বিনোদন প্রতিবেদক, ঢাকা
নব্বইয়ের দশকে মফস্বলের কলেজপড়ুয়া একজোড়া তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ইতি চিত্রা’। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন রাইসুল ইসলাম অনিক। অভিনয় করেছেন নতুন জুটি রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ফেরদৌস ঋতু। এ সিনেমা দিয়ে অভিষেক হচ্ছে ঋতুর। এর আগে সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম নায়ক হিসেবে পর্দায় আসছেন ইভন।
ইভন বলেন, ‘এই প্রথম সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলাম। নার্ভাসনেস ও এক্সাইটমেন্ট দুটোই কাজ করছে। ভয়ও লাগছে। আমরা আমাদের কাজ করেছি। এখন দর্শকদের রায় দেওয়ার পালা।’
বরিশালের মেয়ে জান্নাতুল ঋতু এবারই প্রথম দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। ঋতু বলেন, ‘এমনিতেই প্রথম কাজ, তাও আবার বড় পর্দায়। তাই নার্ভাসনেসটা একটু বেশি কাজ করছে। নিজের সর্বোচ্চটা দিয়ে পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। অপেক্ষায় আছি দর্শক আমাকে কীভাবে নেবে সেটার জন্য।’
নির্মাতা রাসেলও প্রথম সিনেমা ইতি চিত্রা। বড় পর্দায় কাজে নামার আগে বিজ্ঞাপনচিত্র ও টেলিভিশন নাটক নির্মাণ করে নিজেকে প্রস্তুত করেছেন তিনি।
সিনেমার জন্য গল্পটা ঠিক করেছিলেন ২০১০ সালে। এক যুগ পর সিনেমার স্বপ্ন পূরণ হচ্ছে তাঁর। রাসেল বলেন, ‘ইতি চিত্রা সপরিবারে দেখার মতো একটি মিষ্টি প্রেমের গল্প। আমি এবং আমার পুরো টিম চেষ্টা করেছি একটা মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের। গল্পের প্রয়োজনেই নতুন মুখ নিয়ে কাজ করেছি।’
ইভন-ঋতু ছাড়া ইতি চিত্রা সিনেমায় অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, ফরহাদ লিমন, মনিরুজ্জামান মনি, সোহানা শারমীন প্রমুখ। আজ দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইতি চিত্রা।
নব্বইয়ের দশকে মফস্বলের কলেজপড়ুয়া একজোড়া তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ইতি চিত্রা’। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন রাইসুল ইসলাম অনিক। অভিনয় করেছেন নতুন জুটি রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ফেরদৌস ঋতু। এ সিনেমা দিয়ে অভিষেক হচ্ছে ঋতুর। এর আগে সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম নায়ক হিসেবে পর্দায় আসছেন ইভন।
ইভন বলেন, ‘এই প্রথম সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলাম। নার্ভাসনেস ও এক্সাইটমেন্ট দুটোই কাজ করছে। ভয়ও লাগছে। আমরা আমাদের কাজ করেছি। এখন দর্শকদের রায় দেওয়ার পালা।’
বরিশালের মেয়ে জান্নাতুল ঋতু এবারই প্রথম দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। ঋতু বলেন, ‘এমনিতেই প্রথম কাজ, তাও আবার বড় পর্দায়। তাই নার্ভাসনেসটা একটু বেশি কাজ করছে। নিজের সর্বোচ্চটা দিয়ে পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। অপেক্ষায় আছি দর্শক আমাকে কীভাবে নেবে সেটার জন্য।’
নির্মাতা রাসেলও প্রথম সিনেমা ইতি চিত্রা। বড় পর্দায় কাজে নামার আগে বিজ্ঞাপনচিত্র ও টেলিভিশন নাটক নির্মাণ করে নিজেকে প্রস্তুত করেছেন তিনি।
সিনেমার জন্য গল্পটা ঠিক করেছিলেন ২০১০ সালে। এক যুগ পর সিনেমার স্বপ্ন পূরণ হচ্ছে তাঁর। রাসেল বলেন, ‘ইতি চিত্রা সপরিবারে দেখার মতো একটি মিষ্টি প্রেমের গল্প। আমি এবং আমার পুরো টিম চেষ্টা করেছি একটা মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের। গল্পের প্রয়োজনেই নতুন মুখ নিয়ে কাজ করেছি।’
ইভন-ঋতু ছাড়া ইতি চিত্রা সিনেমায় অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, ফরহাদ লিমন, মনিরুজ্জামান মনি, সোহানা শারমীন প্রমুখ। আজ দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইতি চিত্রা।
শাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
১০ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
১৩ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
১৫ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
১৬ ঘণ্টা আগে