বিনোদন ডেস্ক
বলিউডের প্রথম সারির তারকাদের একে অপরের সিনেমায় ক্যামিও যেমন দর্শকপ্রিয়তা পাচ্ছে, একই সঙ্গে বক্স অফিসেও তার ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। করোনা মহামারির পর যাবতীয় ‘বিরোধ’ ভুলে সিনেমার স্বার্থে এক জোট হচ্ছেন বলিউড তারকারা। টালিউডেও কি এ রকম পরিস্থিতি তৈরি হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার প্রশ্ন রাখে টালিউড সুপারস্টার জিতের কাছে, এক সিনেমায় কি দেখা যেতে পারে প্রসেনজিৎ, জিত আর দেবকে?
প্রশ্নের উত্তরে জিৎ বলেন, ‘কিছুদিন আগে মুম্বাইগামী বিমানে বুম্বাদার (প্রসেনজিৎ) সঙ্গে দেখা, কথাও হল। উনি এ রকম সিনেমার প্রস্তাব দিয়েছেন। আমার তো তাতে কোনও সমস্যা নেই।’
তবে বলিউডের তুলনায় জিৎ একটু ভিন্ন মত পোষণ করেন। অভিনেতার মতে, ক্যামিও নয়, সমান্তরাল চরিত্রে যদি তিনজনকে এতসঙ্গে হাজির করা যায়, তা হলে সেটা সব থেকে ভালো। জিৎ বললেন, ‘তিনজন একসঙ্গে কাজ করতে পারলে আমার তো বেশ ভালোই লাগবে। আমার মনে হয় দর্শকও সেটাই চাইবেন। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।’
এর আগে টালিউডের এই তিন তারকা একে অপরের সঙ্গে পর্দা ভাগ করলেও একসঙ্গে ত্রয়ীকে এখনো দেখা যায়নি। ‘দুই পৃথিবী’তে জুটি বেঁধেছিলেন দেব এবং জিৎ। অন্য দিকে ‘জুলফিকার’ এবং ‘কাছের মানুষ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও দেব। তা হলে কি এই তিন তারকাকে ভবিষ্যতে একসঙ্গে দেখা যাবে? উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলা সিনেমার দর্শকেরা।
বলিউডের প্রথম সারির তারকাদের একে অপরের সিনেমায় ক্যামিও যেমন দর্শকপ্রিয়তা পাচ্ছে, একই সঙ্গে বক্স অফিসেও তার ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। করোনা মহামারির পর যাবতীয় ‘বিরোধ’ ভুলে সিনেমার স্বার্থে এক জোট হচ্ছেন বলিউড তারকারা। টালিউডেও কি এ রকম পরিস্থিতি তৈরি হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার প্রশ্ন রাখে টালিউড সুপারস্টার জিতের কাছে, এক সিনেমায় কি দেখা যেতে পারে প্রসেনজিৎ, জিত আর দেবকে?
প্রশ্নের উত্তরে জিৎ বলেন, ‘কিছুদিন আগে মুম্বাইগামী বিমানে বুম্বাদার (প্রসেনজিৎ) সঙ্গে দেখা, কথাও হল। উনি এ রকম সিনেমার প্রস্তাব দিয়েছেন। আমার তো তাতে কোনও সমস্যা নেই।’
তবে বলিউডের তুলনায় জিৎ একটু ভিন্ন মত পোষণ করেন। অভিনেতার মতে, ক্যামিও নয়, সমান্তরাল চরিত্রে যদি তিনজনকে এতসঙ্গে হাজির করা যায়, তা হলে সেটা সব থেকে ভালো। জিৎ বললেন, ‘তিনজন একসঙ্গে কাজ করতে পারলে আমার তো বেশ ভালোই লাগবে। আমার মনে হয় দর্শকও সেটাই চাইবেন। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।’
এর আগে টালিউডের এই তিন তারকা একে অপরের সঙ্গে পর্দা ভাগ করলেও একসঙ্গে ত্রয়ীকে এখনো দেখা যায়নি। ‘দুই পৃথিবী’তে জুটি বেঁধেছিলেন দেব এবং জিৎ। অন্য দিকে ‘জুলফিকার’ এবং ‘কাছের মানুষ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও দেব। তা হলে কি এই তিন তারকাকে ভবিষ্যতে একসঙ্গে দেখা যাবে? উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলা সিনেমার দর্শকেরা।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
৬ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
৮ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১০ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১০ ঘণ্টা আগে