বিনোদন প্রতিবেদক, ঢাকা
অচলাবস্থা কাটিয়ে অনেকদিন পর ঈদে দেশের হলগুলোতে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। এবার ঈদে চারটি সিনেমা মুক্তির পাবে, এরমধ্যে এগিয়ে আছে তিনটি সিনেমা— শাকিব-পূজা অভিনীত ‘গলুই’, সিয়াম-পূজা অভিনীত ‘শান’ ও শাকিব-বুবলী অভিনীত ‘বিদ্রোহী’।
ঈদের সপ্তাহখানিক আগে থেকেই জোর প্রতিযোগিতা শুরু হয়েছিল কোন সিনেমা কতগুলো হল পাবে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে চূড়ান্ত হলো হল তালিকা। এরইমধ্যে হলগুলোতে পৌঁছে গেছে সিনেমার পোস্টার। শুরু হয়েছে প্রচার-প্রচারণা। জানা গেছে, এবার ঈদে সর্বাধিক ১০২টি হলে মুক্তি পাবে ‘বিদ্রোহী’। এছাড়া ‘শান’ ও ‘গলুই’ও পেয়েছে সন্তোষজনক সংখ্যক হল। ঈদের দিন থেকে এসব হলে চলবে সিনেমাগুলো।
২৮ হলে ‘গলুই’
মোট ২৮টি সিনেমা হলে দেখা যাবে ‘গলুই’। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা, সীমান্ত সম্ভার, মিরপুর ও মহাখালী চারটি শাখায় চলবে ‘গলুই’। এছাড়াও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, জিঞ্জিরার লায়ন সিনেপ্লেক্স, নবীনগরের সেনা অডিটোরিয়ামে দেখা যাবে সিনেমাটি।
ঢাকার বাইরে ‘গলুই’ দেখা যাবে সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), রূপকথা (পাবনা), মডার্ন (দিনাজপুর), সনিয়া (বগুড়া), ঝুমুর (জয়দেবপুর), বিজিবি (সিলেট), স্বর্ণমহল (রূপসী), সাথী (আড়াইহাজার), সোহাগ (ঘোড়াশাল), রংধনু (নজিপুর), চিত্রালি (খুলনা), আশা (মেলান্দহ, জামালপুর), রুমা (মুক্তাগাছা), আনন্দ (কুলিয়ারচর), মল্লিকা (উল্লাপাড়া), শিল্পকলা (জামালপুর), নুরুন্নাহার মাল্টি (মাদারগঞ্জ, জামালপুর), ফরিদুল হক খান অডিটোরিয়াম (ইসলামপুর, জামালপুর), কথাচিত্র (কটিয়াদি), নাজমা (জয়পুরহাট) ও আলোছায়া (শরীয়তপুর) হলগুলোতে।
৩৪ হলে ‘শান’
সিনেপ্লেক্সসহ দেশের বিভাগীয় শহরের সব বড় বড় হলে মুক্তি পাচ্ছে ‘শান’। জানা গেছে, এ পর্যন্ত ৩৪টি হলে ‘শান’ প্রদর্শনের ব্যাপারটি চূড়ান্ত হয়েছে। ঈদের আগে আরও দুই একটি বাড়তে পারে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের চারটি শাখায় (বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার মহাখালী ও সনি স্কয়ার), যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও কেরাণীগঞ্জের লায়ন সিনেমায় দেখা যাবে ‘শান’। এছাড়া ঢাকার মধুমিতা সিনেমা, শ্যামলী সিনেমা, আনন্দ সিনেমা ও বিজিবি সিনেমা হলে চলবে সিনেমাটি।
