শাকিব দুবাইয়ে, তাঁর নায়িকারা কে কোথায়

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ১৫: ০৬

বাংলাদেশের জনপ্রিয় ও ব্যবসাসফল নায়ক শাকিব খান। গতকাল তিনি সেখানে দুবাইয়ে অনুষ্ঠিত ‘রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। গত শুক্রবার রাতে এমিরেটস এয়ারলাইনসের বিমানে চড়ে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা করেন তিনি। বিমানের ভেতর নিজের কিছু ছবি ফেসবুকে পোস্ট করে শাকিব খান লিখেছিলেন, ‘দুবাই’। আজ সকালে হোটেল থেকে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন শাকিব খান। ক্যাপশনে লেখেন, ‘শুভ সকাল, একটি ভালো দিন হোক।’ তাঁর সঙ্গে যেসব অভিনেত্রীরা চলচ্চিত্রে অভিনয় করেছেন, চলুন দেখে নেই তাঁরা কে কোথায় আছেন। 

পূজা চেরিপূজা চেরি
শাকিব খানের নায়িকা পূজা চেরি। বিখ্যাত ইতালির ব্র্যান্ড গুচির পোশাকের সঙ্গে রোদচশমায় ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন পূজা। সাদা আউটফিটে পূজা ছবিগুলো তুলেছেন কোন একটি বিমানবন্দরে। পূজা কি কোথাও উড়াল দিচ্ছেন? নাকি শুধুই ফটোশুট তা জানা যায়নি। শাকিবের সঙ্গে পূজা সর্বশেষ অভিনয় করেছেন এস এ হক অলিকের ‘গলুই’ তে। 

অপু বিশ্বাসঅপু বিশ্বাস
অপু বিশ্বাস এখন ঢাকায় রয়েছেন। গতকাল তিনি ফিরেছেন লালমনিরহাট থেকে। গতকাল লালমনিরহাট থেকে খেজুরের রসের ছবি দিয়েছেন অপু। সঙ্গে ক্যাপশনে জুড়ে দেন ‘শুভ সকাল, চেন সবাই এটা কি’। শাকিবের সফল নায়িকা অপু বিশ্বাস। তাদের জুটিতে এসেছে সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্র। তাঁদের জুটির মুক্তি পাওয়া সর্বশেষ চলচ্চিত্র ‘পাংকু জামাই’। 

শবনম বুবলীশবনম বুবলী
শবনম বুবলী দেশেই রয়েছেন এখন। গত শুক্রবার হরেক পদের মিষ্টি আর দই সামনে রেখে তোলা তিনটি ছবি ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী বুবলী। ফেসবুকে তিনি লিখেছেন, ‘শুক্রবার মানে খাওয়ার দিন, ডায়েট করার সংগ্রাম নেই।’

শাকিবের আরেক নায়িকা শবনম বুবলী। শাকিবের সর্বশেষ ব্যবসাসফল চলচ্চিত্রগুলো তাঁর সঙ্গেই হয়েছে। এক সঙ্গে কয়েক দিন আগেই তাঁরা শেষ করেছেন তপু খান পরিচালিত ‘লিডার-আমিই বাংলাদেশ’ এর শুটিং। চলচ্চিত্রটি পরিচালক তপু খান পরিচালিত অভিষেক চলচ্চিত্র এবং বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান। 

জয়া আহসান ও পঙ্কজ ত্রিপাঠিজয়া আহসান
প্রথমবার জয়া আহসান অভিনয় করেছেন হিন্দি চলচ্চিত্রে। ‘কড়ক সিং’ চলচ্চিত্রে তাঁর সহশিল্পী হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। সিনেমাটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। গত শনিবার শেষ হয়েছে সিনেমাটির শুটিং। গতকাল ফেসবুকে এই চলচ্চিত্রের শুটিংয়ের পেছনের কিছু ছবি শেয়ার করেছেন জয়া আহসান। শাকিব খান ও জয়া আহসান জুটি বেঁধে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ দুটি চলচ্চিত্র অভিনয় করেছিলেন। দুটি চলচ্চিত্রই দর্শক মনে দারুণ সাড়া পেয়েছিল। 

বিদ্যা সিনহা মিমবিদ্যা সিনহা মিম
প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন লুকে হাজির হন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গতকাল সাদা শার্টে বেশ কিছু ছবি পোস্ট করেন মিম। ছবির ক্যাপশনে লেখেন, ‘যখন সংশয় জাগে, সব উত্তর মেলে সাদায়।’ শাকিবের সঙ্গে বিদ্যা সিনহা মিমের সর্বশেষ মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘আমি নেতা হবো’। পরিচালক উত্তম আকাশ পরিচালিত চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে ২০১৮ সালে। 

মাহিয়া মাহি ও তাঁর স্বামী রাকিব সরকারমাহিয়া মাহি
গতকাল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বংপুর উচ্চ বিদ্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মাহিয়া মাহি। তাঁর সঙ্গে ছিল তাঁর স্বামী রাকিব সরকার। শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে ২০২১ সালে। অনন্য মামুনের পরিচালনায় নবাব এল. এল. বি. সিনেমায় তাঁদের অনবদ্য অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। 

নুসরাত ফারিয়ানুসরাত ফারিয়া
সর্বশেষ তথ্যমতে ফারিয়া এখন দেশেই আছেন। গত শুক্রবার ফেসবুকে ছবি পোস্ট করে ফারিয়া লেখেন, ‘‘তুমি আমার হৃদয়ের দহনের কথা বলছ। 
নুসরাত ফারিয়ার সঙ্গে শাকিব খানের সর্বশেষ চলচ্চিত্র ‘শাহেনশাহ’। পরিচালক শামিম আহমেদ রনির পরিচালনায় চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে ২০২০ সালে। গত বছর মুক্তি পেয়েছিল নুসরাত ফারিয়ার সর্বশেষ চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। সম্প্রতি ফারিয়া শেষ করেছেন তাঁর অভিনীত চলচ্চিত্র ‘বিবাহ অভিযান-২ ’। পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এর ব্যানারে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সৌভিক হালদার। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল, অনির্বাণ, অঙ্কুশ, সোহিনী, প্রিয়াঙ্কা এবং একটি বিশেষ চরিত্রে সৌরভ। 

ইয়ামিন হক ববিইয়ামিন হক ববি
গতকাল ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন ববি। তিনি লেখেন ‘কিছু মানুষ আপনাকে কখনোই সমর্থন করবে না। কারণ তাঁরা আপনাকে নিয়ে ভয় পায়।’
শাকিব খানের সঙ্গে ইয়ামিন হক ববির সর্বশেষ মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘নোলক’ মুক্তি পেয়েছে ২০১৯ সালে। সম্প্রতি ববি নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। নারীর প্রতিবাদী গল্প নিয়ে ফুয়াদ চৌধুরী নির্মাণ করবেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘনা কন্যা’। মুখ্য নারী চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা ববি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত