বিনোদন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি লন্ডনের সাউথ ব্যাংক সেন্টারের রয়েল ফেস্টিভ্যাল মিলনায়তনে বসেছিল ৭৬তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের (বাফটা) আসর। জাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। এবার বাফটায় ৭টি পুরস্কার জিতে রেকর্ড গড়েছে জার্মান ভাষার চলচ্চিত্র ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এই প্রথম ইংরেজির বাইরে অন্য ভাষার কোনো সিনেমা ৭টি বিভাগে পুরস্কার জয়ের রেকর্ড গড়ল।
প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ সিনেমাটি সেরা চলচ্চিত্র, পরিচালক, রূপান্তরিত চিত্রনাট্য, ইংরেজির বাইরে অন্য ভাষার চলচ্চিত্র, মৌলিক সুর, চিত্রগ্রহণ এবং শব্দ বিভাগে পুরস্কার জিতেছে। এ ছাড়া ৪টি করে পুরস্কার জিতেছে আইরিশ ট্র্যাজিক কমেডি ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ ও সংগীতশিল্পী এলভিস প্রিসলির বায়োপিক ‘এলভিস’।
এবার সেরা অভিনেতার পুরস্কার উঠেছে অস্টিন বাটলারের হাতে। ‘এলভিস’ সিনেমায় নামভূমিকায় অভিনয়ের জন্য এ পুরস্কার জিতেছেন তিনি। ‘টার’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন কেট ব্ল্যানচেট। এ নিয়ে চতুর্থবারের মতো বাফটায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন তিনি।
একনজরে সেরাদের তালিকা
সিনেমা—অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
পরিচালক—এডওয়ার্ড বারগার (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
ব্রিটিশ সিনেমা—দ্য বানশিজ অব ইনিশেরিন
নবাগত ব্রিটিশ নির্মাতা—শারলেট ওয়েলস
ইংরেজি ভাষার বাইরে সিনেমা—অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
তথ্যচিত্র—নাভালনি
অ্যানিমেটেড সিনেমা—গিয়েরমো ডেল টরো’স পিনোকিও
মৌলিক চিত্রনাট্য—মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন)
রূপান্তরিত চিত্রনাট্য—এডওয়ার্ড বারগার, ইয়ান স্টোকল ও লেসলি পিটারসন (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
অভিনেতা—অস্টিন বাটলার (এলভিস)
অভিনেত্রী—কেট ব্লানচেট (টার)
পার্শ্ব অভিনেতা—ব্যারি কিয়োন (দ্য বানশিজ অব ইনিশেরিন)
পার্শ্ব অভিনেত্রী—ক্যারি কনডন (দ্য বানশিজ অব ইনিশেরিন)
অরিজিনাল স্কোর—ভলকার বেটিলমান (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
কাস্টিং—নিকি বারেট ও ডেনিস চেমিয়েন (এলভিস)
চিত্রগ্রহণ—জেমস ফ্রেন্ড (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
সম্পাদনা—পল রজার (এভরিথিং এভরিহোয়্যার অল এ ওয়ান্স)
প্রোডাকশন ডিজাইন—ফ্লোরেন্সিয়া মার্টিন ও আন্থনি কারালিনো (ব্যাবিলন)
পোশাক নকশা—ক্যাথেরিন মার্টিন (এলভিস)
সাজসজ্জা—শেন থমাস, লুইস কোস্টন, মার্ক ক্যুলিয়ার ও ব্যারি গোয়ার (এলভিস)
ভিজ্যুয়াল এফেক্টস—অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন সিনেমা—দ্য বয়, ট্য মল, দ্য ফক্স অ্যান্ড দ্য হরস
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য সিনেমা—অ্যান আইরিশ গুডবাই
উদীয়মান তারকা—এমা ম্যাকি
১৯ ফেব্রুয়ারি লন্ডনের সাউথ ব্যাংক সেন্টারের রয়েল ফেস্টিভ্যাল মিলনায়তনে বসেছিল ৭৬তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের (বাফটা) আসর। জাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। এবার বাফটায় ৭টি পুরস্কার জিতে রেকর্ড গড়েছে জার্মান ভাষার চলচ্চিত্র ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এই প্রথম ইংরেজির বাইরে অন্য ভাষার কোনো সিনেমা ৭টি বিভাগে পুরস্কার জয়ের রেকর্ড গড়ল।
প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ সিনেমাটি সেরা চলচ্চিত্র, পরিচালক, রূপান্তরিত চিত্রনাট্য, ইংরেজির বাইরে অন্য ভাষার চলচ্চিত্র, মৌলিক সুর, চিত্রগ্রহণ এবং শব্দ বিভাগে পুরস্কার জিতেছে। এ ছাড়া ৪টি করে পুরস্কার জিতেছে আইরিশ ট্র্যাজিক কমেডি ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ ও সংগীতশিল্পী এলভিস প্রিসলির বায়োপিক ‘এলভিস’।
এবার সেরা অভিনেতার পুরস্কার উঠেছে অস্টিন বাটলারের হাতে। ‘এলভিস’ সিনেমায় নামভূমিকায় অভিনয়ের জন্য এ পুরস্কার জিতেছেন তিনি। ‘টার’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন কেট ব্ল্যানচেট। এ নিয়ে চতুর্থবারের মতো বাফটায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন তিনি।
একনজরে সেরাদের তালিকা
সিনেমা—অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
পরিচালক—এডওয়ার্ড বারগার (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
ব্রিটিশ সিনেমা—দ্য বানশিজ অব ইনিশেরিন
নবাগত ব্রিটিশ নির্মাতা—শারলেট ওয়েলস
ইংরেজি ভাষার বাইরে সিনেমা—অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
তথ্যচিত্র—নাভালনি
অ্যানিমেটেড সিনেমা—গিয়েরমো ডেল টরো’স পিনোকিও
মৌলিক চিত্রনাট্য—মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন)
রূপান্তরিত চিত্রনাট্য—এডওয়ার্ড বারগার, ইয়ান স্টোকল ও লেসলি পিটারসন (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
অভিনেতা—অস্টিন বাটলার (এলভিস)
অভিনেত্রী—কেট ব্লানচেট (টার)
পার্শ্ব অভিনেতা—ব্যারি কিয়োন (দ্য বানশিজ অব ইনিশেরিন)
পার্শ্ব অভিনেত্রী—ক্যারি কনডন (দ্য বানশিজ অব ইনিশেরিন)
অরিজিনাল স্কোর—ভলকার বেটিলমান (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
কাস্টিং—নিকি বারেট ও ডেনিস চেমিয়েন (এলভিস)
চিত্রগ্রহণ—জেমস ফ্রেন্ড (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)
সম্পাদনা—পল রজার (এভরিথিং এভরিহোয়্যার অল এ ওয়ান্স)
প্রোডাকশন ডিজাইন—ফ্লোরেন্সিয়া মার্টিন ও আন্থনি কারালিনো (ব্যাবিলন)
পোশাক নকশা—ক্যাথেরিন মার্টিন (এলভিস)
সাজসজ্জা—শেন থমাস, লুইস কোস্টন, মার্ক ক্যুলিয়ার ও ব্যারি গোয়ার (এলভিস)
ভিজ্যুয়াল এফেক্টস—অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন সিনেমা—দ্য বয়, ট্য মল, দ্য ফক্স অ্যান্ড দ্য হরস
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য সিনেমা—অ্যান আইরিশ গুডবাই
উদীয়মান তারকা—এমা ম্যাকি
ভারতীয় গায়ক অরিজিৎ সিং তাঁর সরলতা এবং বিনয়ী আচরণের জন্য পরিচিত। অনেকেই বলে থাকেন, বিখ্যাত এই গায়ক বস্তুবাদী দুনিয়ার ধারণায় বিশ্বাস করেন না। তিনি মিডিয়ার উন্মাদনা থেকে দূরে থাকতে পছন্দ করেন এবং সাদামাটা জীবনযাপন করেন।
২০ মিনিট আগেএ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী শিমূল ইউসুফ। মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের জন্য মনোনীত হয়েছেন প্রাচ্যনাটের অভিনেতা জাহাঙ্গীর আলম।
২ ঘণ্টা আগেপুষ্পার প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বের বাজেট যেমন বেশি, তেমনি বেশি জোর দেওয়া হয়েছে প্রচারেও। কিসিকের মুক্তি ঘিরেও ছিল বড় ইভেন্ট। তবে তাতে লাভ তেমন হলো না। ভক্তদের মন জয় করতে পারল না কিসিক।
২ ঘণ্টা আগে২৫ নভেম্বর রাতে ঘোষণা করা হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। এবারের আসরে চমক দেখাতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক জ্যাক ব্রায়ান। ১৮টি বিভাগে ২১টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তিনি।
৩ ঘণ্টা আগে