ঢাকার বাইরে ‘শান’ দেখা যাবে সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), বর্ষা সিনেমা (জয়দেবপুর), চন্দ্রিমা সিনেমা (শ্রীপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ঝংকার সিনেমা (পাঁচদোনা), ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ), শঙ্খ সিনেমা (খুলনা), লিবার্টি সিনেমা (খুলনা), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), রূপকথা (শেরপুর), মধুমতি (ভৈরব), নবীন সিনেমা (মানিকগঞ্জ), মালঞ্চ সিনেমা (টাঙ্গাইল), মাধবী সিনেমা (মধুপুর), মেহেরপুর সিনেমা (মেহেরপুর), সঙ্গীতা (সাতক্ষীরা), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), পূর্বাশা সিনেমা (শান্তাহার), রাজমহল (চাঁপাই নবাবগঞ্জ), মম ইন (বগুড়া), রাধানাথ (শ্রীমঙ্গল), ও ডায়মন্ড সিনেপ্লেক্স (বোয়ালমারী, ফরিদপুর)।
১০২ হলে ‘বিদ্রোহী’
এবার ঈদে সবচেয়ে বেশি সংখ্যক হলে মুক্তি পাচ্ছে শাকিব খান ও বুবলী অভিনীত সিনেমা ‘বিদ্রোহী’। এ পর্যন্ত ১০২টি হলের তালিকা প্রকাশ করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), চিত্রামহল (ইংলিশ রোড), বিজিবি অডিটোরিয়াম (হাজারীবাগ), গীত (যাত্রাবাড়ী), সেনা অডিটোরিয়াম (সাভার) ও নিউ গুলশান (কেরানীগঞ্জ)-এ দেখা যাবে ‘বিদ্রোহী’।
ঢাকার বাইরে সিনেমাটি যে সব হলে মুক্তি পাবে—
গুলশান (চাষাড়া, নারায়ণগঞ্জ), চাঁদমহল (কাঁচপুর, নারায়নগঞ্জ), চলন্তিকা (গোপালদী, নারায়ণগঞ্জ), উল্কা (জয়দেবপুর, গাজীপুর), শাপলা (শ্রীপুর, গাজীপুর), রজনী (চন্দ্রা, গাজীপুর), পান্না (মুক্তারপুর, মুন্সীগঞ্জ), মনিহার (যশোর), ময়ুরী (বাগআচড়া, যশোর), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), ছন্দা (পটিয়া, চট্টগ্রাম), সঙ্গীতা (খুলনা), অভিরুচি (বরিশাল), আলিম (কলাপাড়া, পটুয়াখালী), আলিম (মঠবাড়িয়া, পিরোজপুর), লাভলু (আমতলী, বরগুনা), লিপি (গলাচিপা, পটুয়াখালী), বৈশাখী (বাউফল, পটুয়াখালী), রূপসী (ভোলা), সবুজ (চরফ্যাশন, ভোলা), রাজলক্ষ্মী (মেহেন্দীগঞ্জ, বরিশাল), তিতাস (পটুয়াখালী), নন্দিতা (সিলেট), মোহন (হবিগঞ্জ), মনিকা (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ), জয় (শমসেরনগর, মৌলভীবাজার), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল, মৌলভীবাজার), শাপলা (রংপুর), সোনালী (ঘোড়াঘাট, রংপুর), মিতা (বদরগঞ্জ, রংপুর), সূচনা (হাতীবান্ধা, রংপুর), মমতা (মাধবদী, নরসিংদী), ছন্দা (হাসনাবাদ, নরসিংদী), রুনা (চালাকচর, নরসিংদী), রাজ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), দর্শন (ভৈরব, কিশোরগঞ্জ), সুমন (মঠখোলা, কিশোরগঞ্জ), ভাই ভাই (সখিপুর, টাঙ্গাইল), শাহীন (বল্লাবাজার, টাঙ্গাইল), রাজিয়া (নাগরপুর, টাঙ্গাইল), পূরবী (ময়মনসিংহ), প্রিয়া (গৌরীপুর, ময়মনসিংহ), চিত্রপুরী (ত্রিশাল, ময়মনসিংহ), রুমা (মুক্তাগাছা, ময়মনসিংহ), অন্তর (ফুলবাড়িয়া, ময়মনসিংহ), সোনালী (ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ), সোনালী (টেকেরহাট, মাদারীপুর), মিলন (মাদারীপুর), মধুছন্দা (মধুখালী, রাজবাড়ী), বৈশাখী (কালুখালী, রাজবাড়ী), সাধনা (রাজবাড়ী), চিত্রাবাণী (গোপালগঞ্জ), অন্বেষা (মুকসুদপুর, গোপালগঞ্জ), রাজিয়া (সদরপুর, ফরিদপুর), বনলতা (ফরিদপুর), ফাইভস্টার (দেলুয়াবাড়ি, রাজশাহী), লাকী (বাঘা, রাজশাহী), আনন্দ (তানোর, রাজশাহী), বুলবুল টকিজ (মহাদেবপুর, নওগাঁ), মিতালী (সারাইগাছী, নওগাঁ), তাজ (নওগাঁ), মধুমিতা (মাগুরা), আনন্দ সিনেপ্লেক্স (গুরুদাসপুর, নাটোর), বাণী (লক্ষ্মীপুর), আলোরুপা (লালমনিরহাট), মনামী (খোকসা, কুষ্টিয়া), আয়না (আক্কেলপুর, জয়পুরহাট), পৃথিবী কমপ্লেক্স (জয়পুরহাট), তাজ (গাইবান্ধা), রুমা (জুমারবাড়ী, গাইবান্ধা), তামান্না (সৈয়দপুর), রূপালী (কুমিল্লা), রূপসী (লাকসাম, কুমিল্লা), নবীন (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া), গৌরী (শাহজাদপুর, সিরাজগঞ্জ), আলোছায়া (শরীয়তপুর), সত্যবতী (শেরপুর), অন্তরা (নালিতাবাড়ী, শেরপুর), লাবনী (সাতক্ষীরা), লক্ষ্মী (শ্যামনগর, সাতক্ষীরা), ঝংকার (বকশীগঞ্জ, জামালপুর), অন্তরা (মাদারাগঞ্জ, জামালপুর), ভাই ভাই (দেওয়ানগঞ্জ, জামালপুর), ক্লিওপেট্রা (ধুনট, বগুড়া), পূর্ণিমা (কোম্পানীগঞ্জ, নোয়াখালী), শ্যামলী (চৌমুহনী, নোয়াখালী), প্রিয়া (ঝিনাইদহ), দুলাল (ফেনী), অবকাশ (ফুলবাড়ী, দিনাজপুর), অবকাশ (বিরামপুর, দিনাজপুর), কাজলী (মতলব, চাঁদপুর), দীপাঞ্চল (চর রাজিবপুর, কুড়িগ্রাম), মানসী (উলিপুর, কুড়িগ্রাম) ও মৌচাক (ভাঙ্গুড়া, পাবনা)।
অচলাবস্থা কাটিয়ে অনেকদিন পর ঈদে দেশের হলগুলোতে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। এবার ঈদে চারটি সিনেমা মুক্তির পাবে, এরমধ্যে এগিয়ে আছে তিনটি সিনেমা— শাকিব-পূজা অভিনীত ‘গলুই’, সিয়াম-পূজা অভিনীত ‘শান’ ও শাকিব-বুবলী অভিনীত ‘বিদ্রোহী’।
ঈদের সপ্তাহখানিক আগে থেকেই জোর প্রতিযোগিতা শুরু হয়েছিল কোন সিনেমা কতগুলো হল পাবে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে চূড়ান্ত হলো হল তালিকা। এরইমধ্যে হলগুলোতে পৌঁছে গেছে সিনেমার পোস্টার। শুরু হয়েছে প্রচার-প্রচারণা। জানা গেছে, এবার ঈদে সর্বাধিক ১০২টি হলে মুক্তি পাবে ‘বিদ্রোহী’। এছাড়া ‘শান’ ও ‘গলুই’ও পেয়েছে সন্তোষজনক সংখ্যক হল। ঈদের দিন থেকে এসব হলে চলবে সিনেমাগুলো।
২৮ হলে ‘গলুই’
মোট ২৮টি সিনেমা হলে দেখা যাবে ‘গলুই’। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা, সীমান্ত সম্ভার, মিরপুর ও মহাখালী চারটি শাখায় চলবে ‘গলুই’। এছাড়াও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, জিঞ্জিরার লায়ন সিনেপ্লেক্স, নবীনগরের সেনা অডিটোরিয়ামে দেখা যাবে সিনেমাটি।
ঢাকার বাইরে ‘গলুই’ দেখা যাবে সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), রূপকথা (পাবনা), মডার্ন (দিনাজপুর), সনিয়া (বগুড়া), ঝুমুর (জয়দেবপুর), বিজিবি (সিলেট), স্বর্ণমহল (রূপসী), সাথী (আড়াইহাজার), সোহাগ (ঘোড়াশাল), রংধনু (নজিপুর), চিত্রালি (খুলনা), আশা (মেলান্দহ, জামালপুর), রুমা (মুক্তাগাছা), আনন্দ (কুলিয়ারচর), মল্লিকা (উল্লাপাড়া), শিল্পকলা (জামালপুর), নুরুন্নাহার মাল্টি (মাদারগঞ্জ, জামালপুর), ফরিদুল হক খান অডিটোরিয়াম (ইসলামপুর, জামালপুর), কথাচিত্র (কটিয়াদি), নাজমা (জয়পুরহাট) ও আলোছায়া (শরীয়তপুর) হলগুলোতে।
৩৪ হলে ‘শান’
সিনেপ্লেক্সসহ দেশের বিভাগীয় শহরের সব বড় বড় হলে মুক্তি পাচ্ছে ‘শান’। জানা গেছে, এ পর্যন্ত ৩৪টি হলে ‘শান’ প্রদর্শনের ব্যাপারটি চূড়ান্ত হয়েছে। ঈদের আগে আরও দুই একটি বাড়তে পারে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের চারটি শাখায় (বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার মহাখালী ও সনি স্কয়ার), যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও কেরাণীগঞ্জের লায়ন সিনেমায় দেখা যাবে ‘শান’। এছাড়া ঢাকার মধুমিতা সিনেমা, শ্যামলী সিনেমা, আনন্দ সিনেমা ও বিজিবি সিনেমা হলে চলবে সিনেমাটি।
ঢাকার বাইরে ‘শান’ দেখা যাবে সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), বর্ষা সিনেমা (জয়দেবপুর), চন্দ্রিমা সিনেমা (শ্রীপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ঝংকার সিনেমা (পাঁচদোনা), ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ), শঙ্খ সিনেমা (খুলনা), লিবার্টি সিনেমা (খুলনা), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), রূপকথা (শেরপুর), মধুমতি (ভৈরব), নবীন সিনেমা (মানিকগঞ্জ), মালঞ্চ সিনেমা (টাঙ্গাইল), মাধবী সিনেমা (মধুপুর), মেহেরপুর সিনেমা (মেহেরপুর), সঙ্গীতা (সাতক্ষীরা), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), পূর্বাশা সিনেমা (শান্তাহার), রাজমহল (চাঁপাই নবাবগঞ্জ), মম ইন (বগুড়া), রাধানাথ (শ্রীমঙ্গল), ও ডায়মন্ড সিনেপ্লেক্স (বোয়ালমারী, ফরিদপুর)।
১০২ হলে ‘বিদ্রোহী’
এবার ঈদে সবচেয়ে বেশি সংখ্যক হলে মুক্তি পাচ্ছে শাকিব খান ও বুবলী অভিনীত সিনেমা ‘বিদ্রোহী’। এ পর্যন্ত ১০২টি হলের তালিকা প্রকাশ করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), চিত্রামহল (ইংলিশ রোড), বিজিবি অডিটোরিয়াম (হাজারীবাগ), গীত (যাত্রাবাড়ী), সেনা অডিটোরিয়াম (সাভার) ও নিউ গুলশান (কেরানীগঞ্জ)-এ দেখা যাবে ‘বিদ্রোহী’।
ঢাকার বাইরে সিনেমাটি যে সব হলে মুক্তি পাবে—
গুলশান (চাষাড়া, নারায়ণগঞ্জ), চাঁদমহল (কাঁচপুর, নারায়নগঞ্জ), চলন্তিকা (গোপালদী, নারায়ণগঞ্জ), উল্কা (জয়দেবপুর, গাজীপুর), শাপলা (শ্রীপুর, গাজীপুর), রজনী (চন্দ্রা, গাজীপুর), পান্না (মুক্তারপুর, মুন্সীগঞ্জ), মনিহার (যশোর), ময়ুরী (বাগআচড়া, যশোর), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), ছন্দা (পটিয়া, চট্টগ্রাম), সঙ্গীতা (খুলনা), অভিরুচি (বরিশাল), আলিম (কলাপাড়া, পটুয়াখালী), আলিম (মঠবাড়িয়া, পিরোজপুর), লাভলু (আমতলী, বরগুনা), লিপি (গলাচিপা, পটুয়াখালী), বৈশাখী (বাউফল, পটুয়াখালী), রূপসী (ভোলা), সবুজ (চরফ্যাশন, ভোলা), রাজলক্ষ্মী (মেহেন্দীগঞ্জ, বরিশাল), তিতাস (পটুয়াখালী), নন্দিতা (সিলেট), মোহন (হবিগঞ্জ), মনিকা (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ), জয় (শমসেরনগর, মৌলভীবাজার), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল, মৌলভীবাজার), শাপলা (রংপুর), সোনালী (ঘোড়াঘাট, রংপুর), মিতা (বদরগঞ্জ, রংপুর), সূচনা (হাতীবান্ধা, রংপুর), মমতা (মাধবদী, নরসিংদী), ছন্দা (হাসনাবাদ, নরসিংদী), রুনা (চালাকচর, নরসিংদী), রাজ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), দর্শন (ভৈরব, কিশোরগঞ্জ), সুমন (মঠখোলা, কিশোরগঞ্জ), ভাই ভাই (সখিপুর, টাঙ্গাইল), শাহীন (বল্লাবাজার, টাঙ্গাইল), রাজিয়া (নাগরপুর, টাঙ্গাইল), পূরবী (ময়মনসিংহ), প্রিয়া (গৌরীপুর, ময়মনসিংহ), চিত্রপুরী (ত্রিশাল, ময়মনসিংহ), রুমা (মুক্তাগাছা, ময়মনসিংহ), অন্তর (ফুলবাড়িয়া, ময়মনসিংহ), সোনালী (ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ), সোনালী (টেকেরহাট, মাদারীপুর), মিলন (মাদারীপুর), মধুছন্দা (মধুখালী, রাজবাড়ী), বৈশাখী (কালুখালী, রাজবাড়ী), সাধনা (রাজবাড়ী), চিত্রাবাণী (গোপালগঞ্জ), অন্বেষা (মুকসুদপুর, গোপালগঞ্জ), রাজিয়া (সদরপুর, ফরিদপুর), বনলতা (ফরিদপুর), ফাইভস্টার (দেলুয়াবাড়ি, রাজশাহী), লাকী (বাঘা, রাজশাহী), আনন্দ (তানোর, রাজশাহী), বুলবুল টকিজ (মহাদেবপুর, নওগাঁ), মিতালী (সারাইগাছী, নওগাঁ), তাজ (নওগাঁ), মধুমিতা (মাগুরা), আনন্দ সিনেপ্লেক্স (গুরুদাসপুর, নাটোর), বাণী (লক্ষ্মীপুর), আলোরুপা (লালমনিরহাট), মনামী (খোকসা, কুষ্টিয়া), আয়না (আক্কেলপুর, জয়পুরহাট), পৃথিবী কমপ্লেক্স (জয়পুরহাট), তাজ (গাইবান্ধা), রুমা (জুমারবাড়ী, গাইবান্ধা), তামান্না (সৈয়দপুর), রূপালী (কুমিল্লা), রূপসী (লাকসাম, কুমিল্লা), নবীন (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া), গৌরী (শাহজাদপুর, সিরাজগঞ্জ), আলোছায়া (শরীয়তপুর), সত্যবতী (শেরপুর), অন্তরা (নালিতাবাড়ী, শেরপুর), লাবনী (সাতক্ষীরা), লক্ষ্মী (শ্যামনগর, সাতক্ষীরা), ঝংকার (বকশীগঞ্জ, জামালপুর), অন্তরা (মাদারাগঞ্জ, জামালপুর), ভাই ভাই (দেওয়ানগঞ্জ, জামালপুর), ক্লিওপেট্রা (ধুনট, বগুড়া), পূর্ণিমা (কোম্পানীগঞ্জ, নোয়াখালী), শ্যামলী (চৌমুহনী, নোয়াখালী), প্রিয়া (ঝিনাইদহ), দুলাল (ফেনী), অবকাশ (ফুলবাড়ী, দিনাজপুর), অবকাশ (বিরামপুর, দিনাজপুর), কাজলী (মতলব, চাঁদপুর), দীপাঞ্চল (চর রাজিবপুর, কুড়িগ্রাম), মানসী (উলিপুর, কুড়িগ্রাম) ও মৌচাক (ভাঙ্গুড়া, পাবনা)।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনো বা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
১ ঘণ্টা আগে১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৬ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৮ ঘণ্টা আগে