট করছি আমরা। সিনেমার গল্পে কিছু ভায়োলেন্স ছিল। এ ছাড়া আইনের প্রয়োগ কম দেখানো হয়েছিল। সেই বিষয়গুলো নতুন করে শুটিং হচ্ছে।’
শুটিং চলবে ৫ নভেম্বর পর্যন্ত। টানা পাঁচ দিনে ১৫ থেকে ২০টি দৃশ্যের নতুন করে শুটিং হবে। এমনটাই জানান জয় চৌধুরী। আমার শেষ কথা সিনেমায় জয় চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন কাজী জারা টায়রা। এ সিনেমা দিয়েই বড় পর্দায় প্রথম কাজ করলেন টায়রা। ঢালিউডে স্বামী-স্ত্রীর জুটি দেখা গেলেও দুলাভাই-শ্যালিকা জুটি এবারই প্রথম। ব্যক্তিগত জীবনে টায়রার দুলাভাই জয় চৌধুরী।
জানা গেছে, ‘আমার শেষ কথা’ সিনেমাটি নির্মিত হয়েছে নারায়ণগঞ্জের একটি ঘটনা অবলম্বনে। গল্পের নায়ক একজন নাস্তিক। ঘৃণ্য সব কাজ করত, মানুষ পাচার করত। কোনো এক ঘটনায় নিজের স্ত্রীও পাচার হয়ে যায়। সেই ঘটনার পর সে ধর্মের পথে চলে আসে।
আমার শেষ কথা সিনেমায় আরও আছেন কাজী হায়াৎ, মাহমুদুল হাসান মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ, টাইগার রবি প্রমুখ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আমার শেষ কথা’ সিনেমার শুটিং শুরু হয়।
নারায়ণগঞ্জের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘আমার শেষ কথা’। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিনেমাটির শুটিং করেন নির্মাতা ইসলাম মিয়া। সমস্ত কাজ শেষ করে মুক্তির জন্য ছাড়পত্র পেতে জমা দিয়েছিলেন সেন্সর বোর্ডে। সেই ধাপ পার হতে পারেনি সিনেমাটি। গত মাসে এই সিনেমার সেন্সর ছাড়পত্র বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই সঙ্গে সিনেমাটির সব ধরনের প্রদর্শনীও নিষিদ্ধ করা হয়। এমন সিদ্ধান্তের পর আপত্তির জায়গাগুলো নতুন করে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা ইসলাম মিয়া। বুধবার থেকে গাজীপুরের পুবাইলে শুরু হয়েছে শুটিং। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নায়ক জয় চৌধুরী।
শুটিংয়ের একটি ছবিতে দেখা যায়, কারাগারে কয়েদির বেশে জেলরক্ষীদের সঙ্গে দাঁড়িয়ে আছেন জয় চৌধুরী। আজকের পত্রিকাকে জয় বলেন, ‘সেন্সর বোর্ড সদস্যদের কাছে যে বিষয়গুলো আপত্তিকর মনে হয়েছে, সেই দৃশ্যগুলো নতুন করে শুট করছি আমরা। সিনেমার গল্পে কিছু ভায়োলেন্স ছিল। এ ছাড়া আইনের প্রয়োগ কম দেখানো হয়েছিল। সেই বিষয়গুলো নতুন করে শুটিং হচ্ছে।’
শুটিং চলবে ৫ নভেম্বর পর্যন্ত। টানা পাঁচ দিনে ১৫ থেকে ২০টি দৃশ্যের নতুন করে শুটিং হবে। এমনটাই জানান জয় চৌধুরী। আমার শেষ কথা সিনেমায় জয় চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন কাজী জারা টায়রা। এ সিনেমা দিয়েই বড় পর্দায় প্রথম কাজ করলেন টায়রা। ঢালিউডে স্বামী-স্ত্রীর জুটি দেখা গেলেও দুলাভাই-শ্যালিকা জুটি এবারই প্রথম। ব্যক্তিগত জীবনে টায়রার দুলাভাই জয় চৌধুরী।
জানা গেছে, ‘আমার শেষ কথা’ সিনেমাটি নির্মিত হয়েছে নারায়ণগঞ্জের একটি ঘটনা অবলম্বনে। গল্পের নায়ক একজন নাস্তিক। ঘৃণ্য সব কাজ করত, মানুষ পাচার করত। কোনো এক ঘটনায় নিজের স্ত্রীও পাচার হয়ে যায়। সেই ঘটনার পর সে ধর্মের পথে চলে আসে।
আমার শেষ কথা সিনেমায় আরও আছেন কাজী হায়াৎ, মাহমুদুল হাসান মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ, টাইগার রবি প্রমুখ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আমার শেষ কথা’ সিনেমার শুটিং শুরু হয়।
শাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
৫ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
৭ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
৯ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
১১ ঘণ্টা আগে