বিনোদন প্রতিবেদক
ঢাকা: কথা ছিল আরেকটু ধীরেসুস্থে কাজ করার। কিন্তু লকডাউন আর করোনা পরিস্থিতির কারণেই একটানা শুটিং করতে হলো নিরবকে। শ্রীমঙ্গলে ১১ দিনে দুই ছবির কাজ সেরে গত শুক্রবার ঢাকায় ফিরেছেন তিনি। একটি অনন্য মামুনের ‘অমানুষ’। অন্যটি সরকারি অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’, বানাচ্ছেন বন্ধন বিশ্বাস।
এ দুটি ছবি নিয়েই নিরবের আকাশছোঁয়া প্রত্যাশা। ‘অমানুষ’ সিনেমায় নিজের চেনা ছক থেকে বেরিয়ে এসেছেন নিরব। এ মাসের শুরুর দিকে যখন ছবির ফার্স্টলুক প্রকাশ হয়েছিল, চমকে গিয়েছিলেন সবাই। ছোট চুল, গলায়-শার্টে রক্তের দাগ–এমন নিরবকে কেউ দেখেননি আগে।
‘অমানুষ’–এ নিরবের সঙ্গী হয়েছেন রাফিয়াত রশীদ মিথিলা। এটি মিথিলার প্রথম ছবি। নিরবের সঙ্গেও প্রথম কাজ। দুজনের জন্যই ‘অমানুষ’ তাই স্পেশাল। ছবিতে নিরবকে দেখা যাবে ডাকাতের চরিত্রে। আর মিথিলা বিদেশফেরত এক নারী। বাংলাদেশ নিয়ে তথ্যচিত্র বানাতে গিয়ে ডাকাতের খপ্পরে পড়েন মিথিলা। শ্রীমঙ্গলের প্রত্যন্ত এলাকায় শুটিং হয়েছে ‘অমানুষ’ সিনেমার।
ছবির বেশির ভাগ শুটিং আগেই হয়ে গিয়েছিল। কিছু কাজ বাকি ছিল। একটানা কাজ করে শুটিং শেষ করে এলাম। এবার মুক্তির অপেক্ষা।
নিরব হোসেন, চিত্রনায়ক
জানা গেছে, ‘অমানুষ’ ছবিটি ঈদুল আজহায় মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে।
অন্যদিকে ‘ছায়াবৃক্ষ’ ছবিতে নিরবের নায়িকা অপু বিশ্বাস। ক্যারিয়ারের প্রথম দিকে অপু বিশ্বাসের সঙ্গে কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন নিরব। ‘ছায়াবৃক্ষ’ দিয়ে আবারও ফিরছেন এই জুটি।
এ বছর ‘কসাই’ ছবিতে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন নিরব। অনেক নির্মাতা-প্রযোজক তাঁকে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছেন। ‘অমানুষ’ ও ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পেলে তাঁর ক্যারিয়ারে যোগ হবে নতুন মাত্রা–আশা নিরবের।
ঢাকা: কথা ছিল আরেকটু ধীরেসুস্থে কাজ করার। কিন্তু লকডাউন আর করোনা পরিস্থিতির কারণেই একটানা শুটিং করতে হলো নিরবকে। শ্রীমঙ্গলে ১১ দিনে দুই ছবির কাজ সেরে গত শুক্রবার ঢাকায় ফিরেছেন তিনি। একটি অনন্য মামুনের ‘অমানুষ’। অন্যটি সরকারি অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’, বানাচ্ছেন বন্ধন বিশ্বাস।
এ দুটি ছবি নিয়েই নিরবের আকাশছোঁয়া প্রত্যাশা। ‘অমানুষ’ সিনেমায় নিজের চেনা ছক থেকে বেরিয়ে এসেছেন নিরব। এ মাসের শুরুর দিকে যখন ছবির ফার্স্টলুক প্রকাশ হয়েছিল, চমকে গিয়েছিলেন সবাই। ছোট চুল, গলায়-শার্টে রক্তের দাগ–এমন নিরবকে কেউ দেখেননি আগে।
‘অমানুষ’–এ নিরবের সঙ্গী হয়েছেন রাফিয়াত রশীদ মিথিলা। এটি মিথিলার প্রথম ছবি। নিরবের সঙ্গেও প্রথম কাজ। দুজনের জন্যই ‘অমানুষ’ তাই স্পেশাল। ছবিতে নিরবকে দেখা যাবে ডাকাতের চরিত্রে। আর মিথিলা বিদেশফেরত এক নারী। বাংলাদেশ নিয়ে তথ্যচিত্র বানাতে গিয়ে ডাকাতের খপ্পরে পড়েন মিথিলা। শ্রীমঙ্গলের প্রত্যন্ত এলাকায় শুটিং হয়েছে ‘অমানুষ’ সিনেমার।
ছবির বেশির ভাগ শুটিং আগেই হয়ে গিয়েছিল। কিছু কাজ বাকি ছিল। একটানা কাজ করে শুটিং শেষ করে এলাম। এবার মুক্তির অপেক্ষা।
নিরব হোসেন, চিত্রনায়ক
জানা গেছে, ‘অমানুষ’ ছবিটি ঈদুল আজহায় মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে।
অন্যদিকে ‘ছায়াবৃক্ষ’ ছবিতে নিরবের নায়িকা অপু বিশ্বাস। ক্যারিয়ারের প্রথম দিকে অপু বিশ্বাসের সঙ্গে কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন নিরব। ‘ছায়াবৃক্ষ’ দিয়ে আবারও ফিরছেন এই জুটি।
এ বছর ‘কসাই’ ছবিতে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন নিরব। অনেক নির্মাতা-প্রযোজক তাঁকে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছেন। ‘অমানুষ’ ও ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পেলে তাঁর ক্যারিয়ারে যোগ হবে নতুন মাত্রা–আশা নিরবের।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনো বা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে বিয়ে ও বিবাহ ব
২ ঘণ্টা আগে১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৬ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৮ ঘণ্টা আগে